ক্যানভাসে সমুদ্রের প্রতিচ্ছবি পেইন্টিং। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করার জন্য চলে এলাম। আজকের এই কাজ হলো আর্ট। তবে এটি আজকে খাতায় না করে আমি ক্যানভাস এর মধ্যে করেছি।

20211124200457.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

আজকের আর্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ-

  • পোস্টার রঙ
  • রঙের প্লেট
  • ক্যানভাস
  • সামান্য পানি
  • তুলি

IMG_20211124_192126.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

১ম ধাপ

এইবার আমি কাজ শুরু করব। তাই আমি প্রথমে ক্যানভাস নিলাম। একটি তুলির সাহায্যে প্রথমে হালকা পানি দিয়ে ক্যানভাস ভিজিয়ে নিলাম।

এরপরে আমি নীল রঙ, আকাশী রঙ, সাদা রঙ আর হলুদ রঙ নিলাম। প্রথমেই আমি সাগর এর অংশ রঙ করব।

IMG_20211124_192216.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

২য় ধাপ

এজন্য আমি প্রথমেই নীল, আকাশী,হলুদ এবং সাদা রঙ নিয়ে নিলাম। এর সাহায্যে আমি ২ টি রঙ বানিয়ে নিলাম।

এরপরে আমি তুলির সাহায্যে ক্যানভাসের উপরের ডান দিক থেকে বাম পাশের দিকে তুলে নিয়ে এটি ব্রাশ করতে থাকলাম।

20211124194012.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

আমি খুব সুন্দর করে ধীরে ধীরে সাগরের রং করলাম। এক্ষেত্রে আমি সাদা রং ব্যবহার করলাম পরে। সাদা রং দিয়ে আমি পানির ঢেউ বুঝিয়ে দিলাম। এক্ষেত্রে আমি সুন্দর ব্রাশ করে নিয়েছি।

20211124194154.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
ধীরে ধীরে আমি সাগরের এর রং করা শেষ করলাম। আমি কয়েক ধাপে রংগুলো করেছি যাতে সাগরের সৌন্দর্য বাড়ানো যায়।

20211124194344.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

৩য় ধাপ

তারপরে কাজ হল আমি কিছু নারিকেল পাতা দিয়ে দিব। এ জন্য আমি হাতের বাম ডান পাশের দিকে পাতাগুলো দিতে থাকলাম। এক্ষেত্রে আমি সুন্দর করে ধীরে ধীরে আমি এই পাতাগুলো একে নিলাম।

20211124194600.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
প্রথমত আমি পাতার কান্ড একে নিয়েছি। তারপরে আমি পাতাগুলোকে একে নিয়েছে। এক্ষেত্রে আমি বাদামী এবং সবুজ রং ব্যবহার করেছি।

IMG_20211124_192908.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
20211124194742.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

৪র্থ ধাপ

এবারে আমি বামপাশের অংশে কিছু পাথর এবং পাড় দেব। এজন্য আমি কালো, বাদামী, সিলভার কালার নিয়ে নিলাম।

এগুলো নেওয়ার পরে আমি ধীরে ধীরে নিচের এবং উপরের দিকে কিছু পাথর এঁকে নিতে থাকলাম। আমি প্রথমত কালো রং দিয়ে শুরু করেছি। তারপরে সাদা দিয়েছি তারপরে আবার বাদামী রঙ দিয়েছি। এইভাবে আমি পাড়ের পাথরগুলো একে নিলাম।

20211124204104.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

৫ম ধাপ

এইভাবে আমি পাথরের কাজ গুলো শেষ করে নিলাম। এরপর নিচের অংশের দিকে আমি কিছু পাথর দিয়ে দিলাম।একইভাবে উপর থেকে নিচের দিকে পাথরের কাজ শেষ করলাম।

IMG_20211124_191019.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
IMG_20211124_191100.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এইভাবে আমি আমার কাজ শেষ করলাম৷ আজকে প্রথমবারের মত ক্যানভাসে আর্ট করলাম।

20211124200558.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

আমার করা আর্ট এর সাথে আমার সেলফি

IMG_20211124_195713.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

আশাকরি আপনাদের সবার কাছেই আমার আজকের এই আর্ট খুব ভালো লাগবে। সবার মতামতের অপেক্ষায় রইলাম।

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

আপু আপনার ক্যানভাসের সমুদ্রের প্রতিচ্ছবি অসাধারণ হয়েছে দেখতে।গাছগুলো এত সুন্দর হয়েছে মনে হচ্ছে সত্যিকারে গাছগুলো দাঁড়িয়ে আছে। পাথরগুলোও খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা খুব নিখুত হয়েছে আপনি খুব সুন্দর ভাবে কালারটা করেছেন খুব ভালো লাগছে দেখতে ।শুভকামনা রইল।

 4 years ago 

খুব সুন্দর মতামত দিয়েছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পেন্টিং সম্পর্কে আপনার আসলেই অনেক বড় একটি দক্ষতা রয়েছে। এত সুন্দর পেইন্টিং আমি দেখে তো পুরো অবাক। একদম প্রফেশনাল লেভেলের হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। পাথর গুলো দেখতে অনেক ভালো লাগছে ,আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার সমুদ্রের প্রতিচ্ছবির চিত্রটি। সামুদ্রিক সৌন্দর্য খুবই সুন্দর ভাবে আপনি আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি চিত্র আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর চিন্তা অংকন দেখতে পারবো এই প্রত্যাশাই রইল। অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

আপনার আর্ট আমি অনেক মনোযোগ দিয়ে দেখলাম। আসলে সব শেষে বুঝলাম আপনি আসলেই অনেক ভালো আর্ট করতে জানেন এবং পারেন। একদম প্রফেশনাল আর্টিস্ট এর মতো লাগছিলো। শুভ কামনা রইলো আপু।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে পেইন্টিংটি করেছেন। সমুদ্রের সুন্দর পেইন্টিং দেখে আমি মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ রইল ভাইয়া

 4 years ago 

সত্যি বলতে কি আপু আপনি এত সুন্দর করে এমন একটি ক্যানভাস দিয়ে পেইন্টিং করেছেন যা সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আমি অনেক আগে এমন একটি সমুদ্রের ঢেউয়ের পেইন্টিং করেছিলাম ক্যানভাসে। আপনার এই পেইন্টিং দেখে আমার সেটা মনে পড়েছে আমিও চেষ্টা করব ভবিষ্যতে ক্যানভাসের মধ্যে পেইন্টিং করার আর আপনাদের মধ্যে শেয়ার করার জন্য।

 4 years ago 

খুব সুন্দর হয় আপনার পেইন্টিং৷ অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

জল রং দিয়ে আপনি খুবই সুন্দর আর্ট করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ।জল রং দিয়ে আর্ট করতে আমারও খুব ভালো লাগে ।আমি যখনই সময় পাই তখনই আর্ট নিয়ে বসে যাই। আপনি সমুদ্রের প্রতিচ্ছবি খুবই সুন্দর করে এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114742.38
ETH 4169.64
USDT 1.00
SBD 0.62