মটরশুঁটি,আলু,বাঁধাকপির ঘন্ট রেসিপি। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো সবাইকে সাথে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

আজকের রেসিপি টি আমার খুবই পছন্দের একটি রেসিপি শীতকালে আমি প্রায় সময়ই এরকম করে বাঁধাকপির ঘন্ট রান্না করে থাকি আজ আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করবো এখন।
IMG_20230130_150713.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddst5KrnDDiYWbJRedLX6sNTfhEF27pJR17nCsLyUqcuuUsFBsyUM9ia4UDgaa...3Hg4xZcKMcWpYSEqJtox4jFrRYgoEXizmWaTxVmL2aoQevLRPXYg2hX5hmd32xRzekw4qjv1dguEQ1tX8oVKBKHiMuZkfU1NYXvD72kTvmXdKifneW6BES9RY.jpeg

উপকরণপরিমাণ
বাঁধাকপিঅর্ধেকটা
মটরশুঁটিএক কাপ
আলু৪ টা
কাঁচামরিচ৩-৪ টা
আদাবাটাদেড় চা চামচ
জিরা,ধনিয়াগুঁড়াদেড় চা চামচ
মরিচেরগুঁড়া১ চা চামচ
হলুদগুঁড়াপরিমাণ মতো
লবণস্বাদমতো
গোটা জিরাহাফ চা চামচ
তেজপাতা২ টা
শুকনা মরিচ২ টা
গরম মসলাপরিমাণ মতো
ঘি১ টেবিল চামচ
চালের গুঁড়া১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
চিনিস্বাদমতো

photoCollageMaker_20230130_152517899.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...Mq8UGSqWtGY75q4hukCvCFLtAPQc5yRWiVR19nEZ3mLS7Ce8rj9nqHXgHRjo8HjNg2XdRtEJmLHd5Gfs37bba4vFUb7SdhCHAZZAPgjx84gLtja59cbNYjpX3c.png

প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ছোট করে কেটে রাখা আলু গুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে নিয়েছি।

photoCollageMaker_20230130_150029581.jpg

আলু ভাজা হলে ঐ তেলের মধ্যে মটরশুঁটি গুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি।

photoCollageMaker_20230130_150128749.jpg

এবার গোটা জিরা তেজপাতা গরমমসলা গুলো ফোঁড়ন দিয়ে কাঁচামরিচ ফালি গুলো দিয়ে হালকা ভেজে ঝুড়ি করে কাটা বাঁধাকপি গুলো দিয়ে দিয়েছি।
তারপর লবণ হলুদগুঁড়া দিয়ে দিয়েছি।

photoCollageMaker_20230130_150228098.jpg

লবণ হলুদগুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি
তারপর অনেক সময় ধরে বাঁধাকপি গুলো ভেজে নিয়েছি।তারপর ভেজে রাখা আলু মটরশুঁটি গুলো দিয়ে আরেকটু ভেজে নিয়েছি।

photoCollageMaker_20230130_150305235.jpg

আদাবাটা জিরা,ধনিয়াগুঁড়া,মরিচের গুঁড়া একট বাটিতে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে ভাজা বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি।

photoCollageMaker_20230130_150406633.jpg

মসলা দেওয়ার পর অল্প আঁচে অনেক সময় ধরে বাঁধাকপি গুলো ভেজে নিয়েছি যাতে করে মসলার গন্ধ না আসে।

photoCollageMaker_20230130_150441974.jpg

এবার একটা বাটিতে চালের গুঁড়া,ঘি,আর স্বাদমতো চিনি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে বাঁধাকপির মধ্যে ঢেলে দিয়েছি।তারপর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে নেড়েচেড়ে নিয়েছি। যখন বাঁধাকপি গুলো আঠালো হয়ে তেল উঠে আসছিলো তখন চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।

photoCollageMaker_20230130_150556243.jpg

এবার চুলা থেকে নামিয়ে দিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি আর এভাবেই তৈরি হয়ে গেলো মটরশুঁটি,আলু বাঁধাকপির ঘন্ট রেসিপি টি।

IMG_20230130_150713.jpg

এই ছিলো আমার আজকের রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে,কার কেমন লাগলে অবশ্যই মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না।দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...uovm5BerwrfKDqqbDvFiHGBek7HUUv8BDZ2jnuf6T86jmsigTWAREiwHxoiYBiBdqxHSneA4DCfz8yRGCyz8oRLxYjCQgJuf4U11dNVZU39jmAtkkcQo3oEpWJ.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 2 years ago 

বাহ্!খুব দারুন একটি রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে রেসিপিটি খুব ভালো লেগেছে। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

শীতকালে বাঁধাকপি অনেক খাওয়া হয় তবে কখনো এরকম মটরশুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি করা হয়নি। বাঁধাকপি জিরায় ফোরন দিলে খেতে অন্যরকম স্বাদ লাগে। আপনি খুব সুন্দর করে বাঁধাকপির ঘন্ট তৈরি করেছেন আপনার রেসিপি দেখে আমি একটু শিখে নিয়েছি কোন একদিন বানাবো ।

 2 years ago 

জ্বি আপু জিরা ফোঁড়ন দিলে অন্য রকমের একটা স্বাদ গন্ধ পাওয়া যায়। অবশ্যই আপু খেয়ে দেখবেন আশাকরি ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি আমার বেশ প্রিয়। বাঁধাকপি ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। এভাবে সবজি রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। তবে মটরশুটি দিয়ে এবং আলু দিয়ে এভাবে কখনো বাঁধাকপি রান্না করা হয়নি। মনে হচ্ছে মটরশুটি দেওয়াতে খেতে আরও বেশি মজার হয়েছিল। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে হবে।

 2 years ago 

বাঁধাকপি খেতে আমারও খুব ভালো লাগে। ঠিক বলেছেন আপু মটরশুঁটি দেওয়াতে স্বাদ আরও অনেক বেড়ে গেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

মটরশুঁটি,আলু,বাঁধাকপির ঘন্ট রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। সত্যি অসাধারণ রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি পরিবেশন খুবই ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আপু আপনার মটরশুঁটি আলু ও বাঁধাকপির ঘন্ট রেসিপিটি বেশ চমৎকার হয়েছে । বাঁধাকপির ভাজি খেয়েছি কিন্তু এর সঙ্গে মটরশুঁটি দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি । দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে । বাজারে এখন মটরশুটি উঠে গিয়েছে আপনার পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

জ্বি আপু এখন বাজারে মোটামুটি ভালোই মটরশুঁটি পাওয়া যাচ্ছে। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে অনেক ভালো লাগে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাঁধাকপি ভাজি খেয়েছি অনেকবার। কিন্তু এভাবে করে বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়নি । মটরশুটি দেওয়ার কারণে খেতে মনে হয় একটু বেশি মজা হয়েছিল। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাঁধাকপি ভাজি কিংবা ঘন্ট যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এখন শীতকাল তাই বিভিন্ন ধরনের শবজি পাওয়া যায়। শীতকালে সবজির মধ্যে পাতাকপি আমার কাছে অনেক ভালো লাগে খেতে।মটরশুঁটি ও আলু এবং বাঁধাকপি দিয়ে খুব সুন্দর রেসিপি করেছে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বি শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায় এবং খেতেও অনেক মজা লাগে। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনার রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারছিনা। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমনি সুস্বাদু হয়েছিলো। সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার মটরশুঁটি,আলু,বাঁধাকপির ঘন্ট রেসিপি আমার কাছে অনেকটাই আনকমন একটা রেসিপি বলে মনে হচ্ছে কারণ আমি সাধারণত শুধু মাত্র বাঁধাকপির ভাজি বড়জোর তার মধ্যে কিছু আলু টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়। কিন্তু আপনি বাধাকপি দিয়ে ভিন্ন ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রান্নার উপস্থাপনাটা অ ছিলো দারুন । ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাঁধাকপির ঘন্টের মধ্যে আলু ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু এখন তো শীত কাল বাধাঁকপির মৌসুম। আর বাধাঁকপি খেতে আমার কাছে খুব ভাল লাগে। বাধাঁকপির সাথে মটরশুঁটি দিলে খাওয়ার সময় মটরশুঁটির অন্যরকম একটি স্বাদ অনুভূব হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতকালে বাঁধাকপি খেতে আমারও খুব ভালো লাগে ঠিক বলেছেন ভাইয়া মটরশুঁটি দিলে সত্যিই অন্যরকমের লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন তার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60308.44
ETH 2640.77
USDT 1.00
SBD 2.54