একদম ঠিক বলেছেন আপু। মাঝে মাঝে এ জীবনটাকে অনেক রঙিন এবং সুন্দর মনে হয়। জীবনে বাঁচার তীব্র বাসনা তখন বেড়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় গোলকধাঁধার মধ্যে আটকে গিয়েছি। মন মানসিকতা ভালো থাকে না তখনই মূলত জীবনটা বিষন্ন হয়ে ওঠে। আর এমনটাই মনে হয়। চরকির মত শুধু ঘুরতেই আছে, এর কোনো শেষ নেই। কিন্তু জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন এই চরকির মতো ঘোরা বা গোলক ধাঁধাটাও শেষ হয়ে যাবে।