লেভেল ২ থেকে আমার অর্জন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220629_170341.jpg

আমি বৃষ্টি চাকী স্টিমিটে আমার ইউজার নেম @bristychaki আমি আমার বাংলা ব্লগের abb-school এর স্কুলের ২০ তম ব্যাচের লেভেল-২ শিক্ষার্থী। আজ আমি আপনাদের সাথে আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করব আমি লেভেল -২ আছে আমি কি কি শিখেছি।যেহেতু লেভেল টু তে অনেক সেনসিটিভ বিষয় গুলোর শিখানো হয় তাই আমাদের লেভেল-২ এর সম্মানিত শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে আমাদেরকে আলোচিত বিষয় গুলোর খুঁটিনাটি শিখিয়েছেন।লেভেল টু তে ক্লাস করে আমি যা যা শিখেছি আজ আমি চেষ্টা করব তার সবটা আপনাদের সামনে তুলে ধরতে।

Posting key এর কাজ কি ?

উত্তরঃ
posting key দ্বারা আমরা কি কি কাজ করতে পারি তা নিচে তুলে ধরা হল

১.পোস্ট ফলো আনফলো করতে
২.কোনো পোস্টকে রিস্টিম করতে
৩.পোস্ট ও কমেন্ট করতে
৪.পোস্ট ও কমেন্ট ইডিট করতে
৫.অনাকাঙ্ক্ষিত বা অপছন্দনীয় কোন একাউন্ট কে মিউট করতে

Active key এর কাজ কি ?

উত্তরঃ

অ্যাক্টিভ কি দ্বারা কি কি কাজ করতে পারি তা নিচে দেয়া হল

১.পাওয়ার আপ পাওয়ার ডাউন করতে
২.কোন কিছু ট্রানস্ফার করতে
৩.প্রোফাইলের কোন তথ্য পরিবর্তন করতে
৪.নতুন ব্যবহারকারী তৈরি করতে
৫.SBD steem কনভার্সন
৬.উইটনেস ভোট দিতে
৭.কোন কিছুর এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় অর্ডার করতে

Owner key এর কাজ কি ?

উত্তরঃ Owner key এর কাজ গুলো নিচে দেওয়া হল
১.ওনার, একটিভ ও পোস্টিং কি রিকভার করতে
২.ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে
৩.একাউন্ট রিকভার করতে

Memo key এর কাজ কি ?

উত্তরঃ

Memo key এর কাজ গুলো হল

১.এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
২.কোন এনক্রিপ্ট মেসেজ দেখতে

Master password এর কাজ কি ?

উত্তরঃ

মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সমস্ত পাসওয়ার্ডের মূল।সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড হচ্ছে মাস্টার পাসওয়ার্ড।মাস্টার পাসওয়ার্ড দ্বারা আমরা আমাদের হারিয়ে যাওয়া একাউন্টকে রিকভার করতে পারি।মাস্টার পাসওয়ার্ড সবচেয়ে বেশী সেনসিটিভ তাই এটিকে খুব সাবধানের সংরক্ষণ করে রাখতে হয়।পাবলিক কি ও ওনার কি কে ও আমরা মাস্টার পাসওয়ার্ড দিয়ে রিকভার করতে পারি।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ

মাস্টার পাসওয়ার্ড যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই এই পাসওয়ার্ডকে খুব যত্নসহকারে সংরক্ষণ করে রাখা প্রয়োজন।শুধুমাত্র একটি জায়গায় নয় কয়েকটি ভিন্ন ভিন্ন জায়গায় আমি এই পাসওয়ার্ডটিও সংরক্ষণ করে রাখার প্ল্যান করেছি এবং সম্মানীয় মডারেটরদের কাছ থেকেও নির্দেশনা পেয়েছি।মাস্টার পাসওয়ার্ড কে আমি আমার গুরুত্বপূর্ণ কয়েকটি ডায়েরিতে লিখে রেখেছি যা ভিন্ন ভিন্ন জায়গায় রাখা থাকে একটি হারিয়ে গেলে যাতে আমি অন্যটিতে খুঁজে পাই।এছাড়াও আমি আমার মোবাইলের গুগল ড্রাইভে এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখেছি।আমার এই একাউন্টটি যেহেতু একটি সম্পদের মধ্যে পড়ে আর এই সম্পদের মূল দলিল হচ্ছে এই পাসওয়ার্ড তাই এই পাসওয়ার্ডটি কে কখনোই কারো সঙ্গে শেয়ার করা যাবে না।

পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ দীর্ঘমেয়াদি এই প্ল্যাটফর্মটিতে কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরী।যাদের ইস্টিম পাওয়ার কম থাকে তাদের কমেন্টে পোস্ট করতে সমস্যা হয়।পাওয়ার আপ করে আমরা ভোট দিতে পারি।স্টিম কে পাওয়ার আগে উন্নিত করে তার মাধ্যমে ভোট দিয়ে রেওয়ার্ড অর্জন করতে পারি।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ
ওয়ালেটে অ্যাক্টিভ কি দিয়ে লগইন করলে আমরা আমাদের নিজেদের ওয়ালেট দেখতে পাবো।এরপর স্টিম ব্যালেন্স এর পাশের ড্রপডাউন বাটনটিতে ক্লিক করলে কিছু অপশন আসবে সে অপশন গুলোর মধ্যে পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে।এরপর এমাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখে ওকে করলেই steem কমে গিয়ে পাওয়ার আপ অর্থাৎ SP তে উন্নীত হবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিন দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তরঃ
কাউকে কোন লিকুইড স্ট্রিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে।আমরা যখন ইস্টিম উইথড্র করতে চাই তখন এক্সচেঞ্জেবল সাইট থেকে আমাদেরকে একটি মেমো দেয়া হয়
তখন সেই মেমো দেখে আমরা তার চেঞ্জ করতে পারি এগুলোই মেমো ফিল্ড করে থাকে।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ
ডেলিগেশন ক্যানসেল করার চার থেকে পাচঁ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর

প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশনের কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চাইলে তখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় ৩০০ এস.পি লিখতে হবে।

এবিবি স্কুলের level-2 থেকে আমি যা শিখতে পেরেছি তা আমি আমার এই পোষ্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 2 years ago 

লেভেল টু থেকে যে জ্ঞানলাভ করেছেন তার আঙ্গিকে আজকের এই পোস্ট সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এভাবে নিয়মিত ক্লাস করে জ্ঞান অর্জন করে এগিয়ে যান এই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।

 2 years ago 

আপনি লেভেল ২ থেকে অনেক ভালো কিছু অর্জন করেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আসলে আমাদের কমিউনিটির স্কুলের শিক্ষা ভালোভাবে গ্রহণ করলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

এবিবি স্কুল নতুন মেম্বারদের পাশাপাশি সকল মেম্বারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই এবিবি স্কুলের প্রফেসররা খুব সুন্দর ভাবে নিজেদের পরিশ্রম দিয়ে সবাইকে সবার সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে ও সকল বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আপনার পোস্টটি দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনার জন্য ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি লেভেল ০২ হতে খুব ভালোভাবে সব কিছু বুঝে নিয়েছেন।তাই ভালোভাবে পরীক্ষা দিয়েছেন।পরবর্তী লেভেলের জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপু।আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন বাকি লেভেল গুলো যেন ভালোভাবে পার করতে পারি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67614.76
ETH 2610.64
USDT 1.00
SBD 2.73