You are viewing a single comment's thread from:

RE: বছর পাঁচেক আগে

in আমার বাংলা ব্লগ29 days ago

আমার আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছি কঠোর পরিশ্রম করে যেতে সরকারি চাকরি পাওয়ার জন্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে একদম ভাইবা পর্যন্ত চলে গিয়েছে কিন্তু শেষমেষ ভাইবা দিয়েও চাকরি হলো না। তার একমাত্র কারণ, আগেই কোটা পরিপূর্ণ হয়ে গেছে টাকা লেনদেন করে। আর বাংলাদেশে এই সরকারি চাকরি গুলো মূলত টাকাওয়ালাদের জন্য। যারা টাকা দিয়ে চাকরি কিনতে পারবে তাদের জন্যই সরকারি চাকরি, বা যাদের মামা খালু থাকে। যদিও সবক্ষেত্রে হয় না। কিছু কিছু ক্ষেত্রে যোগ্যরাও স্থান পায়। এত কষ্ট করে এখন হয়তো কেউ আর সরকারি চাকরি করতে চায়না। সবাই যেন এখন নিজ নিজ উদ্যোগে কাজ করতে চায়। আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো। তবে আপনার এই সংগ্রামের কাহিনীটা যে সুখকর নয় সেটাও বুঝলাম।

Sort:  
 29 days ago 

কিছু কিছু ক্ষেত্রের ব্যাপারটাকে আমি আসলে গ্রহণ করি না। কেননা সবটাই নষ্টের দখলে চলে গিয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56796.26
ETH 2497.29
USDT 1.00
SBD 2.23