প্রিয় দাদাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা||সাফল্য অর্জন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আজকে আপনাদের সাথে একদম ভিন্ন রকম একটা কবিতা শেয়ার করব। এই কবিতাটি একজনকে উদ্দেশ্যে করে লেখা।আপনারা সকলেই গতকাল অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেখেছিলেন আমাদের প্রিয় @rme দাদা স্টিমিট ব্লকচেইনের সর্বোচ্চ রেপুটেশন অর্জন করেছেন। তার এই অর্জন আমাদের সকলেরই অর্জন। কারণ আমরা সকলেই একই পরিবারের মানুষ। দাদার এই অগ্রগতিতে আমরা সকলেই অনেক বেশি খুশি। আর এই জন্যই দাদাকে অভিনন্দন জানিয়ে আজকের কবিতাটি লিখলাম। তার সাফল্যে আমরা সবাই আনন্দিত। তিনি সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন এটাই সব সময় প্রার্থনা করি।
♥️সাফল্য অর্জন♥️
সাফল্য একদিনে অর্জিত নয়,
ক্রমশ এর বিস্তার হয়,
যদি তুমি কর পরিশ্রম,
সাফল্য তোমার হবেই অর্জন।
এক পা দু পা করে আজ,
সর্বোচ্চ শিখরে তুমি,
তোমার খুশিতে আমরা খুশি,
আলোকিত হবে আগামী।
সঠিক সাধনা করেছো বলেই,
আজ এতদূরে অবস্থান,
তোমার যোগ্যতায় তুমি এগোলে,
হও তুমি মহীয়ান।
উদয়ন করেছো বলেই আজ,
অস্তিত্ব রয়েছে আমাদের,
তোমার তরে কৃতজ্ঞতা জানাই,
সাফল্য চাই সকলের।
উঠবে সূর্য হবে সকাল,
রাতের আঁধার কাটিয়ে,
আমার বাংলা ব্লগ এগোবে,
সকল সীমা ছাড়িয়ে।
তুমি এগোলে মোরা এগোবো,
এটাই তো মোদের চাওয়া।
তোমার খুশিতে আমরা খুশি,
তোমার পাওয়াতেই মোদের পাওয়া।
আমার অনুভূতি |
---|
স্টিমিট ব্লকচেইনে কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের সকলের প্রিয় @rme দাদার সাথে পরিচিতি হয়। তবে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা যিনি আজ সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন তার এই অর্জনে আমরা সবাই খুশি। আর সেজন্য অনুভূতি নিয়ে একটা কবিতা লেখার চেষ্টা করলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
ঠিক বলেছেন আপু দাদার এই অর্জন আমাদের সকলেরই অর্জন আর দাদার এই অগ্রগতিতে আমরা সকলেই অনেক বেশি খুশি। দাদাকে অভিনন্দন জানিয়ে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা ছন্দ খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ আপু দাদার সাফল্য অর্জন নিয়ে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনার জন্য শুভকামনা রইল।🙏
একদম ঠিক বলেছেন আপু দাদার এই অর্জন আমাদের সকলের অর্জন । কারণ আমরা সকলে এক পরিবারের মানুষ। প্রিয় দাদাকে নিয়ে দারুণ একটি কবিতা আপনি লিখেছেন। কবিতার প্রতিটি লাইন পড়ে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল আপু।।❣
আমাদের প্রিয় দাদাকে নিয়ে লেখা সাফল্য "অর্জন" কবিতাকে আপনি খুবই চমৎকার ভাবে লিখেছেন। আপনার লেখা এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার নিচের এই চারটি লাইন সত্যিই অসাধারণ হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল ।।❣
আমাদের সবার প্রিয় দাদাকে নিয়ে আপনার খুব চমৎকার কবিতা লিখেছেন। দাদার কারণে আমরা এই প্লাটফর্মে কাজ করতেছি এবং একজন আরেকজনকে চিনতেছি। তবে আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লেখার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল আপু।।❣💤
দাদাকে কেন্দ্র করে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে উপস্থাপন করেছেন। আপনার লেখা এই কবিতাটি আবৃতি করতে ভালো লাগলো। আপনার কবিতাটি আবৃত্তি করতে পরিবারের বেশ ভালো লেগেছে। দাদার সাফল্য আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল আপু।।💤❣