ড্রয়িং খাতা
জল রঙ
তুলি
পেন্সিল

প্রথমত আমি ড্রয়িং খাতায় ডালপালা সহ ৩টি ফুল এবং কলি একে নিলাম।

এরপরে আমি নিলাম লাল জলরং। তুলিতে এই রঙ নিয়ে ফুলের একটি পাপড়ি রং করা শুরু করলাম।

একটি ফুলের পাপড়িতে আমি দুইটা রং ব্যবহার করেছি। এর জন্য হলুদ রংও ব্যবহার করলাম। একটি পাপড়ি রঙ করার পর পরের পাপড়িটি রঙ করলাম। এই ভাবে আমি পুরোপুরি ফুলটি রঙ করে নিলাম।
একটি ফুল লাল এবং হলুদ রং দিয়ে করার পর পাশের ফুলটিকে আবারো রং করা শুরু করলাম। এক্ষেত্রেও আমি লাল রং এবং হলুদ রং ব্যবহার করেছি। একটি একটি করে সবগুলো পাপড়ির রং করেই আমি এই ফুলটির রং করে নিলাম।

একইভাবে আরেকটি ফুল রয়েছে সেটিকেও রঙ করে নিয়েছি। তিনটি ফুল রং করার পর ফুলের কলি গুলোকে রং করলাম। লাল এবং হলুদ রঙের সাহায্যে কলি গুলো রং করে নিলাম।
এরপরে আমি সবুজ রং নিলাম। এর সাহায্যে ফুলগুলোর ডাল চিকন করে একে নিয়েছি।

তারপরে আমি পাতাগুলোকে রঙ করবো। এইজন্য আমি সবুজের পাশাপাশি হলুদ রং তুলিতে ব্যবহার করলাম এবং ধীরে ধীরে একটি পাতা অঙ্কন করে নিলাম।

এক এক করে আমি হলুদ, সবুজ রং ব্যবহার করে সবগুলো পাতায় রং করে নিলাম। ফুলগুলোর পিছনেও কিছু পাতা দিয়ে রং করলাম।
এই ধাপে আমি খয়রি রঙের সাহায্যে ফুলের মাঝের রেনুর অংশের করলাম। তিনটি ফুলের রেণু রঙ করে দিলাম।
এইতো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল আমার অংকন। তিনটি ফুল এবং কিছু কলির রং করা শেষ করে ফেললাম। জানিনা আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকদিন পর জল রং ব্যবহার করেই এই ফুলের চিত্রাংকন করলাম।




সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

জল রং দিয়ে ফুলের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে ফুলের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে পেইন্টিং করেছেন। দারুন এই পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আসলে একটু সময় লেগেছিল, আর সেই সময় এর মাধ্যমে এই পেইন্টিংটি ফুটিয়ে তুলেছি ধন্যবাদ আপনাকে।
আপনার পেইন্টিং গুলো বরাবরই খুব সুন্দর হয়ে থাকে আসলে প্রশংসা করার মত কিছু পেইন্টিং আপনি আমাদের উপহার দিয়ে যান প্রতিনিয়ত। আবার খুব সুন্দর ভাবে আপনার কৃত আর্ট এর ধাপগুলো সাজিয়ে-গুছিয়ে লিখেন এটি অনেক ভালো একটি দিক। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।খুবই ভালো লাগলো।
বাহ আপু অসাধারণ আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে ফুলগুলোর পেইন্টিং করেছেন। ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। পাতা এবং ফুলের কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।
আপু,সত্যি বলতে অনেকদিন পর এই পেইন্টিং করতে বসলাম।কাজটা করতে খুবই ভালো লেগেছিল।
জল রং ব্যবহার করে খুব সুন্দর ভাবে ফুলের পেইন্টিং প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটেছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল 🌹
জি ভাইয়া, কালার কম্বিনেশন ঠিক থাকলে যেকোনো কিছুই দেখতে বেশ সুন্দর লাগে।
জল রং ব্যবহার করে আপনি দারুন একটি ফুলের পেইন্টিং করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার অংকনটি। আপনি অনেক নিখুত ভাবে কাজটি করেছেন এবং সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো
আমার পেইন্টিং উপভোগ করার জন্য এবং দারুণ মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
জল রং দিয়ে আপনি খুব চমৎকার ভাবে একটি ফুলের পেইন্টিং করেছেন।এভাবে ফুল পেইন্টিং করে ওয়ালমেট বানালে ঘরের দেয়ালের সৌন্দর্য বাড়ে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ফুলটিকে দেখিয়েছেন। রং এর ব্যবহার অনেক সুন্দর চয়েজ করেছেন তাই দূর থেকে আকর্ষণীয় লাগছে।গাঢ় লাল রঙের ফুল এবং গাঢ় সবুজ রঙের পাতা হওয়াতেই একটু বেশি সুন্দর দেখাচ্ছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদমই ঠিক বলেছেন আপু,তবে ওয়ালমেট তৈরি করার জন্য আরও বড় আকারের ফুল তৈরি করার চেষ্টা করব।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
চমৎকার জলরং এর ব্যবহার। আপনার ছবিটি আসলেই খুব সুন্দর হয়েছে। প্রতিনিয়ত আপনার ছবি আঁকার মান আরো ভালো হচ্ছে। আরো সুন্দর সুন্দর ছবি দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে।
অবশ্যই ভাইয়া,চেষ্টা করব আরও ভালো কিছু উপহার দেয়ার।আসলে অসুস্থতার কারণে এখন কাজ করতে বেশ অসুবিধা হয়,তাই পেইন্টিং তেমন করা হচ্ছেনা।
অনেক সুন্দর করে জল রং দিয়ে ফুলের পেইন্টিং করেছেন। লাল আর সবুজের কম্বিনেশনটা বেশ ভালো ছিল যার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।
কালার কম্বিনেশন যেকোনো পেইন্টিং এর মূল সূত্র।যা যথাযথ ভাবে করতে পারলে সবই সুন্দর হয়।
জল রং ব্যবহার করে ফুলের পেইন্টিং এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে কারণ কালার কম্বিনেশন গুলো দারুন ভাবে ফুটে ওঠে।আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল
আপনার এত সুন্দর এবং গোছানো মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া।ভালো থাকবেন সবসময়।
আপনি তো দেখছি দারুন একটা ফুলের পেইন্টিং করেছেন। ফুলের কালার টা আমার কাছে বেশি ভালো লেগেছে। বিশেষ করে সবুজ পাতা দেওয়াতে আরেকটু বেশি আকর্ষণীয় হয়েছে। সবগুলো পেইন্টিং আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার পেইন্টিংগুলো আপনার কাছে ভালো লাগে শুনেই আমার খুব আনন্দ হচ্ছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার কাজ দেখার জন্য।