DIY(এসো নিজে করি)||ডায়মন্ড রঙ দিয়ে আকা গোলাপ ফুলের অংকন।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20220423111801.jpg

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একটি গোলাপ ফুলের আর্ট শেয়ার করতে চাই ।আর এটি আমি আজকে ডায়মন্ড রং দিয়ে করেছি ।এটি দেখতে খুবই সুন্দর। আমি মূলত wow শব্দটি দিয়ে এই গোলাপটি অংকন করেছি। আশা করি দেখেই আপনাদের ভালো লাগবে। আর আমি কিছুদিন আগেই বিকেলবেলা বসে অংকন করেছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। সময় স্বল্পতা ও নানা কারণে শেয়ার করা হয়নি। তাই আজ সকাল বেলা বসে পোস্ট লিখে ফেললাম এবং শেয়ার করতে চলে এলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আজকের চিত্রের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

ড্রয়িং খাতা

পেন্সিল

ডায়মন্ড রঙ

IMG_20220418_110855.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি পেন্সিল wow লিখে নিলাম। তারপরে ধীরে ধীরে এটিকে একটি গোলাপ ফুল একে নিলাম।

IMG_20220418_121312.jpgIMG_20220418_121407.jpg

আমি কয়েকটি ধাপ অনুসরণ করে গোলাপ ফুলটি আকলাম।

তার সাথে কিছু পাতা এবং ২টি কলি একে নিলাম।

IMG_20220418_121541.jpgIMG_20220418_122105.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি কালো জল কলম দিয়ে এই গোলাপটিকে আরেকবার একে নিলাম।

IMG_20220418_122345.jpgIMG_20220418_122527.jpg

তৃতীয় ধাপ

এখন আমি নিলাম লাল রঙ। এর সাহায্যে ধীরে ধীরে গোলাপ এর মাঝখানের অংশ রঙ করে নিলাম।

IMG_20220418_122723.jpgIMG_20220418_122905.jpg

চতুর্থ ধাপ

তারপরে খয়েরী রঙ দিয়ে গোলাপের মূল কলির অংশ রঙ করলাম।

এভাবে ধীরে ধীরে পুরো গোলাপটিকে আমি লাল রঙ করে নিয়েছি।

IMG_20220418_122950.jpgIMG_20220418_123058.jpg

পঞ্চম ধাপ

পুরো গোলাপটিকে রঙ করার পর যে ২ টি কলি নিচের দিকে একেছিলাম সেগুলোকেও রঙ করে নিলাম।

IMG_20220418_123119.jpgIMG_20220418_123137.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে আমি হালকা সবুজ রঙ নিলাম।
এর সাহায্যে গোলাপের বোটার অংশটি রঙ করলাম।

IMG_20220418_123212.jpgIMG_20220418_123339.jpg

সপ্তম ধাপ

এখন আমি সবগুলো পাতা রঙ করব।তাই প্রথমে সবুজ রঙ নিলাম।পাতার কিনারায় সবুজ রঙ করে নিলাম।

IMG_20220418_123425.jpgIMG_20220418_123505.jpg

এক এক করে সব গুলো পাতাকে এভাবে রঙ করে নিলাম।

IMG_20220418_123610.jpg

অষ্টম ধাপ

এরপরে হালকা সবুজ রঙ নিলাম। এর সাহায্যে আমি একটি পাতার পুরো অংশকে রঙ করে নিলাম।

IMG_20220418_123705.jpgIMG_20220418_123935.jpg

একইভাবে সবগুলো পাতা রঙ করে নিয়েছি।

IMG_20220423_111256.jpg

IMG_20220423_111236.jpg

IMG_20220423_111207.jpg

এইতো একে নিলাম খুব সুন্দর একটি গোলাপ ফুল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণআর্ট
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

লাল আর সবুজ রং এর সমন্বয়ে অনেক সুন্দর গোলাপ ফুলের চিত্র অঙ্কন করেছেন। সবুজ ডাল পাতার উপরে টকটকে রঙের গোলাপ ফুল ফুটে আছে।
চমৎকার গোলাপ ফুলের চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰

 2 years ago 

গোলাপ ফুলের অংকনটি অসাধারণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে অংকটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই চমৎকার একটি গোলাপ ফুল এঁকেছেন। wow দিয়ে গোলাপ ফুল আঁকা যায় সেটাই তো জানতাম না সত্যি দারুন একটি আইডিয়া দিয়েছেন ।আপনার গোলাপটা কিন্তু সেইরকম হয়েছে। আমার গাছে এরকম একটা গোলাপ ফুল ফুটেছে ঠিক সেইরকম একটি ফুল আপনি অঙ্কন করেছেন। আর ডায়মন্ড রং দিয়ে রং করার কারণে অনেক বেশি ভালো লাগছে এই রংটা অনেক ভালো।

 2 years ago 

আপনার ডাই পোস্ট আমার কাছে খুবই ভালো লাগছে ,আপনি অনেক ভালো কাজ করতে পারেন,দেখেই বুঝা গেল। এই কাজের জন্য অনেক ধৈর্য থাকা দরকার যা আমার মধ্য নাই,সুন্দর ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল

 2 years ago 

গোলাপ ফুলের খুব সুন্দর এবং কালারফুল একটি চিত্র প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে দেখতে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ডায়মন্ড রং দিয়ে আপনি খুব সুন্দর একটি গোলাপ ফুল অংকন করেছেন। Wow শব্দটি দিয়ে আপনি খুব সুন্দর একটি গোলাপ ফুল অংকন করেছেন। দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে ডায়মন্ড রং ব্যবহার করে অনেক চমৎকার ভাবে একটি গোলাপ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আমি মূলত wow শব্দটি দিয়ে এই গোলাপটি অংকন করেছি।

আপনার এই প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভাল লেগেছে খুব ইউনিক ভাবে আপনি এটা অংকন করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অংকন গুলো দেখতে অসাধারণ হয়। আপনি খুব চমৎকার করে আপনার প্রত্যেকটা অংকন আমাদের মাঝে উপহার দিয়েছেন। ঠিক তেমনি আজকে আপনার ডায়মন্ড রং দিয়ে গোলাপ ফুলের অংকন টি অসাধারণ হয়েছে। গোলাপ ফুলের অংকন এর সবগুলো ধাপ সুন্দর করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডায়মন্ড রঙ দিয়ে আকা গোলাপ ফুলের অংকন দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago (edited)

বাহ আপু আপনার তো মাথায় দারুণ বুদ্ধি Wow দিয়ে গল্প ফুল আর্ট করে ফেলেছেন। আপনি খুব সুন্দর করে একটি গোলাপ ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের কালার খুব সুন্দর লাগছে। পাতার কালার টি ও বেশ ফুটে উঠেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33