DIY(এসো নিজে করি)||রঙিন কাগজের তৈরি ওয়ালমেট।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷

আজকে আমি আপনাদের সাথে একটি ক্রাফট এর কাজ শেয়ার করার জন্য এসেছি।আর এই ক্রাফটি হলো রঙিন কাগজ দিয়ে তৈরি একটি ওয়ালমেট।

20220225112829.jpg

চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ওয়ালমেট তৈরির পদ্ধতি।

🖌️প্রয়োজনীয় উপকরণ 🖌️

রঙিন কাগজ

মোটা ক্যালেন্ডার

কালো জলকলম

আঠা

স্কেল

কাচি

IMG_20220223_161735.jpgIMG_20220219_194141.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি হলুদ রঙের কাগজ নিলাম।২×২ ইঞ্চি পরিমাপ নিয়ে কাগজ কেটে নিলাম।এভাবে আমি অনেকগুলো কাগজ কেটে নিয়েছি।

IMG_20220225_103112.jpgIMG_20220225_103151.jpg

IMG_20220223_155344.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি একটি কাগজ হাতে নিলাম।এটিকে মাঝ বরাবর সমানভাবে ভাজ করে নিলাম। তারপরে আবার আরেকভাজ দিলাম।এভাবে আমি করার পর কোণাকুণি ভাজ দিয়ে একটি কোণ আকৃতি তৈরি করে নিলাম।

IMG_20220225_103210.jpgIMG_20220225_103227.jpg

IMG_20220225_103243.jpg

তৃতীয় ধাপ

এরপরে পেন্সিলের সাহায্যে একটি পাপড়ির মত একে নিলাম। কাচি দিয়ে এটিকে কেটে নিলাম।এরপরে ভাজ খুলে নিলাম। এখন এটি একটি ফুল হয়ে গেল।

IMG_20220225_103307.jpgIMG_20220225_103327.jpg

একইভাবে আমি বাকি ফুলগুলো তৈরি করে নিয়েছি।

চতুর্থ ধাপ

এরপরে একটি ফুল হাতে নিয়ে ২টি পাপড়ির জোড়ার অংশে কেটে নিলাম।পুরোটা না কেটে অর্ধেক কেটে নিয়েছি।

এরপরে একটি পাপড়ির উপর আঠা লাগিয়ে নিয়ে পাশের পাপড়িটি আঠা লাগানো পাপড়ির উপর বসিয়ে দিলাম। এখন এটি একটু সংকুচিত হয়ে ফুল হয়ে গেল।

একইভাবে আমি সবগুলো ফুলকে তৈরি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

তারপরে আমি কালো জলকলম নিয়ে হলুদ রঙের ফুলগুলোর মাঝে কিছু রেণু একে নিলাম।

IMG_20220225_103353.jpg

ষষ্ঠ ধাপ

ফুলগুলো তৈরি করে নেয়ার পর আমি কালো রঙের কাগজ নিলাম।৩ ইঞ্চি, ৩০সে.মি পরিমাপ নিয়ে ৪ টি কাগজ কেটে নিয়েছি।

IMG_20220223_163541.jpgIMG_20220223_163619.jpg

এরপরে একটি কাগজ হাতে নিয়ে এককোণা থেকে সরুভাবে ভাজ করতে থাকলাম।ভাজ করতে করতে একটি স্টিক তৈরি করে নিলাম। এভাবে ৪টি স্টিক তৈরি করে নিয়েছি।

সপ্তম ধাপ

এরপরে হালকা সবুজ রঙের কাগজ থেকে ১ইঞ্চি, ২৫ সে.মি. পরিমাপে কাগজ কেটে নিয়েছি। ৪ টি কাগজ একই মাপে কেটে নিলাম।

IMG_20220223_161653.jpg

অষ্টম ধাপ

তারপরে আমি সেই ক্যালেন্ডার এর কিনারার অংশে আঠা দিয়ে এই ৪ টি কাগজ লাগিয়ে নিলাম।

IMG_20220223_162047.jpgIMG_20220223_162539.jpg
IMG_20220223_162440.jpgIMG_20220223_162723.jpg

নবম ধাপ

একটি ফুলদানী আকারে কালো কাগজ কেটে নিয়েছি। এবং তা মাঝ বরাবর নিচের দিকে আঠা দিয়ে বসিয়ে দিলাম।

IMG_20220223_161847.jpgIMG_20220223_163220.jpgIMG_20220223_164154.jpg

তারপরে আমি একটি করে স্টিক এই ক্যালেন্ডার এর চারপাশে লাগিয়ে নিলাম।

IMG_20220223_164154.jpg

দশম ধাপ

এখন ফুলদানিটির উপরে আমি কিছু শাখা প্রশাখা একে নিলাম।যাতে এরমধ্যে আমি ফুলগুলো বসাতে পারি।

IMG_20220223_164719.jpgIMG_20220223_165053.jpg

একাদশ ধাপ

এরপরে আমি একটি করে ফুল হাতে নিলাম এবং এর পিছনের দিকে সামান্য আঠা লাগিয়ে নিলাম।এরপরে আমি এই শাখাগুলোতে ফুল বসিয়ে দিলাম।

IMG_20220223_165223.jpgIMG_20220223_165247.jpg
IMG_20220223_165324.jpgIMG_20220223_165637.jpg

এক এক করে আমি সবগুলো ফুল বসিয়ে দিয়েছি।

তারপরে আমি কালো জলকলমের সাহায্যে এই ফুলগুলোর ফাকে কিছু পাতা একে নিলাম।ছোট বড় আকারে কিছু পাতা সুন্দর করে একে নিয়েছি।

IMG_20220223_165816.jpgIMG_20220223_170129.jpg

এইতো শেষ হয়ে গেল আমার আজকের এই কাজ। খুব সুন্দর ফুলে ভরা একটি ওয়ালমেট। আমি এই ওয়ালমেটের কিছু ছবি তুলে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি।

IMG_20220223_170553.jpg

IMG_20220225_112332.jpg

IMG_20220225_112303.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে এটি তৈরি করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ডিজাইন এবং কালার টা আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আমার বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আর এধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। দেখতেও অসাধারণ লাগে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লাগলো। এত সুন্দর ওয়ালমেট অনেকদিন দেখি না। বিশেষ করে হলুদ রঙের ফুল গুলো দারুন ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন টপ থেকেই ফুলগুলো ফুটে বেরিয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগছে। সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে আপু। আমি ত প্রথমে ফুল গুলো দেখে ভেবেছি বাস্তব ফুল এগুলো। পরে দেখি যে আপনি বানিয়েছেন। অসাধারন হাতের কাজ আপনার। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ এর বর্ননা দিয়েছেন যথাযত ভাবে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়ালমেট ঘরের সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলে। আপু আপনি অনেক সুন্দর করে রঙিন পেপার দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে। ওয়ালমেট টির কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সাদা কাগজের উপর গাছ অংকন করে আবার রঙিন কাগজ গুলো কেটে ফুল তৈরি করে সেখানে আঠা দিয়ে লাগিয়ে দেওয়াতে অনেক বেশী সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে কাগজের তৈরি ওয়ালমেট টি। আমার কাছে দারুন লাগছে দেখতে। বিশেষ করে ফুল গুলো হলুদ রঙের হওয়ার কারণে সাদা কাগজের উপর খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল 🥰🥰

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যিই অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ওয়ালমেট টি। অনেক সুন্দর রং নির্বাচন করেছেন ওয়ালমেট তৈরি করার জন্য। ওয়ালমেট তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এই ওয়ালমেট তৈরি করে ফেলতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনার ওয়ালমেটটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে দেখে ভাবছিলাম রং তুলি দিয়ে আঁকা একটি ওয়ালমেট। আপনি খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন নিখুঁত হাতের ছোঁয়া দিয়ে। দেখে বোঝাই যাচ্ছে খুব যত্ন করে বানিয়েছেন। ফুল গুলো অনেক সুন্দর লাগতাছে। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74