DIY(এসো নিজে করি)||পোস্টার রঙে আকা একটি ফ্লোরাল পেইন্টিং।১০% লাজুক-শিয়াল এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20220402092436.jpg

আমার বাংলা ব্লগ এ অনেক চিত্রশিল্পী বা শিল্পপ্রেমী মানুষ রয়েছে। তাদের মধ্যে আমিও চেষ্টা করি নিজ থেকে কিছু উপহার দেয়ার। প্রতিনিয়ত না হলেও মাঝেমধ্যে এখন কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করি।আর আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জাগায়।আর আজকে আমি একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।এটি হলো ফ্লোরাল আর্ট বা ফুলের পেইন্টিং। তিনটি ভিন্ন রংয়ের ফুল দিয়ে আজকে আমি এই পেইন্টিংটি করলাম ।
চলুন তাহলে বন্ধুরা, আমার আজকের এই পেইন্টিং এর কাজ শুরু করা যাক।

আজকের চিত্রের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

ক্যানভাস বোর্ড

পোস্টার রঙ

পেন্সিল

তুলি

IMG_20220324_193108.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে ৩টি ফুল আর পাতাগুলো একে নিলাম।

IMG_20220324_194350.jpgIMG_20220324_194635.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি পোস্টার রং থেকে হলুদ রং নিলাম।হলুদ রঙের সাহায্যে উপরে বাম দিকের ফুলের পাপড়িতে রঙ করতে থাকলাম।

IMG_20220324_200321.jpg

একটি পাপড়ি রং করার পর বাকি পাপড়িগুলোকেও হলুদ রঙের সাহায্যে রং করে নিলাম।

IMG_20220324_200452.jpg

তৃতীয় ধাপ

তারপরে তুলিতে কমলা রং নিলাম। এর সাহায্যে ফুলের নিচের দিকে গোল করে একে উপরের দিকে এগুলোকে ছড়িয়ে দিলাম।

IMG_20220324_200718.jpgIMG_20220324_200737.jpgIMG_20220324_200804.jpg

চতুর্থ ধাপ

এরপরে সাদা রং দিয়ে পাপড়ির উপরের দিক থেকে নিচের দিকে কিছুটা রেখা টেনে রং করে নিলাম।

IMG_20220324_201117.jpg

পঞ্চম ধাপ

তারপরে আমি তুলিতে কমলা রং নিলাম। কমলা রং দিয়ে ডান পাশের ফুলটিকে ধীরে ধীরে রং করতে থাকলাম। সবগুলো পাপড়ি কমলা রং করে নিয়েছি।

IMG_20220324_201456.jpgIMG_20220324_201530.jpgIMG_20220324_201623.jpg

ষষ্ঠ ধাপ

তারপরে হলুদ রং দিয়ে এই কমলা রঙের ফুলের পাপড়ি গুলো আলাদা অংশ করে নিলাম।

IMG_20220324_201836.jpg

তারপরে আবার পাপড়ির ভাঁজগুলোতে লাল রং দিয়ে সুন্দর করে রং করে নিয়েছি।
IMG_20220324_202139.jpg

সপ্তম ধাপ

এরপরে নিচের দিকের বামদিকে যে ফুল রয়েছে সেটিকে লাল রং দিয়ে রং করতে থাকলাম।সামনের দিকের পাপড়িগুলোকে লাল রং করলাম।

IMG_20220324_202258.jpgIMG_20220324_202329.jpg

ভিতরের পাপড়িগুলোকে কমলা ও লাল রং মিশিয়ে রং করে নিলাম।

IMG_20220324_202409.jpg

IMG_20220324_202624.jpg

তারপর খয়েরী রং দিয়ে পাপড়িতে আলাদা আলাদা কিছু ভাজ দিয়ে দিলাম।

সাদা রং এর সাহায্যে পাপড়িতে আরো কিছু ডিজাইন করে নিলাম। এভাবে ফুলটির কাজ শেষ করে নিয়েছি।

IMG_20220324_202845.jpgIMG_20220324_203526.jpg

অষ্টম ধাপ

তারপরে আমি সবুজ রং নিলাম। উপরের দিকের ফুলের বোটার অংশে সবুজ রং করে নিলাম। এভাবে সবগুলো ফুলের বোঁটা তে সবুজ রং করে নিয়েছি।

IMG_20220324_203837.jpgIMG_20220324_203905.jpgIMG_20220324_203953.jpg

নবম ধাপ

তারপরে আমি ফুলের ডাল একে নিলাম সেই সবুজ আর হলুদ রঙের সাহায্যে।

IMG_20220324_204109.jpgIMG_20220324_204354.jpg

দশম ধাপ

প্রথমত সবুজ রং দিয়ে পাতার কিনারা গুলো রং করে নিলাম।।

IMG_20220324_204453.jpg

এরপরে আমি হালকা সবুজ এবং হলুদ রং মিশিয়ে একটি করে পাতা এঁকে নিতে থাকলাম।

IMG_20220324_204652.jpg

এভাবে এক এক করে এই সবগুলো পাতাকে রং করে নিয়েছি।

IMG_20220324_204832.jpgIMG_20220324_205131.jpg

আর আমার আজকের ফুলের পেইন্টিং শেষ করে নিয়েছি।আশা করি আপনাদের কাছে আমার এই পেইন্টিং খুব ভালো লাগবে।মন্তব্য করে জানাবেন কিন্তু।

IMG_20220402_083528.jpg

IMG_20220402_083614.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

পোস্টার রঙে আকা একটি ফ্লোরাল পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। আপনার হাতে জাদু আছে এটা স্বীকার করতে হবে। বরাবর আপনি অনেক সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করে থাকেন। যা দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ।

 2 years ago 

আমার এই পেইন্টিংটি যে আপনার কাছে অনেক ভাল লাগল তা শুনে সত্যিই আমি উৎসাহিত হলাম।
আপনাদের পছন্দ হলেই তা আমার অঙ্কনে সার্থকতা।

 2 years ago 

পোস্টার রং এ আঁকা একটি ফ্লোরাল পেইন্টিং খুবই সুন্দর হয়েছে ।আপনি খুব দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। যেটা দেখে মুগ্ধ হলাম আপু। আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় চেষ্টা করে নিজে সর্বোচ্চটা দেয়ার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে অনেক চমৎকার একটি পেইন্টিং করেছেন। আপনার ফুলের পেইন্টিংটি আমার খুব ভালো লাগলো। আপনি পেইন্টিং এর মধ্যে অনেক সুন্দর কয়েকটি কালার ব্যবহার করেছেন। এবং তিনটি কালারের ভিন্ন ভিন্ন ফুল অনেক বেশি ভালো লাগছে। পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ভিন্নতা নিয়ে কিছু করার জন্য ।অনেক ভালো লাগে যখন খুব সুন্দর কিছু মতামত দেখি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ফুলের চিত্র অংকন টি অত্যন্ত সুন্দর হয়েছে। এছাড়া আপনি ফুল রং করার জন্য যে প্রক্রিয়াটি ব্যবহার করেছেন সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে সব মিলিয়ে আপনার ফুলের চিত্র অংকন অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক উৎসাহিত হলাম।
এভাবেই সব সময় মন্তব্য করে পাশে থাকবেন, ভাল থাকবেন।

 2 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর একটি ফ্লোরাল পেইন্টিং আপনি করেছেন আপু খুবই ভালো লাগছে আপনার পেইন্টিংটি। ফুল গুলো খুবই চমৎকার হয়েছে কালার ।আসলে জল রং দিয়ে যেকোনো কিছু রং করলে দেখতে খুবই ভালো লাগে এর কালার টা খুব বেশি ফুটে যা অন্য কোন রং দিয়ে ফোটানো সম্ভব হয় না।

 2 years ago 

জলরঙের সুনির্দিষ্ট ব্যবহারের কারণেই যেকোনো জিনিস দেখতে বেশি ভালো লাগে। খুব ভালো লাগলো আপনার মতামত পেয়ে। আমার এই পোস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পেইন্টিং দেখতে বা অংকন করতে কার না ভালো লাগে।আপনি খুবই সুন্দরভাবে পোষ্টার রং ব্যবহার করে আমাদের মাঝে খুবই চমৎকার একটা পেইন্টিং শেয়ার করেছেন।বিভিন্ন কালার মধ্যে দিয়ে তা আবার ফুটিয়ে তুলেছেন।আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

 2 years ago 

পেইন্টিং করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আর চেষ্টা করি আপনাদের মাঝে আমার কাজ উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপু পোস্টার রং দিয়ে আঁকা আপনার ক্যানভাস ফুলের ছবিটা অসাধারণ হয়েছে । দেখে মনে হচ্ছে যে এটি কোন পোস্টারের ছবি। আপনি খুবই নিখুঁতভাবে আর্টটি করেছেন যার কারণে দেখতে এত আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

পোস্টার রং দিয়ে ক্যানভাসে যে কোন চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায় ।আর আমার কাছে এটি করতে অনেক বেশি ভালো লাগে।
তাই চেষ্টা করি নতুন কিছু উপহার দেয়ার।

 2 years ago 

অনেক সুন্দর পেইন্টিং করে আমাদের মাঝে তুলে ধরেছেন। বিশেষ করে লাল ফুলের সাথে সবুজ পাতা গুলোর কম্বিনেশনটা অসাধারণ সুন্দর ছিল।

 2 years ago 

ভাইয়া আমি শুধুমাত্র লাল ফুল নয় এখানে তিন রঙের ফুলের ব্যবহার করেছি। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লাল ফুল আর সবুজ পাতার কম্বিনেশন বেশি ভালো লেগেছে সেটা বোঝাতে চেয়েছি আপু।

 2 years ago 

আপনি কিন্তু একজন দক্ষ শিল্পী এটা মানতেই হবে আপনাকে। আপনার আর্ট এর হাত অসাধারণ। আর পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি আর্ট সম্পন্ন করছেন আপনি। সত্যিই দেখার মতো ছিল এবং খুব সুন্দর কালার কম্বিনেশন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
বিশেষত ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তাই বিভিন্নভাবে ফুলের অংকন করার চেষ্টা করি।

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুলের পেইন্টিং করেছেন দেখতে অসাধারণ লাগছে। আর আপনি এই পেইন্টিং করার পদ্ধতি আমাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার চেষ্টা যে সফল হয়েছে তা আপনাদের সুন্দর মন্তব্য দেখে বুঝতে পারলাম ।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57574.67
ETH 2368.94
USDT 1.00
SBD 2.42