DIY(এসো নিজে করি)পোস্টার রঙ দিয়ে অঙ্কিত একটি ফুলের উপরে লেডিবাগ পোকার ছবি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি৷

IMG_20220219_103848.jpg

আজকে আমি আপনাদের সাথে একটি পেইন্টিং শেয়ার করার জন্য এলাম। এই পেইন্টিংটি হলো একটি ফুলের উপরে একটি লেডিবাগ পোকার ছবি।

এই পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

ক্যানভাস বোর্ড

পোস্টার রঙ

মাস্কিং টেপ

তুলি

IMG_20220218_151614.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি ক্যানভাস বোর্ডের চারকোনায় মাস্কিং টেপ দিয়ে কভার করে নিলাম নির্দিষ্ট অংশ।এরপরে পেন্সিল এর সাহায্যে একটি ফুলের অর্ধেক অংশ এবং ফুলের পাতার উপরের লেডিবাগের ছবি অঙ্কন করে নিলাম।

IMG_20220218_151912.jpgIMG_20220218_152303.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি নিলাম সবুজ আর হালকা সবুজ রং। তুলিতে প্রথম সবুজ রঙ নিয়ে আমি ফুলের বিপরীতে যেখানে খালি অংশ রয়েছে সেই অংশে আমি সবুজ রঙ করলাম। তারপরে হালকা সবুজ রং করে দিলাম।

IMG_20220218_152648.jpgIMG_20220218_152711.jpg
IMG_20220218_152748.jpgIMG_20220218_153024.jpg

তৃতীয় ধাপ

তারপরে আমি লাল রঙ দিয়ে লেডিবাগ এর শরীর রঙ করে নিলাম। কিছুটা কমলা রঙ এর মধ্যে ব্যবহার করলাম।

IMG_20220218_154040.jpgIMG_20220218_154122.jpg

IMG_20220218_154519.jpg

চতুর্থ ধাপ

রং করে নেয়ার পরে আমি অন্য একটি তুলিতে হলুদ রং নিলাম।হলুদ রং দিয়ে ফুলের মধ্যকার রেণুর অংশে রং করে নিলাম।

IMG_20220218_154705.jpgIMG_20220218_154842.jpg

পঞ্চম ধাপ

এরপরে নিলাম খয়েরী রঙ। এর সাহায্যে রেণুর উপরে রঙ করে নিলাম।এখন এটি একটি ফুলের মধ্যকার অংশ হয়ে গেল।

IMG_20220218_155016.jpgIMG_20220218_155126.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে আমি কালো রং নিয়ে লেডিবাগ এর মাথার দিকের অংশে একে নিলাম।

IMG_20220218_155721.jpg

IMG_20220218_155814.jpg

সপ্তম ধাপ

তারপরে আমি নিলাম সাদা রং।সাদা রং দিয়ে ফুলের পাপড়ি গুলোতে সাদা রং করে দিলাম।

IMG_20220218_155914.jpg

অষ্টম ধাপ

এর মধ্যে আবার কমলা রঙ নিলাম।কিছুটা রঙ পাপড়ির মধ্যে রেখার মত টেনে নিলাম। এরপরে কিছুটা কমলা রঙ হালকা করে পাপড়ি গুলোতে একে নিলাম।

IMG_20220218_160337.jpgIMG_20220218_160417.jpg

নবম ধাপ

তারপর কালো রঙ দিয়ে লেডিবাগের পা একে নিলাম এবং উপরের কিছু ডিজাইন থাকে তা করে নিলাম।এরমধ্যে আবার হালকা সাদা রঙ দিয়ে অংকন করলাম।

IMG_20220218_160837.jpgIMG_20220218_160933.jpg
IMG_20220218_161016.jpgIMG_20220218_161532.jpg

এইতো আমার অংকন করা শেষ হয়ে গেল। একটি ফুলের উপরে লেডিবাগ পোকার ছবি।

IMG_20220218_162007.jpg

আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই পেইন্টিং।কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20220219_103718.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

এই ধরনের রং তুলির ছোঁয়া সব সময় আমার অনেক পছন্দের দিদি। খুব মিষ্টি করে এঁকেছেন। লেডি বাগ পোকাটা আমার বেশ লেগেছে। আসলে সাধারনত ফুলের উপরে তো মৌমাছি বা প্রজাপতি বেশি দেখি, আজকে হঠাৎ অন্য রকম পোকা টা দেখে বেশ ভালো লাগলো। ভিন্নতা ছিল এবং নতুনত্ব ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

সুন্দর পোকার সুন্দর ছবি। অংকন ধারনা ভাল ছিল। সুন্দর।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার এই ছবিটার ভেতর লেডি বাগ পোকাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এটাতে যে রং আপনি ব্যবহার করেছেন তার জন্য এই পোকাটা ছবিটার ভিতরে মুখ্য চরিত্র হয়ে উঠেছে। চমৎকার একটি ছবি এঁকেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

পোস্টার রং দিয়ে ফুলের উপর বসে থাকা লেডি বাগ পোকার দৃশ্যপট অংকন যথেষ্ট ভালো হয়েছে। এত দক্ষতার সাথে আপনি চিত্রটি অঙ্কন করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক কথায় অসাধারণ আপনার চিত্র অংকন এর দক্ষতা অনেক ভালো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক ইউনিক একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে লেডি বাগের আমরা সাধারণত ম্যাক্রো ফটোগ্রাফি করে তুলে ধরি, আর আপনি সেই লেডি বগকে আপনার পেইন্টিং দক্ষতা দিয়ে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সব সময় ভালো কিছু শেয়ার করবেন আমাদের উদ্দেশ্যে এই আশা রাখি। ভাল থাকুন সুস্থ থাকুন সব সময় এই কামনাই থাকবে আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি বেশ অসাধারণ এঁকেছেন। যেমন সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং আপনার উপস্থাপনা ছিল বেশ চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফুলের উপর কোনো পোকা থাকলে ফুলের আসল সৌন্দর্য টা বেশি উপভোগ করা যায়। এটাকে লেডিবাগের পাশাপাপাশি গুবরে পোকাও বলা হয়। দারুণ একেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। খুবই সুন্দর উপস্থাপনা ছিল।।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

লেডিবাগ পোকাটি অনেক সুন্দর হয়েছে আপু । মনে হচ্ছে আস্ত পোকা নিয়ে পেইন্টিংটিতে বসিয়ে দিয়েছেন। আপনার তৈরি করা পেইন্টিং গুলো অসাধারণ হয়ে থাকে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর প্রিন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে পোস্টার রঙ দিয়ে অঙ্কিত একটি ফুলের উপরে লেডিবাগ পোকার ছবি অংকন করেছেন অসাধারণ হয়েছে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসম্ভব সুন্দর এঁকেছেন আপনি। প্রত্যেকটি ধাপ দেখতে অনেক সুন্দর লাগছিল এবং সেইসাথে আপনি খুব সুন্দর করে উপস্থাপনাও দিয়েছেন। বিশেষ করে কালার কম্বিনেশন আমার কাছে জোস লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44