আমার পছন্দের নকশী পিঠা তৈরি ||আমার বাংলা ব্লগ কনটেস্ট - ৯|| ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন৷ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

শীতের আমেজে পিঠার বাহার আমাদের মনকে অনেক আনন্দ দেয়। কারণ বিভিন রকমের পিঠা তৈরি করা আর এর সাথে এটি খাওয়ার সুযোগ শীতের সময়ই পাওয়া যায়। শীতকালেই এসব পিঠা খেতে অনেক ভালো লাগে।

আজকে আমি একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার খুব খুব পছন্দের একটি পিঠা৷এটি হলো নকশী পিঠা। আমি এই পিঠা খাওয়ার জন্য আমার ফুফুর কাছে বায়না ধরি। কারণ সে খুব ভালোভাবে বানাতে পারে। এর কুড়মুড়ে স্বাদ তারসাথে গুড়ের প্রলেপ, আহ সেই অসাধারণ স্বাদ৷ আমি আমার ফুফুর কাছ থেকে শিখে নিয়েছি।

IMG_20211110_211547.jpg

যদিও এই পিঠা তৈরি করা কষ্টসাধ্য ব্যাপার, তবে খেতে খুবই মজাদার৷ যে একবার এই পিঠা খেয়েছে সেই জানে এর মজা কেমন।

চলুন তাহলে বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমার রেসিপি তৈরির কাজ শুরু করি।

প্রিয় বন্ধুগণ, আজকে নকশী পিঠা তৈরি করার জন্য আমি যে উপকরণ ব্যবহার করলাম সেগুলো আমি নিচে দিয়ে দিলাম।

উপকরণপরিমাণ
চালের গুড়ো২ কাপ
আখের গুড়২ কাপ
লবণআধা চা চামচ
পানি৪ কাপ
সয়াবিন তেল২-৩ কাপ
টুথপিক২/৩ টি
কয়েল স্ট্যান্ড১ টি
বোতলের ক্যাপ১টি

20211110205005.jpg

★পিঠার খামির তৈরি পদ্ধতি★

প্রথম ধাপ

প্রথমত আমি চালের গুড়ো দিয়ে একটি মোলায়েম খামির তৈরি করব। এজন্য একটি পাতিলে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরমধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ।

এরপরে পানি যখন ভালোভাবে গরম হয়ে আসে ফুটন্ত অবস্থায় এলে আমি ২ কাপ চালের গুড়ো দিয়ে দিলাম। চালের গুড়ো দেয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম।

20211110205119.jpg

এরপরে আমি পাতিলটি চুলা থেকে নামিয়ে নিলাম এবং একটি ঢাকনা দিয়ে প্রায় ৮-১০ মিনিট ঢেকে রেখে দিলাম।

দ্বিতীয় ধাপ

এরপরে আমি একটি ছড়ানো ট্রে তে চালের গুড়োর সিদ্ধ করা আটা নিয়ে নিলাম। হালকা গরম অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে থাকলাম। হাতের মধ্যে সামান্য পরিমাণ পানি লাগিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে থাকলাম।

20211110205234.jpg

এই খামিরটি ভালোভাবে মেখে তৈরি করে নিতে হবে যাতে খুবই মোলায়েম হয়। নাহলে পিঠা তৈরি করার সময় এটি ফেটে যেতে পারে।

IMG_20211110_165038.jpg

এরপরে আমি একটি সুতার কাপড় ভিজিয়ে নিয়ে এই খামিরের উপরে দিয়ে ঢেকে রেখে দিলাম।

তৃতীয় ধাপ

সেখান থেকে কিছুটা পরিমাণ খামির হাতে নিলাম, এরপরে এটিকে হাত দিয়ে ভালোভাবে গোল করে চেপ্টা করে নিলাম।এরপরে আমি বেলনের সাহায্যে রুটির মত বেলে নিয়েছি। তবে এর পুরুত্ব আধা ইঞ্চি থেকে একটু কম পরিমাপ নিয়ে তৈরি করে নিয়েছি।

20211110205345.jpg

★পিঠার ডিজাইন তৈরি★

চতুর্থ ধাপ

এই রুটি তৈরি করার পর পরই আমি ডিজাইনের কাজ শুরু করব। এজন্য আমি সামান্য পরিমাণ তেল পিঠার উপরে ব্রাশ করে নিলাম।

IMG_20211110_165558.jpg

পঞ্চম ধাপ

এরপরে আমি একটি বোতলের ক্যাপ নিলাম। এর সাহায্যে আমি পিঠার ডিজাইন করা শুরু করব। এজন্য আমি পুরো রুটিতে বোতলের ক্যাপ দিয়ে ছাচ তৈরি করে নিলাম। এক্ষেত্রে আমি হালকা চাপ দিয়ে ছাচ করে নিয়েছি।
20211110205504.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে নিলাম টুথপিক। এটি দিয়ে আমি গোল ডিজাইনের একপাশ থেকে পিঠার ভাজ তুলতে থাকলাম৷ খুব সাবধানে এই কাজটি করতে হবে৷

20211110205614.jpg

এক এক করে আমি সবগুলো ছাচের ডিজাইন করে নিয়েছি। এটি তৈরি করা কিছুটা কঠিন কাজ। কারন ঠিকমত পিঠার ডিজাইন করতে না পারলে পিঠা তৈরি করা সুন্দর হবে না।

IMG_20211110_170545.jpg

সপ্তম ধাপ

এরপরে আমার আবারও টুথপিক দিয়ে পিঠার চারপাশে আরও ডিজাইন করে নিলাম।

অষ্টম ধাপ

এরপরে হাতে নিলাম কয়েলের স্ট্যান্ড দিয়ে তৈরি করা কাটার।এটির সাহায্যে আমি পিঠার কিনারায় ডিজাইন করব। এক্ষেত্রে আমি কেটে কেটে ডিজাইন করে নিয়েছি।

IMG_20211110_170356.jpg

নবম ধাপ

এইভাবে আমি আরো কয়েকটি পিঠা তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে অন্য পিঠা তৈরি করে নিয়েছি। এতে কারুকাজ করা নিজের দক্ষতার উপর৷

20211110205748.jpg

পিঠার মধ্যে এই ডিজাইন করা হচ্ছে সবচেয়ে বড় কষ্টকর কাজ,কারণ যদি ভালোভাবে ডিজাইন উঠানো না যায়, তাহলে এটি মোটেও ভালো হবে না।

20211110205910.jpg

আমি ৮টি পিঠা তৈরি করেছি, অনেক সময় নিয়েই এই পিঠার ডিজাইন করলাম।

20211110210005.jpg

IMG_20211110_210209.jpg

★ভাজার পদ্ধতি ★

দশম ধাপ

প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মত তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এতে একটি পিঠা ছেড়ে দিলাম। চুলার আগুন মাঝারি আচে দিয়ে পিঠা ভাজতে থাকলাম।

IMG_20211110_184505.jpg

পিঠা ভাজতে অনেক্ষণ সময় লেগেছে, কারণ এর ভিতরের অংশ ভালোভাবে ভেজে নিতে হবে।

একে একে সব পিঠা সুন্দর করে ভেজে নিলাম।
IMG_20211110_210929.jpg

20211110213155.jpg

একাদশ ধাপ

পিঠা ভাজতে ভাজতে আমি অন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। সেখানে ২ কাপ পরিমাণ আখের গুড় আর ২ কাপ পানি দিয়ে দিলাম। ভালোভাবে এটি রান্না করতে থাকলাম।

IMG_20211110_184100.jpg

এক পর্যায়ে এটিতে যখন একটু আঠালো ভাব আসবে,তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। গুড়ের শিরা তৈরি করা হয়েছে।

20211110213305.jpg

★গুড়ের শিরায় ডুবানো ★

দ্বাদশ ধাপ

এরপরে ভাজা পিঠাগুলো এক এক করে এই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে শিরার মধ্যে ১/২ মিনিট ডুবিয়ে আবার শিরা থেকে তুলে নিলাম।

20211110213419.jpg

এভাবে সব পিঠা শিরায় ডুবিয়ে তৈরি করে নিলাম। এইতো তৈরি হয়ে গেল খুব মজাদার নকশী পিঠা।

IMG_20211110_210720.jpg

এই পিঠা আমি তৈরি করতে ৪ ঘন্টা সময় লেগেছে। কারণ পিঠায় ডিজাইন করা আর সময় নিয়ে পিঠা ভেজে নেয়াই অনেক সময়ের কাজ।

IMG_20211110_194007.jpg

IMG_20211110_193617.jpg

শীতের দিনে এই পিঠা খেতে খুবই ভালো লাগে৷ এই পিঠা গুড়ের শিরায় ডুবানো হয় বলে এরমধ্যে মিষ্টি ভাব আসে। আর চালের গুড়ো দিয়ে তৈরি করা হয় বলেই একটু ক্রিসফি ভাব আসে। এককথায় অসাধারণ খেতে এই পিঠা। আমার খুব খুব প্রিয় এই পিঠা।

IMG_20211110_211452.jpg

IMG_20211110_211028.jpg

অনেক অনেক ধন্যবাদ সবাইকে,আমার তৈরি করা এই পিঠা কেমন হয়েছে সেটা আপনাদের মতামতের উপরই নির্ভর করবে।

সবার সুস্থতা কামনা করছি।

আল্লাহ হাফেজ

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার নকশি পিঠা। পিঠাটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। নকশাগুলি তৈরি করতে আসলেই খুব কষ্টের কাজ। আপনি রেসিপিটি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু খু কষ্ট হয় এই পিঠার ডিজাইন তুলতে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

নকশি পিঠা টা দেখতে যত সুন্দর এটি বানানো ততোই কঠিন। আপনি কঠিন কাজটি কে করে দেখিয়েছেন । আপনার পিঠা নকশা টা খুবই সুন্দর হয়েছে। খেতে নিশ্চয়ই অনেক মজাদার হয়েছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। আপনার মতামত পেয়ে সত্যিই খুব খুশি হলাম।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। আপনার মতামত পেয়ে সত্যিই খুব খুশি হলাম।

 3 years ago 

আপু আপনার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। এই পিঠাগুলো তৈরি করতে খুব সময় লাগে। খুব ধৈর্য্য সহকারে পিঠাগুলো তৈরি করতে হয়। আর আপনি খুব সুন্দর করে পিঠা গুলো তৈরি করেছেন। আশুলিয়া পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু,যে তৈরি করে সে জানে কতটা সময় আর কষ্ট করে বানাতে হয়। তবে খেতে সত্যিই সুস্বাদু খুব। অনেক ধন্যবাদ আপু

ওয়াও আপু।। অসাধারণ একটি পিঠার রেসিপি তৈরি করেছেন।নকশী পিঠার রেসিপি এই প্রথম দেকলাম। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়। শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

আপনার মতামত পেয়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু, নকশি পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ সুস্বাদু লাগে। আপু আপনার নকশি পিঠা তৈরি বর্ণনা এবং ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। সব মিলে এক জমজমাট কনটেস্ট। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার নকশি পিঠা তৈরি অসাধারণ হয়েছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার না করলে হয়তো দেখতে পেতাম না। এত সুন্দর পোস্ট দেওয়ার জন্য আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

আপনার নকশি পিঠার রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার উপস্থাপনকি খুবই সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামত পেয়ে ভালো লেগেছে।

অনেকদিন পর নকশী-পিঠা দেখলাম। বানাতে একটু কষ্ট হলেও খেতে বেশ দারুন। অনেক সময় নিয়ে বিভিন্ন ডিজাইন করেছেন আপু বোঝা যাচ্ছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন পুরো ব্যাপারটা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,খুব সুন্দর মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।

বাহ আপনার ভিডিওটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। নকশি পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু। আপনার নকশি পিঠা টি দেখে মনের ভেতর কেমন জানি আমার একটা আনন্দ জন্ম নিল। ক্যানন আইপি টা কে দেখলে আমি স্থির থাকতে পারি না অনেক খুশি খুশি লাগে।

ধন্যবাদ আপু এত সুন্দর একটি পিঠা রেসিপি আমাদের মালয়েশিয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আমার কাছে একদম ইউনিক রেসিপি। নকশি পিঠা রেসিপি সত্যি দেখে জিভে জল আসছে। খেতে ইচ্ছা করছে। আপনার পদ্ধতি দেখে একদিন তৈরি করবো। নিশ্চয়ই দুর্দান্ত খেতে হয়েছিলো। শুভেচ্ছা রইলো অনেক

 3 years ago 

জি ভাইয়া,খেতে খুবই অসাধারণ। আপনি তৈরি করে দেখতে পারেন৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87512.19
ETH 3031.52
USDT 1.00
SBD 2.72