🍲কইমাছ দিয়ে শীমের বিচি রান্না🍲। ১০% বেনিফিশিয়ারী লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।

প্রিয় বন্ধুগণ, আজকে আমি সকাল বেলা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটি আমার খুবই প্রিয়।এটি হলো কইমাছ দিয়ে শীমের বিচি রান্নার রেসিপি। আমার কাছে শীম থেকে এর বিচি রান্না খেতে বেশি ভালো লাগে। আর আজকে পুকুরের কইমাছ ছিল,তা দিয়ে আজকে শীমের বিচি রান্না করেছি।

CollageMaker_202221291524877.jpg

চলুন তাহলে শুরু করা যাক আমার প্রিয় রেসিপিটি

আজকের রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

CollageMaker_2022211185544419.jpg

প্রথমেই আমি শীমের বিচি গুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি।

এরপরে আমি মাছগুলোকেও কেটে নিয়েছি।

উপকরণ
পরিমাণ
কই মাছ২ টি
শীমের বিচিআধা কেজি
পেয়াজ কুচি১ টি
কাচা মরিচ ফালি৫/৬টি
টমেটো ফালি১ টি
লবণপরিমাণ মত
মরিচগুঁড়াদেড় চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
রসুন বাটাদেড় চা চামচ
ধনেপাতা কুচিপরিমাণ মত
সরিষার তেলদেড় টেবিল চামচ
পানিপরিমাণ মত

🍲রন্ধন প্রণালী 🍲

প্রথম ধাপ

প্রথমেই আমি কইমাছের মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ, হলুদ গুড়ো আর মরিচ গুড়ো দিয়ে মাখিয়ে নিলাম।
IMG_20220210_120500.jpgIMG_20220211_184750.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরমধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে এলে এরমধ্যে ম্যারিনেট করে রাখা কইমাছ গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে এগুলোকে আবার তুলে নিলাম।

IMG_20220210_120439.jpgIMG_20220210_120733.jpg

তৃতীয় ধাপ

একই তেলের মধ্যে এবারে পেয়াজকুচি,কাচামরিচ ফালি দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরমধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। আবারো কিছুক্ষণ ভেজে নিলাম।

IMG_20220210_121040.jpgIMG_20220210_121136.jpg


তারপরে হলুদ গুড়ো, মরিচ গুড়ো, লবণ এবং কয়েক টুকরো টমেটো দিয়ে ভেজে পানি দিয়ে দিলাম। পানি দেয়ার পর কিছুক্ষণ রান্না করলাম।

IMG_20220210_121215.jpgIMG_20220210_121243.jpg
IMG_20220210_153452.jpgIMG_20220210_125952.jpg


তারপর এরমধ্যে আমি ধুয়ে রাখা শীমের বিচি দিয়ে দিলাম। এরপরে আমি অন্য একটি পাতিলে নিয়ে রান্না করতে থাকলাম।

IMG_20220210_121647.jpgIMG_20220210_121633.jpg

চতুর্থ ধাপ

রান্না করতে করতে যখন পানি কিছুটা শুকিয়ে এলো তখন এরমধ্যে আমি ভেজে রাখা কই মাছ আর বাকি টমেটো ফালি দিয়ে দিলাম।

IMG_20220211_185035.jpgIMG_20220211_184956.jpg

পঞ্চম ধাপ

এরপরে কিছুক্ষণ নেড়ে রান্না করলাম।তারপরে এরমধ্যে পরিমাণ মত পানি দিয়ে দিলাম। আর এভাবেই ১০-১৫ মিনিট রান্না করতে থাকলাম।

IMG_20220211_184822.jpg


রান্না যখন হয়ে এলো তখন আমি এরমধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর নামিয়ে নিলাম।

IMG_20220211_184716.jpg

এরপরে এটি খাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।একটি প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন।

IMG_20220211_184137.jpg

IMG_20220211_184628.jpg

IMG_20220210_144216.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

সিমের বিচির সঙ্গে এভাবে তরকারি রান্না করে খাওয়া হয়নি।কই মাছ দিয়ে খেতে ভালই সুস্বাদু হবে বোধহয়।আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি রান্না করার পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

কৈ মাছ আমার খুব ভীষণ পছন্দের । তবে কৈ মাছের ভাজি খেতে খুবই ভালো লাগে । কৈ মাছ আর শিমের বিচির সংমিশ্রন টা ভালো ছিল । আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো আপু । আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন । ধন্যবাদ আপনাকে ❤️

 4 years ago 

কই মাছ আমার অনেক পছন্দের মাছ।তবে শুমের বিচি মোটামুটি। তবে কই মাছ দিয়ে শিমের বিচি অনেক মজার রেসিপি হয়।আপু আপনি খুব দারুন ভাবে এবং খুব যত্ন করে তৈরি করেছেন। রেসিপির কালারটা অন্যরকম হয়েছে। খেতে মনে হচ্ছে সুস্বাদু এই হবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

শুধু শীমের বিচি দিয়ে তৈরি কোনো রেসিপি আমি খাইনি। তবে শীমের বিচি টা আমার কাছে দারুণ লাগে। কই মাছটা দেখছি অনেক বড়। এতো বড় সাইজের কইমাছ কম দেখা যায়। রেসিপি টা সুন্দর তৈরি করেছেন আপু। বেশ লোভনীয় ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 4 years ago 

জি ভাইয়া খুব মজা লাগে খেতে।আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

কইমাছ দিয়ে শীমের বিচি রান্না দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। কইমাছ আমার অনেক প্রিয়। আপনি দারুণভাবে সিমের বিচি দিয়ে কই মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 4 years ago 
কইমাছ দিয়ে শীমের বিচি রান্না আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখতে অনেক লোভনীয় লাগতাছে, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য,,,
 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনাদের সবার সিমের বিচি রান্না দেখে আমিও শিমের বিচি নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য। আপনার আজকে শিমের বিচি দিয়ে কই মাছ রান্না দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। তাছাড়া পুকুরের কই মাছ হওয়ার জন্য স্বাদটা মনে হয় আরেকটু বেশি ছিল। ধন্যবাদ আপনাকে শিমের বিচি দিয়ে মজাদার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার তো শীমের বিচি খুবই পছন্দের। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 4 years ago 

কই মাছের রেসিপি অনেক খেয়েছি,কই মাছ খেতে অনেক মজা লাগে কিন্তু কই মাছ কখনো সিমের বিচি দিয়ে রান্না করে খাওয়া হয়নি।দেখে তো মনে হচ্ছে বেশ মজা হয়েছে। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 💚

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

 4 years ago 

কৈ মাছ দিয়ে শিমের বিচি রান্নার রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন আপু। বেশ ভালই লাগলো। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপু আপনি আজকে অনেক সুন্দর করে কইমাছ দিয়ে শীমের বিচি রান্না করেছেন দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে আপু এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112710.96
ETH 4172.53
USDT 1.00
SBD 0.86