DIY(এসো নিজে করি)পূর্ণিমার রাতের একটি রঙিন পরিবেশের দৃশ্য।১০% বেনিফিট লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি৷

PicsJoin_202212091941779.jpg

আজকের এই পেইন্টিংটি হলো একটি রঙিন পরিবেশের দৃশ্য। যেখানে একটি সরু রাস্তা গিয়েছে।আর তার চারপাশে খুব সুন্দর পাতায় ভরা অনেকগুলো গাছ রয়েছে।পূর্ণিমার চাঁদের আলোয় সবটা ফুটে উঠেছে। আর এমন একটি পরিবেশের দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম।

🖌️প্রয়োজনীয় উপকরণ 🖌️

ক্যানভাস বোর্ড

পোস্টার রঙ

তুলি

IMG_20220119_183630.jpg

🖌️প্রথম ধাপ 🖌️

প্রথমত আমি ক্যানভাসের চারপাশকে মাস্কিং টেপ দিয়ে কভার করে নিলাম। এরপরে আমি তুলিতে আকাশী রং নিয়ে গোল করে একটি বৃত্ত একে নিলাম।

IMG_20220119_184321.jpgIMG_20220119_184400.jpg

এর চারপাশের অংশগুলোতে আমি আকাশী রং এর সাহায্যে গোল করে রঙ করতে থাকলাম।

IMG_20220119_184525.jpgIMG_20220119_184701.jpg

IMG_20220119_184743.jpg

🖌️দ্বিতীয় ধাপ 🖌️

গোল করে কিছুটা অংশ আকাশী রং করার পরে আমি নীল রঙ নিলাম। নীল রং দিয়ে উপরের দিকের অংশে নীল রং করে, আকাশী রং এর পাশাপাশি নীল রং করে নিলাম।

IMG_20220119_185026.jpgIMG_20220119_190051.jpg
IMG_20220119_190217.jpgIMG_20220119_190254.jpg

🖌️তৃতীয় ধাপ 🖌️

এরপরে আমি সবুজ রং নিলাম সবুজ রং দিয়ে প্রথমত আমি নিচের দিকে একটি সরু রাস্তা একে নিলাম। এরপরে আমি দুই পাশের অংশে সবুজ রং করে দিলাম।

IMG_20220119_190616.jpg

২ পাশে সবুজ রং করার পর এগুলো কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিলাম।

IMG_20220119_190749.jpgIMG_20220119_190919.jpg

🖌️চতুর্থ ধাপ 🖌️

ইতিমধ্যে আমি অন্য একটি তুলিতে সাদা রং নিয়ে চাঁদের খালি অংশে সাদা রং করে দিলাম।সুন্দর করে চারপাশে চাঁদের আলো ছড়িয়েছে এরকম করে দিলাম।

IMG_20220119_191105.jpgIMG_20220119_191336.jpg

🖌️পঞ্চম ধাপ 🖌️

এরপরে আমি হালকা সবুজ রং দিয়ে নিচে সবুজ রংয়ের উপরে কিছু ঘাসের মতো একে দিলাম।

IMG_20220119_191430.jpgIMG_20220119_191930.jpg

🖌️ষষ্ঠ ধাপ 🖌️

এরপর আমি কালো আর সাদা মিশিয়ে ছাই রং করে নিলাম। এরপরে আমি এটি দিয়ে রাস্তাটি রং করে নিয়েছি।

IMG_20220119_192306.jpgIMG_20220119_192823.jpg

🖌️সপ্তম ধাপ 🖌️

এরপরে আমি কালো আর সবুজ রং মিশিয়ে নিলাম। সবুজ রঙের পিছনের অংশে আমি কিছু গাছ একে নেব।এজন্য আমি প্রথমত সবুজ রংয়ের শুরুর অংশ থেকে ছোট করে কিছু গাছের কান্ড একে নিলাম।

IMG_20220119_193218.jpgIMG_20220119_194139.jpg

🖌️অষ্টম ধাপ 🖌️

এরপরে আমি পিছনের গাছের কান্ড আকার পরে সামনের দিকের অংশে গাছের ডালপালা শাখা-প্রশাখা গুলো সুন্দর করে একে নিয়েছি।

IMG_20220119_194406.jpg

🖌️নবম ধাপ 🖌️

এরপরে আমি তুলিতে লাল রঙ নিলাম। লাল রঙ দিয়ে গাছের ডালপালা গুলোতে সুন্দর করে ছোট ছোট করে কিছু পাতা একে দিলাম।

IMG_20220119_194817.jpgIMG_20220119_194956.jpg

এরপরে রাস্তার উপরে কিছু পাতা পড়ে আছে এরকম করে একে দিলাম।গাছের নিচে জমির অংশ কিছু পাতা পড়ে আছে এভাবে করে একে নিয়েছি।

IMG_20220119_195355.jpgIMG_20220119_195958.jpg

IMG_20220119_195946.jpg

এভাবে আমার আজকের এই পেইন্টিং সম্পন্ন করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই পেইন্টিং ভালো লাগবে।

IMG_20220120_091623.jpg

IMG_20220120_091714.jpg

IMG_20220120_091646.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই মতামত জানাবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

পূর্ণিমা রাতের পরিবেশের চিত্র অংকনটি দারুন হয়েছে এবং সেটি প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন। পেইন্টিং গুলো দেখতে যেমন দারুন ছিল তেমনি আপনি অনেক নিখুঁতভাবে আপনার কাজটি সম্পন্ন করেছেন। পূর্ণিমা রাতে পরিবেশে দৃশ্যটি দারুন লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি খুব সুন্দর করে পেইনটিং করেন। দূরের পূর্ণিমা চাঁদ এবং গাছের পাতাগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে গাছের পাতাগুলো লাল হওয়ার কারণে খুব ভালোভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ড্রইং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

বাহ আপু আপনার যতগুলো পেইন্টিং এ দেখি ততই নিজের মনটা আপনার পেইন্টিং কেড়ে নেয়। অনেক সুন্দর ভাবে আপনি পেইন্টিং গুলো অংকন করেন। এত সুন্দর পেইন্টিং উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

পূর্ণিমার রাতের রঙিন পরিবেশের দৃশ্য দেখতে অসাধারণ।।
বেশ ভালো লেগেছে আমার কাছে।।
কালর টা দারুণ ভাবে ফুটেছে।।
শুভেচ্ছা রইল।।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু আপনার পূর্ণিমা রাতের রঙিন দৃশ্যের পরিবেশ। ইচ্ছে করছে আমি হারিয়ে যাই আপনার এই দৃশ্যের ভিতরে। ধন্যবাদ আপনাকে আপু পেইন্টিং যে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ রইল আপু।

 3 years ago 

➡️ ওয়াও আপু খুবই অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপনি। দিন দিন আপনার পেইন্টিং দেখলে মাথা ঘুরে যায় আমার। অসাধারণ অসাধারণ কিছু পেইন্টিং উপহার দিয়ে থাকেন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের পেইন্টিংটি। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

মাথা ঘুরে আবার পড়ে যাইয়েন না। তবে ধন্যবাদ রইল আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু পূর্ণিমা রাতে একটি রঙিন দৃশ্যের পেইন্টিং সত্যি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার রং তুলির মাধ্যমে। আমার খুবই ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ রইল আপনার জন্য।

 3 years ago 

পূর্ণিমার রাতে আপনার রঙিন পরিবেশের চিত্র টি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে তো চিত্রটি খুবই ভালো লেগেছে। জল রং দিয়ে আর্ট কবলে যে কোন আর্টই দেখতে খুবই ভালো লাগে ।আর আপনিতো খুব সুন্দর করে আর্টটি করেছেন। যেটি অনেক বেশী সুন্দর লাগছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 
  • পূর্ণিমা রাতের সুন্দর পেইন্টিংটি দেখে মন ভরে গেল। আপনি খুবই সুন্দরভাবে পেইন্টিং করেছেন অসাধারন। দেখেই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ রইলো ভাইয়া।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পেইন্টিং করা ছবিটি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ভাবে আপনি চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে আপনার চিত্রটি খুব ভালো লাগছে। এভাবেই চালিয়ে যান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56691.97
ETH 2499.18
USDT 1.00
SBD 2.23