ড্রয়িং খাতা
পোস্টার রঙ
তুলি
পেন্সিল

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে এই রূপচাঁদা মাছ টি একে নিলাম। এর মধ্যে আমি কিছু দাগ টেনে ডিজাইন করে নিলাম। এক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের রং ব্যবহার করব।আজকে আমি এই রূপচাঁদা মাছ কে একটু ভিন্নভাবে রং করে উপস্থাপন করব বলে ভাবলাম।
এরপরে আমি পোস্টার রং থেকে নীল রং নিলাম। নীল রঙকে কিছুটা তরল করে তারপরে আমি নীল রঙ দিয়ে এই রূপচাঁদা মাছের চোখের যে অংশ ছিল সেই অংশে রঙ করে নিলাম।
তারপরে ফাঁকা অংশ খালি রেখে তার পরবর্তী অংশকে নীল রং করলাম।এভাবে একাংশ খালি রেখে অপর অংশকে নীল রং করে নিলাম।
নিচের ডানার অংশের নীল রং করে নিলাম।
এরপরে আমি নিলাম হলুদ রং।হলুদ রঙের সাহায্যে যে ফাঁকা স্থান গুলো ছিল সেগুলো তে ধীরে ধীরে রং করতে থাকলাম।
একটি অংশ রং করার পর আমি পুরো মাছের খালি অংশগুলো রং করলাম।
তারপরে আমি উপরের ডানার অংশটিও হলুদ রং করে নিলাম।

তারপরে আমি নিলাম কালো রং। কালো রঙের সাহায্যে আমি মাছের কিনারার অংশে ধীরে ধীরে চিকন করে রং করে নিলাম।
চোখের অংশেও কালো রং দিয়ে অঙ্কন করে নিলাম।
এরপরে আমি মাছের ডানার কিনারার অংশগুলো কেও কালো রং করে নিলাম। তারপরে মাছের ভেতরে যে দাগ গুলো ছিল সেগুলোর কিনারায় কালো রং করলাম।

এরপরে আবার কালো রঙের সাহায্যে ডানার অংশের কিছু দাগ দিয়ে দিলাম।
এরপরে আমি আকাশী রং দিয়ে মাছের ওপরের অংশে আরেকটি ডানা একে নিলাম। আর কিছু ফোটা দিয়ে দিলাম।

এইতো করে নিলাম রঙিন রূপচাঁদা মাছের পেইন্টিং। আশা করি আপনাদের সবার কাছেই আমার এই পেইন্টিং খুব ভালো লাগবে।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

রঙের কারিগর'রা রঙে রাঙাতে পারদর্শীতার পরিচয় দেয়। এটাও তার বাইরে না। ভাল ছিল উপাস্থাপনও।
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন ,অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
🏵️🏵️
খুবই সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। রঙ্গিন রূপচাঁদা মাছের পেন্টিং। আপনার পেইন্টিংটি অসম্ভব সুন্দর হয়েছে এবং ধাপগুলো অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে চমৎকার ভাবে পোস্টার রঙে আকা রঙিন রূপচাঁদার পেইন্টিং করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া ,সব সময় এভাবে উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনিও ভালো থাকবেন।
আপনার আজকের পেইন্টিংটি আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক সুন্দর ভাবে কালার কম্বিনেশন করেছেন। মনে হচ্ছে যেন রঙিন একটি রূপচাঁদা আমার সামনে এসেছে। এরকম রঙিন মাছ দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার প্রত্যেকটা পেইন্টিং খুবই ভালো লাগে। আজকে আমাদের মাঝে এত সুন্দর একটি রঙিন রূপচাঁদা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সমুদ্রের বিচিত্র রঙের রূপচাঁদার মধ্যে এটি একটি আমি অঙ্কন করলাম। খুব ভালো লাগলো মন্তব্যটি ,অনেক ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে রঙিন রূপচাঁদা মাছ আপনি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপু। মাছটিকে দেখতে অনেক কিউট লাগছে। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর আর্ট পাব। আপনার জন্য রইল শুভকামনা।
অবশ্যই ভাইয়া পূর্বেও বিভিন্ন রকম আর্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু আপনাদের সাথে ভাগ করে নিতে।
আপনার ড্রয়িং করা মাছ দেখে মনে হচ্ছে এটি কাচের বাক্সের মাছ। রূপচাঁদা মাছ আমার অনেক ভালো লাগে। এর আকৃতিটা অন্যান্য মাছের চেয়ে বেশি আকর্ষনীয়। আপনার ড্রয়িং করা মাছ ভেজে খেতে পারলে অনেক ভালো লাগতো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করে নেওয়ার জন্য।
পোস্টার রং ব্যবহার করে খুবই সুন্দরভাবে রূপচাঁদা মাছের চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার অঙ্কন করা এই রূপচাঁদা মাস্তি দেখেই মনে হচ্ছে এটি একটি সত্তিকারের রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছের চিত্র টি আপনি খুবই সুন্দরভাবে অঙ্কন করতে সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে খুব ভালো লাগে ।আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
পোস্টার রঙে আকা রঙিন রূপচাঁদার পেইন্টিং অনেক সুন্দর।আমার অনেক ভালো লাগলে দেখে।কালার কমিনিকেশন অনেক দারুণ।আর্টের সাথে সাথে উপস্থাপনা চমৎকার ।অনেক শুভ কামনা রইল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।
পোস্টার রং ব্যবহার করে সুন্দর একটি রুপ চাঁদার পেইন্টি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। কালার টা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে একটু অন্যরকম লাগতেছে। সব মিলিয়ে আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল।
জি ভাইয়া রঙিন বলে কিছুটা অন্যরকম ।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।