অয়েল প্যাস্টেল রঙ
ড্রয়িং খাতা
পেন্সিল

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে ২টি ফুল, শাখা আর নিচের দিকে পাতাগুলো একে নিলাম।

এরপরে আমি অয়েল প্যাস্টেল রঙ থেকে লাল রঙ নিলাম। লাল রঙ দিয়ে প্রথমে একটি ফুলের পাপড়ির উপরের দিক থেকে রঙ করা শুরু করলাম।
প্রথমত পাপড়ির কিনারা গুলো রঙ করলাম মাঝামাঝি পর্যন্ত।তারপর সেই পাপড়িগুলোর নিচের দিকে মাঝামাঝি পর্যন্ত লাল রঙ করে নিলাম।

তারপরে আমি বাম পাশের ফুলটিকেও ধীরে ধীরে লাল রঙ করে নিলাম।প্রথম ফুলটিকে যেভাবে রঙ করেছি ঠিক একইভাবে আমি এই ফুলটিকেও রঙ করে নিলাম।
এরপরে ফুলের নিচের দিকের অংশ রঙ করার জন্য আমি হলুদ রঙ নিলাম। হলুদ রঙ দিয়ে নিচের দিকের অংশ থেকে উপরের দিকের খালি অংশ রঙ করে নিলাম। হলুদ আর লাল রঙ ভালোভাবে মিশিয়ে রঙ করে নিলাম।
একইভাবে আমি ২য় ফুলটিকেও রঙ করে নিয়েছি।নিচের দিক থেকে হলুদ আর উপরের দিকে লাল রঙ দিয়েই এই ফুল রঙ করে নিলাম।

তারপরে আমি ঘাসের রঙ নিলাম। এটি দিয়ে ফুলগুলোর শাখা রঙ করে নিলাম।
এরপরে নিচের দিকের পাতাগুলোকে রঙ করব। এক্ষেত্রে আমি ২ টি রং ব্যবহার করলাম।এজন্য প্রথমে সবুজ রঙ নিলাম,পাতার এক পাশে লম্বালম্বিভাবে সবুজ রঙ করে নিয়েছি।
সবগুলো পাতাতেই প্রথমে একপাশ সবুজ রঙ করলাম।

তারপরে আমি হালকা সবুজ রঙ নিয়ে পাতার অপর পাশের অংশে রঙ করে নিলাম।সবগুলো পাতাকে একইভাবে রঙ করে নিলাম।
তারপরে নিচের দিকে ঘাসের অংশে সেই ঘাসের রঙ দিয়ে রঙ করে নিয়েছি।

রঙ করা শেষ,কিন্তু আরও একটা কাজ বাকি।তাই আমি পেন্সিলের সাহায্যে ফুল আর পাতাগুলোর কিনারা আবারও উজ্জ্বল করে একে নিলাম।

এইতো দেখেন,খুব সুন্দর একটি ফুলগাছের ছবি অংকন করে নিলাম।আজকে অয়েল প্যাস্টেল রঙ ব্যবহার করেই পুরো কাজটা করলাম।আশা করি সবার ভালো লাগবে।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

অয়েল প্যাস্টেল রঙ দিয়ে একটি ঘাসফুলের চিত্রাঙ্কন বেশ সুন্দর হয়েছে।খুব সুন্দর করে ঘাস ফুল এঁকেছেন।রং করাতে খুব সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু রং দিয়ে যদি সুন্দরভাবে করা যায় তাহলে দেখতে খুবই সুন্দর দেখায় ।আর এই ফুলগুলো আমি নিজ থেকে অংকন করলাম।
আপু আপনার ছবিটা যেমন চমৎকার হয়েছে। তেমনি আপনার পোষ্টের উপস্থাপনাটাও অনেক ভালো হয়েছে। ঘাসফুলটি দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। যদিও বাস্তবে ঘাসফুল এত সুন্দর হয় না। চমৎকার এঁকেছেন ছবিটি। ধন্যবাদ আপনাকে।
খুবই খুশি হয়েছি ভাইয়া আপনার এমন মন্তব্য পড়ে। আসলে চেষ্টা করলাম নতুনভাবে নতুন রূপে ফুলটি অংকন করার।
অয়েল প্যাস্টেল রঙ দিয়ে একটি ঘাসফুলের চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে ঘাস ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কন চিত্রটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।
জল রং দিয়ে তো অনেক করলাম তাই এখন চেষ্টা করতেছি অয়েল প্যাস্টেল রং দিয়ে করার। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ভাগ করে নেয়ার জন্য।
প্যাস্টেল রং দিয়ে আঁকা ঘাসফুলের চিত্রাংকন বেশ ভালো লাগলো। দেখতে অনেক কালারফুল ই হয়েছে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
নিজের মত চেষ্টা করেছি এই ফুলটিকে যথেষ্ট সৌন্দর্য প্রদান করার ।অসংখ্য ধন্যবাদ।মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
অয়েল প্যাস্টেল রং দিয়ে একটি কালারফুল ঘাসফুলের চিত্রাংকন খুব সুন্দর হয়েছে।জল রং দিয়ে আপনি সুন্দর একটি ঝর্ণার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ঝর্ণাটি দেখতে বেশ সুন্দর লাগছে।পেন্টিং করতে গেলে অনেক সর্তকতা অবলম্বন করতে হয়। তাই আপনার পেইন্টিংটিও অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি পেইন্টিং শেয়ার করে মন ভালো করার জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আপু আপনি নিশ্চয়ই ভুল করে অন্য কারো পোস্টে কমেন্ট করতে গিয়ে আমার পোস্টে কমেন্ট করেছেন।আসলে আপনি ভালো করে দেখবেন এটি কোন ঝরনার পেইন্টিং না ।এটি একটি ফুলের পেইন্টিং। তবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
প্যাস্টেল রং দিয়ে অনেক সুন্দর করে ঘাসফুলের চিত্রাংকন করেছেন আপু, সত্যি অসাধারণ হয়েছে আপনার চিত্রটি, এবং খুবই চমৎকার করে উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার চিত্রটি উপভোগ করার জন্য ।ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
আপনি কি দারুণ ভাবে একটি রং দিয়ে ঘাস ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার এই চিত্রটি অনেক আকর্ষিত হয়েছে। আমি তো আপনারই চিত্র দেখি পুরোই মুগ্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সবার উৎসাহমূলক মন্তব্য দেখে অনেক ভাল লাগে। আর নতুন করে কিছু করতে ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন সুস্থ থাকবেন।
অয়েল প্যাস্টেল রং দিয়ে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার ঘাসফুলের চিত্রটি অনেক সুন্দর ছিল। চিত্রটা সম্পন্ন করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন সবসময়।
খুবই ভালো লাগলো আপনার এমন মন্তব্য পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মতামত দিয়ে পাশে থাকার জন্য।
আপু আপনার ঘাস ফুলের চিত্র অংকনটি আমার কাছে অনেক ভালো লেগেছে ।আসলে আপনি অনেক সুন্দর ভাবে ঘাস ফুলের চিত্র আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ঘাস ফুলের চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আমার এই চিত্রটি আপনার কাছে ভাল লেগেছে শুনে আমার খুব ভালো লাগতেছে। আসলে নিজের কাজ যদি অন্যের কাছে ভালো লাগে তাহলে সেখানেই কাজের সার্থকতা।