চাচাতো ভাইয়ের বিয়েতে পরিবারের সবাই মিলে তাহলে বেশ ভালই আনন্দ করেছেন। আপনাকে এবং আপনার বোন দুজনকে শাড়িতে অনেক মিষ্টি লাগছে। যদিও শাড়ি পরা অনেক কঠিন একটা কাজ। তবে শাড়ি পরলে এমনিতে সবাইকে ভালো লাগে দেখতে। ঘরোয়া আয়োজনে নিজেদের মানুষদের সাথে সময়টা একটু বেশি ভালো কাটে।
ছবিতেই ভালো লাগছে।আসলে শাড়ির যা তা অবস্থা।