মুগডাল দিয়ে লাউ ঘন্ট, নিরামিষ রেসিপি shy-fox 10%| abb-school 5%

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার আদাব। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

লাউ চিংড়ি সবারই খুব পছন্দের একটি খাবার। লাউ দিয়ে রান্না তরকারি খেতে যেমন ভালো তেমনি শরীরের জন্যেও বেশ উপকারী। লাউ ডাল দিয়ে, ভাজি, তরকারি সবরকমভাবেই খাওয়া যায়। লাউ খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আজ এই লাউ দিয়ে তৈরি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।
IMG_20220721_191714.jpg

উপকরণ
লাউ
মুগডাল
কাঁচামরিচ
আদা বাঁটা
জিরা গুঁড়া
হলুদ গুঁড়া
লবন
সয়াবিন তেল
গোটা জিরা,তেজপাতা,শুকনা মরিচ
ঘি

PhotoCollage_1658409547651.jpg

ধাপ-১

প্রথমে লাউ পিস করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি।
PhotoCollage_1658409579600.jpg

ধাপ-২

চুলায় কড়াই বসিয়ে চুলার আঁচ হালকা করে দিয়ে মুগডাল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি।
PhotoCollage_1658409596109.jpg

ধাপ-৩

চুলায় আবার কড়াই বসিয়ে দিয়ে পরিমান মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হলে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিলাম তারপর গোটা জিরা ফোঁড়ন দিলাম।
PhotoCollage_1658409660129.jpg

ধাপ-৪

জিরা ফোঁড়ন দেওয়ার পর কাঁচামরিচ ফালি গুলো দিয়ে ঝুড়ি করে কেটে রাখা লাউ গুলো দিয়ে দিয়েছি। তারপর লবন হলুদ গুঁড়া দিয়েছি।
PhotoCollage_1658409694462.jpg

ধাপ-৫

লবন হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা মুগডাল গুলো ধুয়ে লাউ এর মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি।
PhotoCollage_1658409713474.jpg

ধাপ-৬

ঢাকনা দিয়ে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর লাউ থেকে জল বের হয়েছে তখন আদা বাঁটা, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে অনেক সময় ধরে রান্না করেছি নাড়তে নাড়তে জল শুকিয়ে আসলে এক চা চামচ ঘি দিয়ে আর একটু নেড়েচেড়ে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিয়েছি।
PhotoCollage_1658409739836.jpg

শেষ ধাপ

চুলা থেকে নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার পরিবেশনের জন্য প্রস্তুত মুগডাল দিয়ে লাউ ঘন্ট নিরামিষ রেসিপি।
IMG_20220721_191714.jpg

আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

অনেকদিন হচ্ছে লাউ খাওয়া হয়না। আপনার আল্লাহ কোনডা রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। আমার তো ইচ্ছে করছে আপনার কাছ থেকে নিয়ে খেয়ে নিতে। দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মুগডাল দিয়ে লাউ ঘন্ট, নিরামিষ রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে অনেক খেতে ইচ্ছে করছে। এর আগে কখনো খাইনি এভাবে রান্না করে। আজ আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। প্রতিটি ধাপ আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু লাউ খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনার নিরামিষ লাউ রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এই রেসিপিটি। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে মুগ ডাল দিয়ে লাউ ঘন্টের নিরামিষ রেসিপি শেয়ার করেছেন আপনার এই নিরামিষ রেসিপিটি দেখে জিভে জল এসে গিয়েছে। এত মজাদার একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58004.44
ETH 2579.54
USDT 1.00
SBD 2.40