DIY(এসো নিজে করি)||ছোট ঝিনুকের উপরে পেইন্টিং। ১০% বেনিফিট @লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটি পেইন্টিং শেয়ার করার জন্য এসেছি।আজকের পেইন্টিং সম্পূর্ণ আলাদা। কারণ আজ আমি কোনো ড্রয়িং খাতা বা কাগজে পেইন্টিং করি নি।

20220107211236.jpg

আজকের এই পেইন্টিং হলো একটি ছোট ঝিনুকের উপরে পেইন্টিং।ছোট হলেও এর মধ্যে পেইন্টিং করতে আমার খুব মজা লেগেছে, কারণ এটি দেখতে খুব বেশি সুন্দর। আর ছোট হওয়ার কারণে পেইন্ট করতে কিছুটা কষ্ট করতে হয়েছে। যাইহোক পেইন্টিং শেষ হবার পর সেই কষ্ট আর রইল না।তাহলে দেরি কিসের,চলুন তাহলে- দেখে নিন কিভাবে আমি এই ছোট ঝিনুকের উপরে পেইন্টিং করেছি।

প্রথমেই এই পেইন্টিং এর জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ দেখে নিনঃ-


একটি ছোট ঝিনুক
পোস্টার রঙ
তুলি

IMG_20220107_184233.jpgIMG_20220107_184256.jpg
🖌আমি যে পদ্ধতিতে এই ছোট ঝিনুকের মধ্যে চিত্রটি অংকন করেছি তা নিম্নে সম্পূর্ণভাবে বর্ণনা করলাম🖌️
🖌প্রথম ধাপ🖌️

প্রথমে ঝিনুকের উপরের দিকে আমি লাল রং দিয়ে কিছুটা অংশ রং করলাম। এরপরে নিচের দিকে কমলা রং দিয়ে দিলাম।লাল এবং কমলা রং মিশিয়ে দিলাম।
IMG-20220107-WA0011.jpgIMG-20220107-WA0034.jpg

IMG-20220107-WA0032.jpg

🖌দ্বিতীয় ধাপ🖌️

এরপর কমলা রঙের নিচে আমি হলুদ রং দিয়ে কিছুটা অংশ রং করলাম।

IMG-20220107-WA0031.jpgIMG_20220107_185136.jpg
🖌তৃতীয় ধাপ🖌️

তারপর একেবারে নিচের দিকের অংশে হালকা সবুজ রং দিয়ে রং করে নিলাম।

IMG-20220107-WA0015.jpgIMG-20220107-WA0029.jpg

এরপরে আমি সবুজ রং দিয়ে হালকা সবুজ রঙের উপরে কিছু ঘাস একে নিলাম।

IMG-20220107-WA0014.jpgIMG-20220107-WA0022.jpg

IMG-20220107-WA0019.jpg

🖌চতুর্থ ধাপ🖌️

এরপরে ব্রাউন কালার নিয়ে ২টি ঘরের চাল একে নিলাম।

IMG_20220107_192539.jpgIMG_20220107_192803.jpg

নীল এবং সবুজ রঙ মিশিয়ে রঙ তৈরি করে সেটা দিয়ে ঘর রঙ করে নিলাম।

🖌পঞ্চম ধাপ🖌️

তারপর ঘরের পিছনের দিকে আমি দুটি গাছের কান্ড একে নিলাম।
একইভাবে ঘরের বিপরীত পাশের অংশে আরও ৩ টি গাছের কান্ড একে নিলাম।

IMG-20220107-WA0039.jpg

IMG_20220107_193132.jpg

🖌ষষ্ঠ ধাপ🖌️

এরপর আমি সবুজ রঙ নিয়ে গাছের পাতাগুলো একে নিয়েছি।

IMG-20220107-WA0050.jpgIMG-20220107-WA0057.jpg
IMG-20220107-WA0062.jpgIMG-20220107-WA0060.jpg

এইভাবে আমি ঝিনুকে একটি দৃশ্য একে নিলাম। ঝিনুকের মধ্যে একটা রঙিন দৃশ্য,যা দেখতে সত্যিই অসাধারণ।

IMG-20220107-WA0063.jpg

IMG-20220107-WA0064.jpg

সর্বশেষ ধাপে এটি সম্পূর্ণভাবে পেইন্টিং করে নিলাম।

IMG-20220107-WA0066.jpg

IMG-20220107-WA0067.jpg

আশা করি আপনাদের কাছে আমার আজকের এই নতুন কাজটি অনেক ভালো লাগবে।

অবশ্যই সবাই মতামত জানাবেন, আমি আশায় থাকবো। আর আপনাদের কাছে ভালো লাগা মানেই আমার স্বার্থকতা৷

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

ছোট ঝিনুকের উপরে জলরঙ্গ দিয়েসুন্দর একটি পেইন্টিং আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগতেছে ।কালার কম্বিনেশনটিও খুব ভালো হয়েছে । ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

ছোট ঝিনুকের উপরে আপনি নিখুত ভাবে দারুন একটি পেইন্টিং করেছেন খুবই দারুন হয়েছে। বেশ গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনার প্রতিটা আর্ট অনেক ভালো লাগে আপু।সেগুলো এতোটা সুন্দর হয় যে তা বলার বাইরে।ঝিনুকের উপর প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে।মনে হয় আপনি অনেক সময় ও ধৈর্য সহকারে ছবিটি ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 
আপু আপনার আজকের তৈরি উপর চিত্রাংকন কি খুবই চমৎকার হয়েছে। দেখে প্রথমে ভেবেছিলাম কোন দ্বীপের ছবি হয়তো। খুবই সুন্দর করে আপনি আজকের এই প্রজেক্টটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে তা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার পেইন্টিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে।আমি প্রথম এইরকম কারো কাজ দেখলাম।আপনার হাতের কাজ অনেক ভালো তা দেখে বোঝা যায়।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনি তো ছোট্ট ঝিনুকের উপরে অনেক সুন্দর আর্ট করেছেন। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনি খুব সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ রইল আপু

সত্যিই চমৎকার আপু, আমি ফ্যান হয়ে গেলাম আপনার পেইন্টিং দেখে। ঝিনুকের উপর ছোট্র একটা জায়গায় এত সুন্দর পেইন্টিং সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। অনেক অনেক শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে৷ ছোট্ট ঝিনুক উপর পেইন্টিং তৈরি করা সহজ বেপার নাহ। খুব কঠিন কাজ আমি মনে করি। কিন্তু আপু আপনি নিখুত ভাবে পেইন্টিং টা তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার আইডিয়াটি খুবই সুন্দর।ঝিনুকের উপর পেইন্টিং করেছেন সত্যিই দেখার মতো ছিল।আকর্ষণীয় দেখতে লাগছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

একদম মন ছুয়ে গেছে আপনার কাজটি। এত সুন্দর হয়েছে। ঝিনুকের উপরে পেইন্টিং এটা করা আসলেই কঠিন কাজ কিন্তু আপনি কঠিন কাজটি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এজন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39