DIY(এসো নিজে করি)||পোস্টার রঙে আকা একটি প্রাকৃতিক পরিবেশ ও নদীর দৃশ্য।১০% বেনিফিট লাজুক-শিয়াল।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷

CollageMaker_202212618543699.jpg

আজ আবারও চলে এলাম পেইন্টিং এর কাজ নিয়ে।আজকের পেইন্টিং হলো একটি নদী আর তার ২পাশে ভিন্ন চিত্র নিয়ে।নদীর এপাড়ে মানুষের বসবার আর ওপারে ঘন জঙ্গল। রঙিন আকাশে তারা ভরা,একটি রাতের সুন্দর চিত্র।এই পেইন্টিংটি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি।

🖌️প্রয়োজনীয় উপকরণ 🖌️

ক্যানভাস বোর্ড

পোস্টার রঙ

মাস্কিং টেপ

তুলি

IMG_20220121_183117.jpg

🖌️প্রথম ধাপ 🖌️

প্রথমত আমি মাস্কিং টেপ দিয়ে এর চারপাশে নির্দিষ্ট অংশ কভার করে নিলাম।

IMG_20220122_171846.jpg

🖌️দ্বিতীয় ধাপ 🖌️

প্রথমে আমি তুলিতে নীল রঙ নিলাম। এরপরে আমি ক্যানভাস বোর্ডের উপরের অংশে নীল রঙ করে নিলাম।

IMG_20220122_171916.jpg

🖌️তৃতীয় ধাপ 🖌️

এইবার আমি তুলিতে বেগুনী রঙ নিলাম।নীল রঙের নিচে এই রঙ করে নিলাম।নীল এবং বেগুনী ২টি রঙ একসাথে মিশিয়ে নিলাম।

IMG_20220122_172008.jpg

🖌️চতুর্থ ধাপ 🖌️

তারপর আমি নিলাম গোলাপি রঙ। এর সাহায্যে বেগুনী রঙের নিচে রঙ করলাম।এরপরে আবার বেগুনী রঙের সাথে মিশিয়ে নিলাম।
IMG_20220122_172210.jpg

🖌️পঞ্চম ধাপ 🖌️

তারপরে আবারও বেগুনী রঙ দিয়ে গোলাপী রঙের নিচের অংশে কিছুটা অংশ রঙ করলাম,আর পাহাড়ের মত করে একে নিলাম।

IMG_20220122_172531.jpg

🖌️ষষ্ঠ ধাপ 🖌️

এইবার আমি নিলাম আকাশী রঙ। এর সাহায্যে আমি নিচের খালি অংশে নদী আকব।তাই যে অংশে নদী সেই অংশে আকাশী রঙ করে নিলাম।

IMG_20220122_172627.jpgIMG_20220122_173146.jpg

🖌️সপ্তম ধাপ 🖌️

তারপরে আমি অন্য একটি তুলিতে সাদা রঙ নিলাম। এর সাহায্যে আকাশে কিছু মেঘ একে নিলাম।

IMG_20220122_173019.jpgIMG_20220122_173104.jpg

🖌️অষ্টম ধাপ 🖌️

এইবার আমি সবুজ রং নিলাম। সবুজ রঙ নিয়ে উপরের দিকের খালি অংশে সবুজ রং করে দিলাম। এর উপরে আবার হালকা সবুজ এবং কালো রঙ দিয়ে সুন্দর করে একটি জঙ্গলের অবস্থান বুঝিয়ে দিলাম।

IMG_20220122_184646.jpgIMG_20220122_184729.jpg

IMG_20220126_183626.jpg

🖌️নবম ধাপ 🖌️

এরপরে আবার নিচে বাম পাশের খালি অংশে হালকা সবুজ রং দিয়ে রং করে নিলাম। এর মধ্যে হালকা কালো রং দিয়ে আমি মাঠের উঁচু নিচু জায়গা বুঝালাম। এর উপরে আবার হালকা হালকা করে সাদা রং দিয়ে আলোর উজ্জ্বলতা একে নিলাম।

IMG_20220126_183704.jpgIMG_20220126_183720.jpg

IMG_20220126_183747.jpg

🖌️দশম ধাপ 🖌️

তারপরে আমি একটি তুলিতে নিলাম কালো রং। এর সাহায্যে বাম পাশের মাঠের অংশের আমি তিনটি ইলেকট্রিকের পিলার একে নিলাম। এই পিলারগুলোতে তার যাওয়ার মত করে একে নিলাম।

IMG_20220126_184029.jpgIMG_20220126_184047.jpg
IMG_20220126_184104.jpgIMG_20220126_184122.jpg


তারপরে আমি আকাশে কিছু তারা একে দিলাম সাদা রঙের সাহায্যে।

IMG_20220126_184236.jpgIMG_20220126_184255.jpg


এইবার আমার এই পেইন্টিং সম্পূর্ণভাবে শেষ করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20220126_184326.jpg

IMG_20220126_184400.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই মতামত জানাবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

আপনার পেইন্টিং করা প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব অসাধারণ লাগছে। একদম বাস্তবের মতন মনে হচ্ছে। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধারণ করে চমৎকারভাবে আর্টিস্টি সম্পন্ন করেছেন। এবং ধাপসমূহ আমাদের ভাবে মাঝে উপস্থাপন করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ রইল সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও দিদি আপনি পোস্টার কালার দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। কালার কম্বিনেশনটা মারাত্মক ভালো লাগছে। ইলেকট্রিকের পিলারগুলো নিখুঁতভাবে করেছেন।সব মিলিয়ে চিত্রটি দেখতে খুব সুন্দর লাগছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু, মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 
দেখতে একদম বাস্তব এর মতো লাগছে। আপনার হাতে জাদু আছে। তাইতো এত সুন্দর একটি গ্রামীণ পরিবেশ আর্ট করতে পারলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পোস্টার রং এ আঁকা আপনার দৃশ্যটি আমার কাছে অসাধারণ লেগেছে ।খুবই চমৎকার ভাবে আপনি আর্টটি করেছেন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।যেটি দেখে খুব সহজে আপনার আর্টের পদ্ধতি বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

দারুন ছিলো আপনার হাতের কাজটি। আমার অনেক ভালো লাগলো। আসলেই এই কাজগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68668.50
ETH 2459.32
USDT 1.00
SBD 2.36