DIY(এসো নিজে করি)||নৃত্য পরিবেশনকৃত একটি মেয়ের চিত্রাঙ্কন। ১০% লাজুক-শিয়ালের জন্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
আজকের চিত্রের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
---|
একটি খাতা
জলকলম
জেল কলম
পেন্সিল
প্রথম ধাপ |
---|
প্রথমত আমি পেন্সিল এর সাহায্যে খাতার মধ্যে একটি মেয়ের ছবি অঙ্কন করে নিলাম। একটি মেয়ে খুব সুন্দর করে নিত্য পরিবেশন করতেছে এরকম করে একটি চিত্র এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এর পরের মেয়ে কাল জেল কলমের সাহায্যে এটিকে আবারো একে নিলাম। প্রথমত হলে মাথার অংশ একে নিয়েছি।
মাথার অংশের মধ্যে আমি মেয়েটির চোখ সুন্দর করে একে নিলাম।
তৃতীয় ধাপ |
---|
চোখ মুখ একে নেয়ার পরে আমি ধাপে ধাপে মেয়েটির হাত, জামাকাপড় এবং পায়ের অংশ একে নিয়েছি।
চতুর্থ ধাপ |
---|
এরপরে আমি সেই কাল জেল কলম এর মাধ্যমে মেয়েটির মাথার চুল একে নিলাম এবং পেন্সিল এর সাহায্যে এটিকে একটু রং করে নিলাম।
পঞ্চম ধাপ |
---|
তারপরে আমি নীল রঙের জলকলম নিলাম। এর মাধ্যমে আমি মেয়েটির জামা রং করে নিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
তারপরে কালো জলকলম এর সাহায্যে মেয়েটির জামার নিচের অংশে একটু ডিজাইন করে নিলাম।
সপ্তম ধাপ |
---|
মেয়েটির পায়ে আকাশী রংয়ের জুতা একে নিলাম।
অষ্টম ধাপ |
---|
এরপরে নীল রং এর সাহায্যে মাকড়সার জালের মত করে জামার নিচের অংশে ডিজাইন করে নিয়েছি।
নবম ধাপ |
---|
তারপরে পেন্সিল এর সাহায্যে মেয়েটির হাত এবং হালকা করে রঙ করে নিয়েছি। আর এইভাবে আমি একটি মেয়ের নিত্য পরিবেশন এর দৃশ্য একে নিলাম। যদিও এটি কল্পনার একটি চিত্র যা মন থেকে আকলাম।
শেষ ধাপ |
---|
এইধাপে আমি আমার ইউজার নেইম লিখে কিছু ছবি তুলে নিলাম। যাতে এটি সম্পূর্ণ করার পর কেমন দেখতে হয়েছে তা আপনাদের দেখাতে পারি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | চিত্রাঙ্কন |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
নৃত্য পরিবেশনকৃত একটি মেয়ের চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। চিত্রের প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নৃত্য পরিবেশন করার সময় একটি মেয়ের দারুণ এক বাস্তব চিত্র অঙ্কন করেছেন। এটা শুধু একটি অঙ্কনই ছিলনা, দক্ষ হাতে দারুন একটি মুহূর্তকে আটকে দিয়েছেন। নীল কালার আমার বেশি পছন্দ, নীল রঙ্গে কোন মেয়েকে দেখলেই আমার খুবই ভালো লাগে। সেই নীল রংএর সাথে মেয়েটির কম্বিনেশন ,মনমুগ্ধকর একটি চিত্র আপনার হাতে দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। তবে শরীরের অন্যান্য অংশের তুলনায় আমার কাছে মেয়েটির মাথা অনেক বেশি বড় মনে হয়েছে।
আপনার উৎসাহ মূলক মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লেগেছে ।আসলে কোন কাজ করার পর উৎসাহ পেলে আরো বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনার এমন শৈল্পিক কারুকার্য সত্যিই প্রশংসার যোগ্য ছিল। চমৎকার এমন শৈল্পীক মনোভাব আমাদের আরো নতুন কিছু শিখাবে, এমনটাই প্রত্যাশা।
নিত্য পরিবেশনকৃত মেয়েটির চিত্র অনেক সুন্দর হবে আপনি অংকন করেছেন । সুন্দরভাবে অংকন করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
খুব সুন্দর মন্তব্য করেছেন ।অসংখ্য ধন্যবাদ উৎসাহ প্রদান করার জন্য।
অনেক সুন্দর ভাবে একটি ড্রয়িং করেছেন। একটি মেয়ে নৃত্য করতেছে মনে হচ্ছে জীবন্তভাবে মেয়েটি নৃত্য করতেছে। এত সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন আপনার অঙ্কনের প্রশংসা করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য দেয়ার জন্য।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে নৃত্য পরিবেশনকৃত একটি মেয়ের সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই অংকনটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। বিশেষ করে এর কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দর ছিল। এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ।আমার পোস্ট ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগতেছে।
নৃত্য পরিবেশন কৃত একটি মেয়ের চিত্র অঙ্কন খুবই সুন্দরভাবে করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার চিত্র অংকন করার দক্ষতা খুবই ভালো সেটা প্রমানিত করলেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর মন্তব্য করেছেন ।অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন তো সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
কালার কম্বিনেশন সাধারণভাবে ফুটেছে।
এরকম চিত্র আপনার কাছ থেকে আরো আশা করি।
শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।আপনার মন্তব্য দেখে খুব ভালো লেগেছে।
খুব অসাধারণ লাগতেছে এটি দেখতে। আপনার হাতে আসলেই জাদু আছে। তা না হলে এত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা কখনোই সম্ভব নয়। নৃত্য পরিবেশনকৃত একটি মেয়ের চিত্রাঙ্কন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। উপস্থাপনা খুবই ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া ।আপনাদের মন্তব্য পেয়ে উৎসাহ পাই ।অনেক ধন্যবাদ।
নৃত্য পরিবেশনকৃত অবস্থায় একটি মেয়ের চিত্র অঙ্কন দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল এবং ধন্যবাদ আপনাকে।
ওলে বাবা কি মিষ্টি নীল পরী 🥰 চমৎকার এঁকেছেন। নাচের ধাপ টা বেশ লাগছে কিন্তু দিদি । মেয়ে টার মাথার চুল টা খুব সুন্দর করে খোপা বেঁধে দিয়েছেন দিদি। একদম সাধারণ ভাবে এঁকেছেন কিন্তু দেখতে অসাধারন হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে দিদি ।খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি, খুব ভালো লেগেছে।