প্রথম ভালোবাসা|| নাটক রিভিউ।

in আমার বাংলা ব্লগ7 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

প্রথম ভালোবাসা নাটকের রিভিউ।
আজকের পোস্টে আমি আপনাদের নাটক রিভিউ শেয়ার করব।আসলে দৈনন্দিন কাজকর্মের মধ্যে নাটক তেমন একটা দেখাই হয় না এখন। তবে নাটক দেখার একটা অভ্যাস ছিল আমার, যেটা খুবই বেশি ছিল।রাতে বা বিকালে যখন ঘুম আসতোনা তখনই নাটক দেখতে চলে যেতাম, আর এর মাঝে হয়তো ঘুম চলে আসতো।যাই হোক পোস্ট ভ্যারিয়েশনের কথা চিন্তা করে ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা নাটক রিভিউ দিয়ে পোস্ট শেয়ার করা যাক।


thumbnail (1).jpeg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামপ্রথম ভালোবাসা
পরিচালকমাহমুদুর রহমান হিমি
অভিনয়ফারহান আহমেদ জোভান, পড়শি, পারসা মেহজাবীন সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ৯এপ্রিল, ২০২৪

Screenshot_20240708_111726_YouTube.jpg

Screenshot_20240708_111809_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আপনারা হয়তো নাটকের নামটি দেখে বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ আমিও যখন এই নাটকটির নাম প্রথমে ইউটিউবে দেখেছিলাম তখন ভেবেছিলাম নাটকটি তেমন একটা সুন্দর হবে না৷ তবে যখন আমি পুরো নাটক দেখে নিলাম তখনই আমি বুঝতে পারলাম যে নাটকটি খুবই সুন্দর হয়েছে৷ প্রথমে নাটকটির শুরুতেই নায়ক এবং নায়িকাকে দেখানো হয়৷ প্রথম থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল৷ নায়ক নায়িকাকে অনেক পছন্দ করতো৷ নায়িকাও নায়ককে অনেক ভালোবাসতো। তারা সবসময় একসাথে চলাফেরা করতো এবং তারা একসাথে পড়াশোনা করে। নায়িকা নাঁচতে ভালোবাসতো৷ তাই সে সবসময়ই নাঁচের প্র্যাকটিস করতো৷ নায়ক সেখানে বসে বসে তা দেখতো৷ নায়িকার যেসকল অনুষ্ঠানগুলো থাকে সবকিছুতেই নায়ক উপস্থিত থাকে৷ নায়িকার যেকোনো ধরনের সমস্যাও নায়ক সমাধান করে।

যাইহোক, প্রথমেই নায়ক নায়িকার জন্য খুবই সুন্দর একটি নুপুর নিয়ে আসে। সেই নূপুর নায়িকার পায়ে লাগিয়ে দিয়েছিল৷ তখন মুহূর্তটা খুবই সুন্দর ছিল৷ তারা দুজনে অনেক খুশি ছিল এবং সেখানে তাদের মাঝে বিভিন্ন কথোপকথন হচ্ছিল। এর পরবর্তী সময়ে নায়ক একদিন নায়িকার স্কেচ তৈরি করে নিয়ে আসলো৷ মূলত নায়ক ছিল একজন চিত্রশিল্পী৷ সে খুব সুন্দর করে স্কেচ তৈরি করতে পারতো৷ সবসময় সে স্কেচ তৈরি করা নিয়ে ব্যস্ত থাকতো। বেশিরভাগ সময় সে নায়িকার স্কেচ তৈরি করতো৷ তাই আজকেও বড় একটি ফ্রেমে সে নায়িকার ছবি নিয়ে আসলো৷ যখন সে নায়িকাকে সেই স্কেচ দেখালো তখন নায়িকা অনেক খুশি হয়ে গেল৷ এরই মাঝে তাদের কিছু কথোপকথন হলো এবং এরপর সেখান থেকে প্রস্থান নিলো।

Screenshot_20240708_111830_YouTube.jpg

Screenshot_20240708_111856_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়িকা বলে যে তার এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তার বাবা এখনই তাকে বাসায় চলে যেতে বলেছে। সে যখন নায়ককে এই বিষয়টি জানায় সে একেবারে মন খারাপ করে ফেলে৷ নায়িকা চলে গেলে নায়ক এখানে এতদিন কিভাবে থাকবে৷ তখন নায়িকা বলে যে অল্প কিছুদিনেরই ব্যাপার৷ কিছুদিন পরে আবার সে ঢাকায় চলে আসবে৷ এই কিছুদিন তারা ভিডিও কলে কথা বলে নিবে। এভাবে নায়িকা তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বুঝাতে থাকে৷ তবে নায়ক কোনমতে এই বিষয়গুলো শুনতে রাজি ছিল না। সে তাকে যেতে দিচ্ছিল না৷ তবে তার বাবা তাকে যেতেই বলেছে৷

নায়িকার বাবার কথাতেই সে এখান থেকে চলে যাচ্ছে৷ নায়ককে রেখে তারও যাওয়ার কোন ইচ্ছে ছিলনা৷ তখন নায়ক তাকে বাসের মধ্যে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ নায়িকা যেন সাবধানে যায় এবং তার জন্য কিছু খাবার নায়ক নিয়ে আসে৷ একইসাথে যদি কোন সমস্যা হয় তাহলে সে যাতে করে তাকে সাথে সাথেই কল দেয়। এরপর নায়িকাকে সে বিদায় দিয়ে দেয়, সময় অনেকটাই কষ্টকর ছিল তার জন্য৷

এরপর দিন নায়ক সেই কষ্ট সহ্য করতে না পেরে তার বন্ধুকে ডাকে এবং তার বন্ধুকে নিয়ে নায়িকাদের গ্রামে চলে যায়৷ সে নায়িকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গ্রামে চলে গিয়েছিল৷ সে আর নায়িকাকে ছাড়া এখানে একা একা থাকতে পারছে না৷ তাই সে তার বন্ধুকে নিয়ে সেখানে চলে যায়৷ সেখানে চলে আসার পরে সে নায়িকাকে যখন কল করে তখন নায়িকা একেবারে অবাক হয়ে যায়, সে সত্যি এখানে এসেছে কিনা। তখন নায়ক তাদের বাড়ি খুঁজে পাচ্ছিল না এবং তার বন্ধুর সাথে এদিক সেদিক ঘুরাঘুরি করছিল তাদের বাড়ি খোঁজার জন্য৷

Screenshot_20240708_111938_YouTube.jpg

Screenshot_20240708_112017_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর যখন নায়ক নায়িকার সাথে কথা বলতে থাকে এবং নায়িকা বিশ্বাস করে যে সত্যি নায়ক এখানে চলে এসেছে তখন নায়িকা বলে একটি স্থানে আসার জন্য এবং সেখানে সে চলে আসে৷ সেখানে আসার পরে নায়ক নায়িকা একসাথে অনেক সময় অতিবাহিত করতে থাকে । তারা এদিক সেদিক হাঁটাচলা করতে থাকে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ একইসাথে তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে এবং নায়িকাদের পুরো গ্রামকে ঘুরিয়ে ঘুরিয়ে নায়ককে দেখাচ্ছিল৷ নায়ক বেশ আনন্দের সাথেই সবকিছু উপভোগ করছিল৷

এর কিছুক্ষণ পরে নায়কের বন্ধু সেখানে চলে আসে৷ কারণ প্রথমে নায়ক খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছিল৷ নায়কের বন্ধু খাওয়া-দাওয়া না করার কারণে সে একটু খাওয়া দাওয়া করে এখন এসেছে৷ ফলে সে দেরি করে ফেলেছে৷ নায়কের বন্ধু যে বাইকে করে এসেছিল সেই বাইক যখন নায়িকা দেখে তখন সে নায়ককে বলে যেন সে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসে৷ যখনই নায়ক নায়িকাকে বাইকের পেছনে বসিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায় তখন নায়িকাদের এলাকার কিছু ছেলেরা তাদেরকে সেখানে বাধা দেয়।

তারপর নায়িকাকে জিজ্ঞাসা করতে থাকে এই ছেলে কে। তখন নায়িকা তাকে বন্ধু হিসেবে পরিচয় দেয়। তবে কিছুক্ষন পর তাদের মধ্যে ছোটখাটো ঝামেলা হওয়ার পরে ওই ব্যক্তি বলে যাতে করে নায়ক এখান থেকে চলে যায়৷ নায়িকা তখন কিছুই বলে না৷ এরপর যখন তারা সেখান থেকে চলে যায় তখন নায়িকা বলে যে এই লোকজন তার বাবার কাছে যদি নালিশ করে তাহলে তাকে আর কখনোই কিছু করতে দিবে না৷ তাই নায়ক যেন এখান থেকে চলে যায়৷ তখন নায়ক মন খারাপ করে সেখান থেকে চলে যায়৷

Screenshot_20240708_112100_YouTube.jpg

Screenshot_20240708_112204_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর ওই ছেলেরা নায়িকার বাবাকে সে বিষয়টি জানিয়ে দেয়। তারা বলে যে তাদের এলাকার মেয়ের যদি কোন ধরনের বদনাম হয়ে যায় তাহলে তার বাবার বদনাম হবে৷ তার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই এলাকার মধ্যে এবং তার অনেক লোকজন ছিল৷ ফলে নায়িকার যে কোন ধরনের খবর তিনি জেনে যেতেন৷ যখন নায়কের সাথে নায়িকার এরকম একটি ঘটনা তারা দেখতে পায় এবং যখন তারা এই বিষয়টি নায়িকার বাবাকে জানিয়ে দেয় তখন নায়িকার বাবা নায়িকাকে জিজ্ঞেস করতে থাকে এই ছেলেটি আসলে কে৷

বাবার প্রশ্নে তখন নায়িকা বলে যে সে তাকে ভালোবাসে এবং তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে৷ তখন নায়িকার বাবা জিজ্ঞাসা করে যে ওই ছেলে কি কাজ করে৷ তখন নায়িকা বলে সে একজন চিত্রশিল্পী। তখন নায়িকার বাবা বলে এরকম একজন চিত্রশিল্পীর কোন ভবিষ্যৎ নেই। তার ভবিষ্যৎ নিয়ে কোন চিন্তাও নেই৷ তাই এরকম একজন ছেলের কাছে নায়িকার বাবা কখনোই নায়িকাকে তুলে দিতে পারবেন না। এভাবে অনেক ধরনের কথা তিনি নায়িকাকে বলতে থাকেন৷ তবে নায়িকা কোনমতেই বুঝতে রাজি ছিল না৷

Screenshot_20240709-103734_YouTube.jpg

Screenshot_20240708_112316_YouTube.jpg

এর পরবর্তী সময়ে অনেকদিন ধরে নায়িকার বাবা নায়িকাকে বিভিন্ন কথা বুঝিয়ে দেন৷ একইসাথে নায়িকার মাও তাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন৷ শেষ পর্যন্ত নায়িকা নায়ককে বলে যে সে কোনভাবেই তাকে বিয়ে করতে পারবে না৷ নায়ক যখন এই বিষয়টি শুনতে পায় তখন সে একেবারেই পাগলের মত হয়ে যায়৷ সে বলে যে এতদিনের সম্পর্ক সে কিভাবে ধ্বংস করে ফেলবে৷ কোনমতে সে এই সম্পর্ক নষ্ট করতে পারবে না। তাকে সে অনেক বেশি ভালোবাসে৷ এখন যদি সে তাকে ছেড়ে চলে যায় সে কোনভাবে কোন কিছু মেনে নিতে পারবে না৷

এর পরবর্তী সময়ে নায়িকা তার সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়৷ এরপর একটা সময় যখন নায়ক প্রতিষ্ঠিত হয়ে যায় তখন নায়ক অনেক বড় একটি পদে অবস্থান করে৷ একইসাথে নায়ক এর যে মূল নায়িকা রয়েছে সে আসে৷ নায়িকার অন্য একজন ছেলের সাথে বিয়ে হয়ে যায়৷ যখন নায়ক তার মূল নায়িকাকে খুঁজে পায় তখন সে বুঝতে পারে যে, সে এতদিন যার সাথে ছিল সে তার আসল ভালোবাসা নয়৷ যদি সে সত্যিকারেই তাকে ভালোবাসতো তাহলে সে কখনোই তাকে ছেড়ে যেত না৷ এখন যেহেতু সত্যিকারের ভালোবাসা সে পেয়েছে তাই এখন সে তাকে নিয়েই সুখে আছে৷ নায়ক তার আসল নায়িকাকে খুঁজে পায় এবং সত্যিকারের ভালোবাসা পায় এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

নাটকটি খুবই সুন্দর ছিল। আসলে একেবারে বাস্তব কিছু ঘটনাকে নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে৷ এরকম অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটে যায় ৷ আমরা প্রতিনিয়ত এরকম ঘটনার সাক্ষী হচ্ছি।অনেকে অনেক কষ্ট পাচ্ছি৷ প্রথমেই নাটক সম্পর্কে কিছু ছোট্ট ধারণা বলে দেওয়া যাক৷ নাটকের মধ্যে প্রথমে নায়ক তার প্রথম ভালোবাসার মানুষ হিসেবে নায়িকাকে বেছে নিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত যখন সে তার প্রথম ভালোবাসা অর্থাৎ মূল নায়িকাকে পায় তখনই সে বুঝতে পারে যে এতদিন সে যার সাথে প্রেম করেছিল সে আসলে তার সত্যিকারের ভালোবাসা নয়৷ এখন সে যার সাথে রয়েছে সেই তার আসল ভালোবাসা৷

আসলে বাস্তবিক জীবনেও এরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায়৷ অনেক মানুষ এতটাই আপন হয়ে যায় যাদেরকে ছেড়ে আসা একবারে কষ্টকর হয়ে যায়৷ শেষ পর্যন্ত যখন তারা ছেড়ে চলে যায় তখন তার থেকে দুঃখ কষ্টের বিষয় আর কিছু হতে পারে না৷ তবে শেষ পর্যন্ত যখন সকলেই জীবনসঙ্গী পেয়ে যায় এবং তারা সত্যিকারের ভালোবাসাকে পেয়ে যায় তখন তারা উপলব্ধি করতে পারে এতদিন তারা যার সাথে প্রেম করে এসেছে অর্থাৎ সম্পর্কে জড়িত ছিল তারা আসলে তাদের ভালবাসার মানুষই ছিল না। যদি ভালোবাসার মানুষই হতো তাহলে কখনোই তাদেরকে ছেড়ে যেত না৷ যাইহোক শেষ পর্যন্ত একটি কথা, এই নাটকটি বেশ উপভোগ্য আর বাস্তবভিত্তিক একটি নাটক৷

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৯/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 7 days ago 

খুব সুন্দর একটি নাটক আপনি রিভিউ করেছেন আপু। নাটকের কাহিনী পড়ে আমার অনেক ভালো লাগলো ,আসলে নাটকটি আমার দেখা হয়নি তবে প্রথম ভালবাসা নাটকটির নাম শুনেছি। আজকে আপনার পোস্টে দেখে অনেক ভালো লাগলো ,আসলে প্রথম ভালবাসা মানুষের জীবনে অম্লান হয়ে থাকে এমন সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে।

 5 days ago 

আসলে ভুল সময়ে, ভুল মানুষের সাথে প্রেম হলে হয়তো এমনই হয়। যাইহোক আমার কাছেও খুব ভালো লেগেছিল নাটকটা।

 7 days ago 

আপু আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার শেয়ার করা নাটকের রিভিউ টা পড়ে খুবই ভালো লাগলো।নাটকটি এখনো দেখা হয়নি, তবে সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

সময় পেলে অবশ্যই দেখবেন ভাইয়া, ভালো লাগবে। খুব সুন্দর একটা নাটক ছিল এটি।

 7 days ago 

পড়শির নাটকগুলো আমার খুব একটা দেখা হয় না। তবে জোভানের নাটকগুলো মাঝেমধ্যে দেখা হয়। কিন্তু এই নাটকটি আগে দেখিনি। আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে গল্পটা খুবই সুন্দর। আপনি চমৎকার ভাবে পুরো নাটকটার গল্প উপস্থাপন করেছেন। সময় পেলে একদিন নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

 5 days ago 

আমিও তেমন দেখিনি পড়শির নাটক। কারণ পড়শি তো নতুন নতুনই নাটকে যুক্ত হয়েছে। তাছাড়া দুজন নায়িকা কিন্তু নতুনই বলতে গেলে, নাটকের ক্ষেত্রে। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু।

 7 days ago 

প্রথম ভালোবাসা নাটকটার সম্পূর্ণ রিভিউ পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি নাটক গুলো দেখতে অনেক পছন্দ করি। আর ঠিক তেমনিভাবে নাটকগুলোর রিভিউ পোস্ট পড়তেও অনেক ভালো লাগে। এই নাটকের শেষে দেখছি তারা দুজনেই নিজেদের সত্যিকারের ভালোবাসাকে পেয়ে গিয়েছে। আসলেই তারা দুজনে একে অপরকে কখনো সত্যিকারের ভালোবাসে নিই। আমি যদি সময় পাই তবে অবশ্যই এই নাটকটা দেখার জন্য চেষ্টা করবো। সুন্দর একটা নাটকের রিভিউ নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ।

 5 days ago 

মাঝে মাঝে যখন কোন কাজ করতে ইচ্ছে করে না তখন বসে যাই নাটক দেখার জন্য। ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে।

 7 days ago 

ব্যস্ততার কারণে নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আমার কাছে নাটকের রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লাগে। কারণ রিভিউ পোস্ট এর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা জেনে নেওয়া যায় অনেক সুন্দর করে। আর এর ফলে নাটকও দেখা লাগে না। প্রথম ভালবাসা এই নাটকটার সম্পূর্ণ রিভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরো কাহিনীটাকে সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আমার কাছে জোভানের নাটক দেখতে খুব ভালো লাগে।

 5 days ago 

ঠিক বলেছেন ভাইয়া নাটক রিভিউয়ের মাধ্যমে নাটকটাকে চোখের সামনে যেন উপলব্ধি করা যায়। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 days ago 

নাটকটি আমার দেখা হয় নি আপু৷ তবে আপনি খুব সুন্দর করে নাটকের কাহিনী তুলে ধরেছেন আমাদের মাঝে। গল্পটি রোমান্টিক এবং শিক্ষামূলক ও বটে। নাটকের শেষের ম্যাসেজটি বেশ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ দারুণ একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64854.61
ETH 3478.75
USDT 1.00
SBD 2.52