DIY(এসো নিজে করি)পোস্টার রঙে রঙিন অপরাজিতা ফুল। ১০% বেনিফিট লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি৷

আজকে ভিন্ন কিছু দেখানোর দিন। আজকে আমি আপনাদের সাথে একটি ফুলের পেইন্টিং শেয়ার করার জন্য চলে এসেছি। উপরের ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি ফুল। এটা হলো অপরাজিতা ফুল। আর এই অপরাজিতা ফুল আমার খুবই প্রিয়।

ফুলের রাজ্যে অপরাজিতা ফুলের বাগান দেখতে খুব সুন্দর। নীলের মাঝে সাদা অপরাজিতা ফুল দেখতে আশ্চর্য লাগে। আমাদের দেশে আমরা একে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল বলি।

CollageMaker_202225223230111.jpg

আমি পোস্টার রঙ দিয়ে অপরাজিতা ফুল এঁকেছি। আর কিভাবে আমি সম্পূর্ণ পেইন্টিং করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম।

🖌️প্রয়োজনীয় উপকরণ 🖌️

  • ক্যানভাস বোর্ড
  • পোস্টার রঙ
  • পেন্সিল
  • তুলি

IMG_20220205_211251.jpg

প্রথম ধাপ


প্রথমে আমি পেনসিল এবং ক্যানভাস বোর্ড নিলাম। তারপর আমি এরমধ্যে অপরাজিতা ফুল আঁকি।ফুলের সাথে ফুলের ডাল একে নিলাম।

IMG_20220205_170000.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, আমি হাতে তুলি নিলাম। আমি তুলিতে নীল রং নিলাম। রং নেওয়ার পর তা দিয়ে ফুলে রঙ করা শুরু করলাম। ফুলের উপর থেকে নিচের দিকে রং করে নিলাম। এক্ষেত্রে মাঝের কিছু অংশ সাদা রেখেছি।

IMG_20220205_170116.jpgIMG_20220205_170155.jpg

IMG_20220205_170217.jpg

তৃতীয় ধাপ


নীল রঙ করার পরে, আমি ফুলের মাঝের অংশটি সাদা রঙ করেছি। এখানে সাদা রঙ পাশের নীল রঙের সাথে মিশে একটি খুব সুন্দর রঙ তৈরি হয়েছে।

IMG_20220205_170350.jpgIMG_20220205_170449.jpg
IMG_20220205_170602.jpgIMG_20220205_170542.jpg

এভাবে নীল রঙের মাঝে সাদা মিলে সাদা ও নীল রঙের অপরাজিতা ফুল হয়ে গেল। একটি ফুল পেইন্ট করার পর আমি আরেকটি ফুল পেইন্ট করলাম। এভাবে ছোট-বড় আকারের সবগুলো ফুলের পেইন্টিং করে নিয়েছি।

IMG_20220205_170742.jpgIMG_20220205_171059.jpg
IMG_20220205_171222.jpgIMG_20220205_171543.jpg

চতুর্থ ধাপ


সব ফুলে রং করার পর লতা বা ডাল রঙ করব। এক্ষেত্রে আমি লতার রং গাঢ় সবুজ দিয়ে করব।এজন্য আমি তুলিতে সবুজ রঙ নিলাম এবং ধীরে ধীরে পুরো লতা রঙ করে নিলাম।

IMG_20220205_171846.jpgIMG_20220205_171715.jpg

IMG_20220205_172041.jpg

আবার লতা থেকে বাকা বাকা কিছু ছোট লতা একে নিলাম।

IMG_20220205_172731.jpgIMG_20220205_172849.jpg

পঞ্চম ধাপ


লতা রঙ করার পরে, আমি পাতা রঙ করব। সেজন্য আমি হালকা সবুজ রঙ নিলাম। তারপর ফুলের লতায় একটি করে পাতা রঙ করতে শুরু করলাম।এক্ষেত্রে আমি ২-৫ টি করে পাতা রঙ করলাম।অর্থাৎ কোনো ক্ষেত্রে একটি পাতা,আবার অন্য জায়গায় ২ টি পাতা।এভাবে করে আমি কিছু পাতা রঙ করে নিলাম।

IMG_20220205_173003.jpgIMG_20220205_173340.jpg
IMG_20220205_173546.jpgIMG_20220205_174227.jpg


এবার আমার সব কাজ শেষ।আমি নিচের দিকে এক কোণে আমার ইউজার নেইম লিখে নিলাম।আর অপরাজিতা ফুলের পেইন্টিং এখানেই শেষ করে নিলাম। তারপরে আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য কিছু ছবি তুলে নিলাম।

IMG_20220205_220759.jpg

IMG_20220205_220759.jpg

IMG_20220205_221121.jpg

IMG_20220205_221022.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago (edited)
পোস্টার কাগজ দিয়ে অপরাজিতা ফুলের ছবি খুব চমৎকার একেছেন। দক্ষ হাতের এমন ছবি সত্যি প্রশংসার দাবি রাখে।

নীল রংয়ের সাথে সাদা রংয়ের মিতালীতে যে শৈল্পিক চিত্র আপনি অঙ্কন করেছেন তা গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই সাথে আপনার ধাপে ধাপে উপস্থাপন আমাকে এটি আঁকতে সহায়ক হবে বলে আমি মনে করি।

  • ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 
  • ধন্যবাদ শ্রদ্ধেয়।
 3 years ago 

অপরাজিতা ফুলের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আপনার পেইন্টিং আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে পেইন্টিং করেন। আপনার হাতের কাজ আমার ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত দেয়ার জন্য।

 3 years ago 

বাহ আপু একেবারে সত্যিকারে অপরাজিতা ফুল আপনি এঁকে ফেলেছেন। দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো আঁকা মনে হচ্ছে সত্যি সত্যি গাছে ফুল ফুটেছে। খুব সুন্দর ভাবে পোস্টার রং দিয়ে আপনি ফুলগুলো তৈরি করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি রঙিন অপরাজিতা ফুল অংকন করেছেন আপু। আপনার অঙ্কিত এই রঙের অপরাজিতা ফুল টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি আপনার অংকন দেখে মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 
বাহ্!! পোষ্টার কাগজ দিয়ে অপরাজিতা ফুলের ছবি খুব চমৎকার এঁকেছেন। দক্ষ হাতের নিপুন কারুকাজ। এমন ছবি সত্যি প্রশংসার দাবি রাখে।আপনার ছবি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি অনেক ভালো লেগেছে আমার অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

♥♥

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

  • অসম্ভব সুন্দর লেগেছে অপরাজিতা ফুল। জল রং দিয়ে খুব সুন্দর করে আপনি এটি অংকন করেছেন। প্রথমে দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার কাজ। আপনার কাজ বরাবরই খুব অসাধারণ হয়ে থাকে। শুভকামনা রইল
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার ফুলের পেইন্টিং টি অনেক সুন্দর হয়েছে। আপনার পেইন্টিং গুলো অনেক সুন্দর হয়। আমার খুব ভালো লেগেছে আপনার পেইন্টিং দেখে।বিশেষ করে আপনার উপস্থাপনা অনেক ভালো হয়েছে। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি,অনেক ভালো লাগলো মন্তব্য দেখে।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে দারুন একটি ফুলের দৃশ্য প্রস্তুত করেছেন কালার টা খুব সুন্দর দেখাচ্ছে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ধাপগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য ঔ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60202.34
ETH 2423.33
USDT 1.00
SBD 2.43