You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫
বৃষ্টির জলে ভিজে গেছে যে সময়
তাকে ফিরে পেতে আমার ব্যর্থ অভিনয়,
তবুও এক বিকেলে ভীষণ অনিয়মে
তোমাকে পড়ে মনে।
সব বোঝার পর ও ভুল হয়ে যায়,
কেউ তো হারুক,হোক অন্যের বিজয়।
তারপর শুধু তুমি আর অন্তত অনুভব,
ছুঁয়ে যাবে দৃষ্টিকোণ তোমার অদ্ভুত অনুরাগ।
হৃদয়ের ব্যথাটা যে ধুকে ধুকে খায়,
তবুও কেন যে হৃদয়টা তোমাকেই চায়।
হাসির মাঝে লুকিয়ে রাখা কষ্টটাও বলে,
থাকবে আর কত অভিনয়ের বেড়াজালে।
নিঃশ্বাসে বিশ্বাসে আছো তুমি জড়িয়ে,
ক্ষত জমে পাহাড় সমান দেখ তুমি তাকিয়ে।
দীর্ঘশ্বাস জমা বুকে তোমায় না পেয়ে,
ঝড় হয়ে উঠলে থামবে না দেখবে শুধু চেয়ে।