জীবনে শিক্ষা গ্রহণের আরো একটি বড় দিক হচ্ছে ভুল করা। কথায় আছে মানুষ মাত্রই ভুল।
মাঝে মাঝে ভুল করা দরকার।কারণ ভুল না হলে মানুষ শিখতে পারবে না। আর ভুল থেকে যে শিক্ষা হয় সেটা মানুষ আজীবন মনে রাখে।আর জীবনের প্রতিটি মুহূর্তই হলো নতুন, নতুন জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে হয়।পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাল মিলিয়ে।