জেনারেল রাইটিং||মানবতার সংকটই মানুষের বিপর্যয় বয়ে আনবে।

in আমার বাংলা ব্লগ4 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আজকের বিষয় হলো মানবতা আর অমানবিকতা নিয়ে লেখা একটি জেনারেল রাইটিং।আশা করি ভালো লাগবে।

humanity-2045992_1280.jpg

source

চারিদিকে তাকালে দেখতে পাবো মানুষের অভাব নেই। কিন্তু প্রকৃত মানুষ বা মানবিক মানুষের অনেক অভাব রয়েছে সমগ্র বিশ্বে।পৃথিবীতে এত মানুষ আছে,তবে তার মাঝে কত জনই বা মানবিক মানুষ আর কত জনই বা মানবতার দিকে ধাবিত আছে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। কারণ মানুষ যতদিন অমানবিক থাকবে ততদিনে অমানবিক কর্মকান্ড চলতে থাকবে।

আর মানুষ যদি মানবিক হয়ে যায় এবং মানবতার ছায়ায় থাকে তখন চারিদিকে মানবিক কর্মকান্ড চলবে।একটা মানুষ আসলে তখনই প্রকৃত মানুষ দাবী করতে পারবে যদি সে মানবিক মানুষ হয়। অন্যথায় কোনভাবে সে মানুষ দাবি করতে পারবে না। যদিও মানুষ দাবী করে সেটা মানুষ নামে অযথা হবে।

বর্তমানে মানবিকতার অভাবে মানুষ অনেক কষ্টে আছে, যেটা হয়তো কাউকে বলতেও পারছে না সইতেও পারছেনা। সর্বত্র জায়গায় অমানবিক কর্মকান্ডের রাজত্ব চলছে। যার কারণে সেখানে মানবিকতা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। রাষ্ট্র বা বিশ্বের প্রধান জায়গা গুলোতে অমানবিকতার ছোঁয়া ও অমানবিক লোকে ভরপুর হয়ে আছে। আর অমানবিক লোক দ্বারা যদি সবকিছু চলতে থাকে সেখানে মানবিকতা একদমই নিঃস্ব হয়ে পড়ে।

বলতে গেলে অমানবিকতার চাপা তলে পড়ে যায় মানবিকতা। অমানবিকতার কারণে আজকে অনেক সংকট দেখা দিচ্ছে।মানুষের মাঝে হানাহানি মারামারি কাটাকাটি চলছে।আবার বাজার ধরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় একটা সময় আমরা যেসব পণ্য অনেক কম দামে কিনতাম, সেগুলো এখন দুই গুন তিন গুন দাম বেড়েছে। আর সেটাও এক ধরনের অমানবিকতারই ফসল।

আর এই বিষয় গুলো কাকে বলবে কে? যাদের কে বলবে বা যারা বলবে তারা সবাই তো হচ্ছে অমানবিকতার ধারক বাহক। তাদেরকে যদি বলা হয় উল্টো নিজেই বিপদে ফাঁসতে হবে। এজন্যই বলতে হচ্ছে যে অমানবিকতার চাপাতলে মানবিকতা পড়ে রয়।আর এভাবেই চলছে সমাজ ও বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা।আর একইভাবে এরা প্রভাব বিস্তার করছে।

তবে এভাবে অমানবিকতার রাজত্ব চলতে থাকলে একটা সময় মানুষই বিপর্যয়ের সম্মুখীন হবে। যদিও ইতিমধ্যে আমরা অনেক বিপর্যয় দেখতে পাচ্ছি। কিন্তু তাও তো অনেকে টের পাচ্ছি না। এজন্যই মূলত মানবতার ছায়াতলে এসে সবাইকে অমানবিকতার রাজত্ব ভেঙে দিতে হবে। সবাই ঘরে ঘরে মানবিক হয়ে উঠতে হবে আর সবার আগে নিজেকে মানবিক মানুষে পরিণত করতে হবে।মানবতাই পারে বিবেক জাগ্রত করে ভালো কিছু বয়ে আনতে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
লোকেশনফেনী

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 days ago 

ওয়ালাইকুম আসসালাম! আপনার লেখাটি পড়ে সত্যিই মুগ্ধ হলাম আপু। মানবতা এবং অমানবিকতার বিষয়ে আপনার ভাবনা অত্যন্ত গভীর এবং সঠিক। বর্তমান সমাজে মানবিকতার অভাব প্রকটভাবে চোখে পড়ছে, এবং আপনার এই লেখাটি সেই দিকটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আপনার লেখা আমাদের সবাইকে মানবিক হতে এবং সমাজে মানবতার বীজ বপন করতে অনুপ্রাণিত করবে বলে আশা করি। ধন্যবাদ এমন সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ আপনাকে আরও সুন্দরভাবে লিখার তৌফিক দান করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

[@redwanhossain]

 2 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। আমাদের সকলেরই উচিত নতুন প্রজন্মকে মানবতার ধারক হিসেবে তৈরি করা। কারণ মানবতা না থাকলে রাষ্ট্র সমাজ দুটোই বিশৃঙ্খল হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44