ঠিকই বলেছেন,দীর্ঘসময় কোথাও থাকলে সেটার মায়ায় পড়ে যাই। আর গ্রামের প্রকৃতি আমারও ভালো লাগে খুব। গ্রামের প্রকৃতি একদম নিরিবিলি,আমরা যখন বাসায় ছিলাম তখন শহরের দিন রাত একই লাগতো।সারাক্ষণ যানবাহনের শব্দ,আর রেলওয়ে স্টেশনের কাছাকাছি থাকায় প্রায়ই ট্রেনের শব্দ হতো।আর তখন একরকম যুদ্ধ করে জীবন কাটিয়েছিলাম যেন,একদম রোবোটিক ছিল সব।যাইহোক অবশেষে বাড়িতে এসেই শান্তি পেলাম। তবে গ্রামের যত ভিতরে বসবাস করা যাবে ততই যেন একটা শান্তির ছোঁয়া পাওয়া যাবে। যাইহোক, দোয়া রইলো যেন আপনার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পারেন।
চেষ্টা করছি আপু, পরিকল্পনা বাস্তবায়নের জন্য, এখন বাকিটা নির্ভর করছে সবকিছু সময়ের উপর।