ক্যানভাসে সমুদ্রের প্রতিচ্ছবি পেইন্টিং। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করার জন্য চলে এলাম। আজকের এই কাজ হলো আর্ট। তবে এটি আজকে খাতায় না করে আমি ক্যানভাস এর মধ্যে করেছি।
আজকের আর্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ-
- পোস্টার রঙ
- রঙের প্লেট
- ক্যানভাস
- সামান্য পানি
- তুলি
১ম ধাপ
এরপরে আমি নীল রঙ, আকাশী রঙ, সাদা রঙ আর হলুদ রঙ নিলাম। প্রথমেই আমি সাগর এর অংশ রঙ করব।
২য় ধাপ
এজন্য আমি প্রথমেই নীল, আকাশী,হলুদ এবং সাদা রঙ নিয়ে নিলাম। এর সাহায্যে আমি ২ টি রঙ বানিয়ে নিলাম।
এরপরে আমি তুলির সাহায্যে ক্যানভাসের উপরের ডান দিক থেকে বাম পাশের দিকে তুলে নিয়ে এটি ব্রাশ করতে থাকলাম।
আমি খুব সুন্দর করে ধীরে ধীরে সাগরের রং করলাম। এক্ষেত্রে আমি সাদা রং ব্যবহার করলাম পরে। সাদা রং দিয়ে আমি পানির ঢেউ বুঝিয়ে দিলাম। এক্ষেত্রে আমি সুন্দর ব্রাশ করে নিয়েছি।


ধীরে ধীরে আমি সাগরের এর রং করা শেষ করলাম। আমি কয়েক ধাপে রংগুলো করেছি যাতে সাগরের সৌন্দর্য বাড়ানো যায়।
৩য় ধাপ
তারপরে কাজ হল আমি কিছু নারিকেল পাতা দিয়ে দিব। এ জন্য আমি হাতের বাম ডান পাশের দিকে পাতাগুলো দিতে থাকলাম। এক্ষেত্রে আমি সুন্দর করে ধীরে ধীরে আমি এই পাতাগুলো একে নিলাম।


প্রথমত আমি পাতার কান্ড একে নিয়েছি। তারপরে আমি পাতাগুলোকে একে নিয়েছে। এক্ষেত্রে আমি বাদামী এবং সবুজ রং ব্যবহার করেছি।
৪র্থ ধাপ
এবারে আমি বামপাশের অংশে কিছু পাথর এবং পাড় দেব। এজন্য আমি কালো, বাদামী, সিলভার কালার নিয়ে নিলাম।
এগুলো নেওয়ার পরে আমি ধীরে ধীরে নিচের এবং উপরের দিকে কিছু পাথর এঁকে নিতে থাকলাম। আমি প্রথমত কালো রং দিয়ে শুরু করেছি। তারপরে সাদা দিয়েছি তারপরে আবার বাদামী রঙ দিয়েছি। এইভাবে আমি পাড়ের পাথরগুলো একে নিলাম।
৫ম ধাপ
এইভাবে আমি পাথরের কাজ গুলো শেষ করে নিলাম। এরপর নিচের অংশের দিকে আমি কিছু পাথর দিয়ে দিলাম।একইভাবে উপর থেকে নিচের দিকে পাথরের কাজ শেষ করলাম।




এইভাবে আমি আমার কাজ শেষ করলাম৷ আজকে প্রথমবারের মত ক্যানভাসে আর্ট করলাম।
আমার করা আর্ট এর সাথে আমার সেলফি
আশাকরি আপনাদের সবার কাছেই আমার আজকের এই আর্ট খুব ভালো লাগবে। সবার মতামতের অপেক্ষায় রইলাম।
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)












আপু আপনার ক্যানভাসের সমুদ্রের প্রতিচ্ছবি অসাধারণ হয়েছে দেখতে।গাছগুলো এত সুন্দর হয়েছে মনে হচ্ছে সত্যিকারে গাছগুলো দাঁড়িয়ে আছে। পাথরগুলোও খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা খুব নিখুত হয়েছে আপনি খুব সুন্দর ভাবে কালারটা করেছেন খুব ভালো লাগছে দেখতে ।শুভকামনা রইল।
খুব সুন্দর মতামত দিয়েছেন আপু। ধন্যবাদ আপনাকে।
পেন্টিং সম্পর্কে আপনার আসলেই অনেক বড় একটি দক্ষতা রয়েছে। এত সুন্দর পেইন্টিং আমি দেখে তো পুরো অবাক। একদম প্রফেশনাল লেভেলের হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। পাথর গুলো দেখতে অনেক ভালো লাগছে ,আপনার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
খুবই সুন্দর হয়েছে আপনার সমুদ্রের প্রতিচ্ছবির চিত্রটি। সামুদ্রিক সৌন্দর্য খুবই সুন্দর ভাবে আপনি আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি চিত্র আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর চিন্তা অংকন দেখতে পারবো এই প্রত্যাশাই রইল। অনেক অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার আর্ট আমি অনেক মনোযোগ দিয়ে দেখলাম। আসলে সব শেষে বুঝলাম আপনি আসলেই অনেক ভালো আর্ট করতে জানেন এবং পারেন। একদম প্রফেশনাল আর্টিস্ট এর মতো লাগছিলো। শুভ কামনা রইলো আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া
আপনি খুবই সুন্দর ভাবে পেইন্টিংটি করেছেন। সমুদ্রের সুন্দর পেইন্টিং দেখে আমি মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ রইল ভাইয়া
সত্যি বলতে কি আপু আপনি এত সুন্দর করে এমন একটি ক্যানভাস দিয়ে পেইন্টিং করেছেন যা সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আমি অনেক আগে এমন একটি সমুদ্রের ঢেউয়ের পেইন্টিং করেছিলাম ক্যানভাসে। আপনার এই পেইন্টিং দেখে আমার সেটা মনে পড়েছে আমিও চেষ্টা করব ভবিষ্যতে ক্যানভাসের মধ্যে পেইন্টিং করার আর আপনাদের মধ্যে শেয়ার করার জন্য।
খুব সুন্দর হয় আপনার পেইন্টিং৷ অনেক ধন্যবাদ আপু।
জল রং দিয়ে আপনি খুবই সুন্দর আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ।জল রং দিয়ে আর্ট করতে আমারও খুব ভালো লাগে ।আমি যখনই সময় পাই তখনই আর্ট নিয়ে বসে যাই। আপনি সমুদ্রের প্রতিচ্ছবি খুবই সুন্দর করে এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।