DIY||(এসো নিজে করি)||পোস্টার রঙ দিয়ে কল্পনার চিত্র অংকন।১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটি নতুন জিনিস শেয়ার করার জন্য এসেছি।

আপনাদের সবার সাথে আজকে আমি একটি পেইন্টিং শেয়ার করার জন্য এসেছি।মূলত এই পেইন্টিংটি আমি নিজের কল্পনার মত করে একেছি।

20211222095227.jpg

চলুন তাহলে বন্ধুরা এই পেইন্টিং এর জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ দেখে নিনঃ-


ড্রয়িং খাতা
পোস্টার রঙ
রঙের ট্রে
তুলি
পানি

IMG_20211221_174845.jpg

🖌প্রথম ধাপ🖌️

প্রথমে আমি হলুদ,কমলা আর লাল রঙ ট্রে তে নিয়ে নিলাম।

এরপরে আমি তুলিতে লাল রঙ নিলাম। লাল রঙ দিয়ে খাতার উপরের দিকে রঙ করতে থাকলাম। কিছুটা অংশ লাল রঙ করার পর কমলা রঙ নিলাম।

IMG_20211221_175143.jpg

🖌দ্বিতীয় ধাপ🖌️

কমলা রঙ করার জন্য আমি তুলিতে রঙ নিয়ে নিলাম। এরপর লাল রঙ এর নিচ থেকে কমলা রঙ করা শুরু করলাম। কিছুটা অংশ কমলা রঙ করলাম।

20211221215007.jpg

🖌তৃতীয় ধাপ🖌️

তারপরে আমি হলুদ রঙ নিলাম। হলুদ রঙ নিয়ে আমি নিচের দিকের অংশে রঙ করতে থাকলাম। এইভাবে আমি সবটা রঙ করে নিলাম।

20211221215208.jpg

🖌চতুর্থ ধাপ🖌️

এরপরে আমি কালো রঙ নিলাম। কালো রঙ দিয়ে নিচের দিকে কিছুটা অংশ মাটির মত একে নিলাম।

20211221215344.jpg

🖌পঞ্চম ধাপ🖌️

এরপরে আমি মাটির কিছুটা উপরে একটি দোলনা একে নিলাম। দোলনায় একটি ছেলে এবং একটি মেয়ে বসে আছে, এরকম করে একে নিলাম।

20211221220606.jpg

তারপরে আমি দোলনা একে নিলাম। আর মানুষগুলোকে কালো রঙ দিয়ে ভরাট করে দিলাম।

🖌ষষ্ঠ ধাপ🖌️

এরপরে ডানপাশে একটি গাছ একে নিলাম। গাছের একটি মোটা ডাল দোলনা বরাবর একে নিলাম। আর এই দোলনা সেই ডালের সাথে বেধে দেয়া আছে এরকম করে একে নিলাম।

20211221220752.jpg

গাছের ডাল-পালা এবং শাখা-প্রশাখা একে নিলাম।

🖌সপ্তম ধাপ🖌️

এরপরে আমি অন্য একটি তুলি নিলাম, আর সাদা রঙ নিলাম। এই তুলিতে সাদা রঙ নিয়ে গাছের শাখা-প্রশাখায় রঙ করে নিলাম। আমি সাদা রঙ দিয়ে প্রথমত গাছটি রঙ করলাম।
20211221220900.jpg

🖌অষ্টম ধাপ🖌️

এরপরে আমি গোলাপি রঙ নিলাম। গোলাপি রঙ দিয়ে সেই সাদা রঙের উপরে গোলাপি রঙ করে নিলাম। এগুলো হলো গাছের পাতা, গাছে রঙিন পাতা যা কল্পনায় আকা।

20211221221009.jpg

🖌নবম ধাপ🖌️

এরপরে গাছের ডালে ২ টি পাখি আকলাম। আর কিছু পাখি আকাশে উড়ে যাচ্ছে এরকম করে একে নিলাম।

IMG_20211221_191352.jpg

এইযে সবাই দেখলেন তো একটি কল্পনার চিত্র। আশা করি আপনাদের সবার কাছেই আমার আজকের এই পেইন্টিং খুবই ভালো লাগবে।

IMG_20211221_221112.jpg

IMG_20211221_221354.jpg

IMG_20211221_221310.jpg

সবার সুস্থতা কামনা করছি। সবাই সবার আপনজনদের নিয়ে ভালো থাকবেন।

😍আল্লাহ হাফেজ😍

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

আপু আপনি অসাধারন একটি পেইন্টিং করেছেন।আর। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে দিদি

 4 years ago 

জল রং দিয়ে আপনি অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 
  • পোস্টার রং দিয়ে আপনি একটি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে দোলনায় বসে থাকা দুজন কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে । আসলে মানুষ কল্পনাতেই বেশি সুখী।পোস্টার রং দিয়ে এত সুন্দর একটি চিত্রকলা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু ।
 4 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপু অসাধারণ হয়েছে আপনার পেইন্টিংটি। মানুষের কল্পনায় আসলেই অনেক সুন্দর সুন্দর চিত্র থাকে। সে গুলোকে আর্ট এর মাধ্যমে প্রকাশ করায় তো অনেক বড় গুণ এর কাজ। আর আপনি তা পেরেছেন। এভাবেই ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান আপু।অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত দেয়ার জন্য

 4 years ago 
পোস্টার রং দিয়ে কল্পনার চিত্র অংকন আপনি দারুণভাবে করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল। আপনার অঙ্কনের হাত অনেক ভালো।
 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

 4 years ago 

আপু আপনার পোস্টার রং দিয়ে কল্পনার চিত্রটি খুব চমৎকার হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ছেলে মেয়ে দোলনায় দোল খাচ্ছে। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু

 4 years ago 

আপনার কল্পনার চিত্রটি কল্পনার মতই সুন্দর হয়েছে। অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপু ।দেখে খুবই ভালো লাগলো ।ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 4 years ago 

পোস্টার রং দিয়ে আপনি খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করেছেন। এটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এককথায় আপনার পোস্টটি সত্যিই অসাধারণ হয়েছে। তা ছাড়াও আপনি অঙ্কন করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 4 years ago 

আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 4 years ago 
ওয়াও আপু,কল্পনার চিত্র অংকন টি সত্যি অনেক সুন্দর হয়েছে।চিত্র অংকন টি দেখে মনে হচ্ছে যেন বাস্তব চিত্র অংকন। সুন্দরভাবে আপনি কাল্পনিক চিত্র অংকন টি এঁকেছেন।চিত্রাঙ্কনের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাল্পনিক গাছটি। দেখে মনে হচ্ছে কাল্পনিক কোন গাছ সত্যিই অসাধারণ হয়েছে।চিত্রাংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকরে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন।
 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102859.74
ETH 3457.62
USDT 1.00
SBD 0.55