আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সুন্দর একটি কাগজের তৈরি ফুল। আর এই ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেয়ালে লাগালে এটি অনেক আকর্ষণীয়। এই ফুলটিকে দেখতে একদম সূর্যমুখী ফুলের মতই মনে হয়। আর এটি অনেক বড় আকারের ফুল। এটি তৈরি করতে আমার দুই থেকে তিন দিন সময় লেগেছে। যদিও ধাপে ধাপে তৈরি করেছিলাম। যাইহোক আজকে আমি ভাবলাম আপনাদের সাথে এটি শেয়ার করি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। ফুলের মাঝখানে গোল গাঁদা ফুলের মত যে অংশটি দেখা যাচ্ছে সেটি তৈরি হবে বেশ ভালোই সময় লেগেছে আমার।সর্বোপরি এই ক্রাফট টি আমার খুবই ভালো লেগেছে, সে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
রঙিন কাগজ
কার্ডবোর্ড
কাঁচি
আঠা
প্রথম ধাপে আমি লাল রঙের কাগজ থেকে ৮ ইঞ্চি পরিমাণে বর্গাকার সাইজে কেটে নেয়ার জন্য ভাঁজ করে নিলাম। তারপর করে পুরো কাগজটি কেটে নিলাম। বর্গাকার আকৃতিতে আমি লাল রঙের কাগজ কেটে নিয়েছি।
এখন ৮ ইঞ্চি মাপের কাগজের এক পাশে আঠা দিয়ে দিলাম। তারপর অপর অংশ দিয়ে কোন আকৃতিতে একটি পাপড়ি তৈরি করে নিলাম। আর একই মাপে আমি অনেকগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি। প্রায় ৪০ টির মত পাপড়ি আমি এখানে তৈরি করলাম।
এই ধাপে আমি গোল হার্ডবোর্ড কাগজটি নিলাম। তারপর এই হার্ডবোর্ডের কিনারায় আঠা লাগিয়ে দিলাম। এখন লাল রঙের যে পাপড়ি তৈরি করেছি এই পাপড়িগুলো কোণা থেকে কার্ডবোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম। এক পাশ করে ধীরে ধীরে লাগাতে থাকলাম।
এই কার্ডবোর্ডের চারপাশে গোল করে একধাপ লাগিয়ে দিলাম। তারপর আবার আরো কিছু পাপড়ি উপরের অংশে গোল করে দিলাম। এভাবে আমি তিন স্তরে এই গোল অংশের পাপড়ি গুলো লাগালাম।
২ ইঞ্চি পরিমাণ হলুদ রঙের কাগজ লম্বালম্বি ভাবে নিলাম। এঁকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে মাঝখানের অংশে ছোট ছোট করে কেটে নিলাম। তবে পুরোটা কাটলাম না। তারপর এটিকে ভাঁজ করে নিতে থাকলাম। গোল গোল করে পেঁছিয়ে এটি একটি গাঁদা ফুলের মত তৈরি করে নিলাম।
লাল রং দিয়ে এই তিন স্তরের ফুলের মাঝখানে গোল অংশ ফাঁকা রয়ে গেল। আর এই গোল অংশের মধ্যে তৈরি করা হলুদ রঙের গাঁদা ফুলটিকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। তারপর মাঝখানে বসিয়ে দিলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
💦
💦 BRISTY 💦
💦
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে আমিও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময় ফুল তৈরি করে থাকি। কাগজের ফুল বেশ দুর্দান্ত হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
চেষ্টা করলে সবই সম্ভব ভাইয়া। তেমনি আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেন বলেই আমরা এত সুন্দর কিছু ক্রাফ্ট দেখতে পারি, ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/bristy110/status/1610604057135284225?s=20&t=ZeWZYPH_maLUe30KpJ85Bw
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন দেখে মনে হচ্ছে কোন গাছের ফুলের দৃশ্য দেখতে পাচ্ছি।
রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে তৈরি করতে পারলে সুন্দর হবেই ভাইয়া।ধন্যবাদ, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পুরো সূর্যমুখী ফুলের মতো লাগছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
ঠিকই বলেছেন আপু, ফুলটি দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতই লাগছে। আর সত্যিই এটি তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে।
আপনি ঠিক বলছেন আপু রঙিন কাগজ দিয়ে ফুল গুলো তৈরি করতে অনেক সময় লাগে।আমি আজকে বুঝতে পেরেছি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে কেমন কষ্ট হয়।আপনি যে ফুলটি তৈরি করেন সেটি দেখতে একদম সূর্যমুখী ফুলের মত ঠিক বলছেন।ফুলটি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আপু।
আমার কাছেও রঙিন কাগজের যে কোন কাজ করতে খুব বেশি কষ্ট মনে হয়। কারণ অনেক সময় ধরে এটি সম্পূর্ণ করতে হয়।
এরকম একটি ফুল বেশ কিছুদিন আগে আমি তৈরি করেছিলাম। দেখতে ভালই লেগেছিল। আজকে আপনার তৈরি করা এই ফুলটি দেখে ভালই লাগলো। মাঝের অংশ দেখতে সত্যিই গাঁদা ফুলের মত লাগছে। মনে হচ্ছে যেন সত্যিকারের হলুদ গাঁদা ফুল সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আপু আপনার হাতের কাজ সব সময় সুন্দর হয়। অনেক ভালো লাগলো আপু।
আপনার তৈরি করা ফুলটি আমি দেখিনি আপু। তবে এটা ঠিক বলেছেন মাঝখানের ফুলটি একদম গাঁদা ফুলের মতোই মনে হচ্ছে। আমি তৈরি করার পরও ভাবছি এটি আলাদাভাবে একটি ফুল তৈরি হয়ে গেল।
ওয়াও খুব সুন্দর একটি রঙিন কাগজের ফুল বানিয়েছেন। এত সুন্দর ফুল ২-৩ দিন লেগে যাওয়ার ই কথা। আমি হঠাৎ দেখে সূর্জমুখি ফুল ই মনে করেছিলাম। অনেক নিখুঁতভাবে দক্ষতার সাথে বানিয়েছেন। কাগজের রং সিলেকশন অনেক ভাল ছিল। ধন্যবাদ আপু।
এই ফুলের পাপড়িগুলো তৈরি করতে বেশ সময় লেগেছে। কারণ সঠিকভাবে কাগজটি কাটতে হয়েছিল এবং তৈরি করতে হয়েছিল।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল করেছেন আপু দেখতে একদম সূর্যমুখি ফুলের মতই লাগছে।আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে ফুলটি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন।এ ধরনের ফুল বানাতে অনেক সময়ের দরকার হয়।সময় লাগলেও আপনি খুব সুন্দর ভাবে ফুলটি ফুটিয়ে তুলতে পেরেছেন, খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
সময় দিয়ে করেছি বলেই হয়তো বা আপনাদের মাঝে এটি সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
বাহ,অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ফুলটি ।সত্যিই দেওয়ালে লাগিয়ে দিলে বেশ দেখতে লাগবে ফুলটি।তাছাড়া ফুলের মাঝখানের অংশটি গাঁদা ফুলের মতো দেখতে লাগলেও বড় ফুলটি আমার কাছে সূর্যমুখী ফুলের মতো লাগছে না।আমার কাছে ডালিয়া ফুলের মতো লাগছে দেখতে।এটি খুবই সময়ের কাজ, ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু একেক জনের কাছে একেক রকম তো লাগবেই। যার ধারণা যেমন তেমনই। যাই হোক আপনার কাছে সূর্যমুখী ফুলের মত না লাগলেও ডালিয়া ফুলের মত লেগেছে। আমার কাছে সূর্যমুখী ফুলের মত লাগলেও আসলে এটা তো সূর্যমুখী ও না ডালিয়া ও না🤣🤣।
বাহ আপু, আপনার ক্রিয়েটিভিটি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে দুর্দান্ত একটি ফুল তৈরি করেছেন আপনি। হঠাৎ করে দেখে সূর্যমুখী ফুলের মতই মনে হচ্ছে, আর মাঝখানের অংশটুকু গাঁদা ফুলের মত লাগছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে ফুলটি তৈরি করেছেন,দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি ক্রাফট আমাদেরকে উপহার দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।
কাগজের তৈরি ফুলগুলো সময় দিয়েই করতে হয় ভাইয়া। আর এজন্যই হয়তো বা সুন্দর লাগে। আমার কাছে বেশ ভালো লাগে এই ফুলগুলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।