পটল খেতে তেমন ভালো লাগে না। তবে এটা যদি ভাজি করা হয় তখন খুবই ভালো লাগে। যদিও কখনো ডিম দিয়ে ভেজে খাওয়া হয়নি। সসিন্দা দিয়ে ডিম দিয়ে ভেজে খেয়েছি। আর এখন সেই কথাই মনে পড়ে গেল। আপনার এই রেসিপিটা দেখে লোভ লেগে গেল আপু। দেখতে কিন্তু দারুণ লাগছে। আশা করি খেতেও মজা হয়েছিল।
পটল এভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।
এভাবে একদিন ট্রাই করব,আশাকরি ভালো লাগবে।এমনিতে তো রান্না করে খাওয়া যায় না।