DIY(এসো নিজে করি)||রঙিন কাগজের তৈরি খরগোশের অরিগ্যামি। ১০% লাজুক-শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷
আজকে আমি আপনাদের সাথে নতুন একটি কাজ শেয়ার করার জন্য এসেছি।এটি হচ্ছে রঙিন কাগজের তৈরি খরগোশের অরিগ্যামি। আমি এই প্রথমবারের মত এই অরিগ্যামি তৈরি করলাম। আমার কাছে বেশ মজাই লেগেছে এটি তৈরি করতে। বিশেষত আমি খরগোশ খুব পছন্দ করি তাই আজকে প্রথমবারেই খরগোশের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম।

20220302165417.jpg

প্রয়োজনীয় উপকরণসমূহ

রঙিন কাগজ

পেন্সিল

আঠা

কাচি

স্কেল

কালো জলকলম

IMG_20220302_110024.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি গোলাপি রঙের কাগজ নিলাম। ২৮×৫ সে.মি. পরিমাপে কাগজ কেটে নিলাম।

IMG_20220302_110233.jpg

এরপর আমি এটিকে লম্বালম্বিভাবে ১৪সে.মি. অংশে একটি দাগ দিয়ে দিলাম। ২ পাশের অংশকে সেই দাগের মধ্যে নিয়ে ভাজ করে নিলাম।একভাজ করে নেয়ার পর অপরটিকেও আরেকভাজ করলাম।

CollageMaker_202232162051569.jpg

দ্বিতীয় ধাপ


তারপরে আমি একপাশের কাগজে আঠা লাগিয়ে অপরপাশের কাগজটি জোড়া লাগিয়ে নিলাম।

এটি খুব সুন্দর একটি অর্ধবৃত্ত হয়ে গেল।

CollageMaker_202232162347723.jpg

তৃতীয় ধাপ


এরপরে আমি ৫×৫ সে.মি. পরিমাপে বর্গাকার কাগজ কেটে নিয়েছি।

এটিকে মাঝ বরাবর ভাজ করে নিলাম। পেন্সিল দিয়ে দাগ দিয়ে তা কেটে নিলাম। এখন এগুলো খরগোশের সামনের ২ পা হয়ে গেল।

CollageMaker_202232162449866.jpg

চতুর্থ ধাপ

তারপর আমি এই পায়ের মধ্যে আঠা লাগিয়ে পূর্বে তৈরি করা অর্ধবৃত্তাকার অংশের সামনের দিকে লাগিয়ে নিলাম।

IMG_20220302_110854.jpgIMG_20220302_110909.jpg

পঞ্চম ধাপ

তারপরে ৭×৫ সে.মি পরিমাপের একটি কাগজ কেটে নিলাম। পূর্বের মত মাঝ বরাবর ভাজ করে পেন্সিল দিয়ে দাগ টেনে কেটে নিলাম।

তারপরে ভাজ খুলে আবার সেই মাঝের ভাজ বরাবর কেটে নিলাম। এগুলো খরগোশের পিছনের পা৷

CollageMaker_202232162744164.jpg

ষষ্ঠ ধাপ

২ পায়ের পিছনের দিকের অংশে আঠা লাগিয়ে পিছনের দিকে লাগিয়ে নিলাম।

IMG_20220302_111243.jpgIMG_20220302_111300.jpg

IMG_20220302_111352.jpg

সপ্তম ধাপ


তারপরে আমি নিলাম ১৪×১১ সে.মি. পরিমাপের কাগজ।এরমধ্যে আমি গোল করে বৃত্ত একে নিলাম এবং এক পাশের উপরের দিকে আমি খরগোশের কান একে নিলাম।

IMG_20220302_111640.jpg

এটিকে মাঝ বরাবর ভাজ করে দাগ অনুযায়ী কেটে নিলাম। এখন এটি খরগোশের মাথা হিসেবে তৈরি হয়ে গেল।
CollageMaker_20223216324786.jpg

অষ্টম ধাপ


এরপরে আমি সেই কানের পরিমাপ থেকে ছোট পরিমাপে ২ টি সাদা রঙ এর কাগজ কেটে নিলাম।

তারপর আঠা দিয়ে কানের উপরে লাগিয়ে নিলাম।

CollageMaker_202232163531488.jpg

আবার আরও ছোট পরিমাপে গোলাপি রঙের কাগজ কেটে নিলাম, এবং একইভাবে তা সাদা কাগজের উপরে লাগিয়ে নিলাম।

IMG_20220302_112439.jpgIMG_20220302_112528.jpg

নবম ধাপ

এরপরে চোখের অংশের জন্য সাদা কাগজ ছোট করে কেটে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20220302_112921.jpg

তারপরে কালো জলরঙের সাহায্যে চোখের অংশ এবং নাকের অংশ একে নিলাম।

IMG_20220302_113047.jpg

দশম ধাপ

এরপরে ৫×৩ সে.মি. পরিমাপে কাগজ কেটে নিয়ে এটিকে ৪ভাজ করে নিলাম।

IMG_20220302_113259.jpgIMG_20220302_113325.jpg

IMG_20220302_113317.jpg

এর একপাশের অংশ সেই অর্ধবৃত্তাকার অংশের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আর শেষ অংশে খরগোশের মাথা লাগিয়ে নিলাম।

IMG_20220302_113420.jpgIMG_20220302_113520.jpg

এইতো তৈরি করে পেল্লাম কাগজের তৈরি করা খরগোশের অরিগ্যামি।

IMG_20220302_113810.jpg

IMG_20220302_165056.jpg

IMG_20220302_165038.jpg

আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই পোস্ট তা অবশ্যই জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের তৈরি খরগোশের অরিগ্যামি খুবই সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি করা খরগোশের অরিগ্যামিটি দারুন লাগছে। দেখতে খুবই কিউট হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি খরগোশটি তৈরি করেছেন। দারুন একটি ক্রাফট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি খরগোশ দেখে আমার নিজের পোষা খরগোশের কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে আমি দুটি খরগোশ পুষে ছিলাম। একদিন বিকেলে খরগোশ দুটিকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে বাড়িতে ছেড়ে দেই। কিন্তু ওরা ঘাস খেতে খেতে কোন দিকে যে চলে গেছে আমি আর পরে খরগোশ দুটিকে খুঁজে পাইনি। তাই আপনার তৈরি কাগজের খরগোশ টি দেখে হঠাৎই মনে পড়ে গেল। যাইহোক আপু, আপনার খরগোশটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আপনার উপস্থাপনার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর খরগোশ তৈরি করলেন। খরগোশটি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে আমি তৈরি করব। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি খরগোশের অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি এত সুন্দর ভাবে দক্ষতার সাথে খরগোশ তৈরি করেছেন আমি দেখে অবাক হয়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে খরগোশ তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার এই প্রসেস অনুযায়ী যে কেউ এই সুন্দর খরগোশ তৈরি করতে পারবে। দারুন ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক কিউট একটি খরগোশ তৈরি করেছেন।খরগোশ আমার অনেক ভালো লাগে।আপু আপনার খরগোশ এর মুখ খানা খুব মায়া লাগছে।ভালো ছিলো।খব সুন্দর করে ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি খরগোশের অরিগ্যামি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে একটি খরগোশ তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপু আপনার তৈরি খরগোশের অরিগামি টি কিন্তু দারুণ হয়েছে। আপনি খুবই যত্ন সহকারে এবং ধৈর্য নিয়ে কাজটি সম্পন্ন করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর একটি খরগোশ তৈরি ধারাবাহিকতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ওয়াও আপু আপনার খরগোশের চিত্র অংকন টি খুবি সুন্দর হয়েছে।বিশেষ করে খরগোশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ খরগোশের চেহারাটা খুবই সুন্দর ও মনমুগ্ধকর একটা দৃশ্য। আমার এখনো মনে আছে আমগো বাড়ির আমার এক আপু একবার খরগোশ পালতে আনছিলো।খরগোশ টা দেখতে খুব সুন্দর ছিল। সব থেকে ভালো লাগতো খরগোশ যখন দৌড়োদৌড়ি করত তখন ওই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগদো আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা খরগোসের আর্ট শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আলহামদুলিল্লাহ বলবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি খরগোশের অরিগামি তৈরি করেছেন আপু। আসলে খরগোশটাকে দেখেই মনটা জুড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে এটি বাস্তবেই খরগোশ এটি।
আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে 🙂

 2 years ago 

সবচেয়ে ভালো লেগেছে আপনার বর্ণনাগুলো। খুব সুন্দর স্বচ্ছ সাবলীল ভাষায় আপনি তৈরীর বর্ণালী ব্যাখ্যা করেছেন। এবং খরগোশের এই ছোট্ট খরগোশ এর অরিগেমি টি কিন্তু দারুণ হয়েছে একদম কিউট লাগছে। আর এত সুন্দর একটি অরিগেমি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67579.79
ETH 3758.68
USDT 1.00
SBD 3.55