নুডলস তৈরির রেসিপি। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। সবার কাছে পূর্বের মত আবারও নতুন একটি রেসিপি নিয়ে এলাম। এটি খুবই সাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি সবার কাছেই হয়তো প্রিয়। এই প্লাটফর্ম এ আমার প্রিয় বন্ধুদের সাথে আমার সব রেসিপি শেয়ার করে আমি খুবই আনন্দ পাই৷

বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে নুডলস এর কোনো বিকল্প নেই। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও খুব মজার। আজকের এই নুডলস এর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম।

IMG_20210921_194328.jpg

নুডলস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ

উপকরণপরিমাণ
নুডলস৪ টি ( সামান্য পরিমাণ স্টিক নুডলস)
পেয়াজ কুচিআধা কাপ
কাচামরিচ ফালি করে কাটা৫/৬ টি
গাজর কুচি১ কাপ
টমেটো কুচিবড় আকারের ১টি
আলু কুচিবড় আকারের ১ টি
রসুন বাটা২ চা চামচ
লবণ১ চা চামচ
জিরা গুড়ো১ চা চামচ
ডিম২ টি
পানিপরিমাণ মত

2021-09-21_19.31.13.jpg

রন্ধন প্রণালী

১ম ধাপ

একটি কড়াই নিয়ে এর মধ্যে ৬ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি যখন গরম হয়ে আসে তখন এরমধ্যে গাজর কুচি আর আলু কুচি দিয়ে দিলাম। পানি এগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তখন একটি ছাকনির সাহায্যে এগুলো পানি ছেকে নামিয়ে নিলাম।

Image_1632230644.jpg

Image_1632230683.jpg

২য় ধাপ

এরপরে এরমধ্যে নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলস দেয়ার পর ২-৩ মিনিট এগুলো নেড়ে দিয়ে সিদ্ধ করলাম। খুব বেশি সিদ্ধ করলে এগুলো একেবারে ভর্তা হয়ে যাবে এজন্য কিছুটা সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিলাম।

পানি সরিয়ে নুডলসকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে একটি ছাকনিতে রেখে দিলাম।

IMG_20210921_193617.jpg

৩য় ধাপ

এরপরে একই কড়াই শুকিয়ে নিলাম। তারপর এরমধ্যে ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এরমধ্যে পেয়াজ কুচি, কাচামরিচ ফালি দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলো নাড়তে থাকলাম।

Image_1632230749.jpg

এরপরে এরমধ্যে দিলাম রসুনবাটা। রসুনবাটা দিয়ে আবারও নাড়তে থাকলাম। এরপরে কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেয়ার পর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিলাম।

IMG_20210921_193746.jpg

এরপরে দিয়ে দিলাম লবণ, জিরা গুড়ো। সবগুলো আবারও নেড়ে মিশিয়ে ভেজে নিলাম।

৪র্থ ধাপ

এরপরে ডিম ২ টি ভেঙে দিয়ে দিলাম। ডিম দেয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ডিম ভেঙে মসলার সাথে মিশিয়ে নিলাম। এরমধ্যে দিয়ে দিলাম নুডলস এর মসলা।

IMG_20210921_193923.jpg

৫ম ধাপ

ডিম আর মসলা ভালোভাবে মেশানোর পর সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম। নুডলস দেয়ার পর খুন্তির সাহায্যে নুডলস আর মসলাগুলো ভালোভাবে মেশাতে থাকলাম। কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে এলে নুডলস এর কড়াই চুলা থেকে নামিয়ে নিলাম।

2021-09-21_19.49.56.jpg

তৈরি হয়ে গেল মজাদার নুডলস। খুব তারাতারি এটি তৈরি করা সম্ভব। তাই যেকোনো সময় এটি তৈরি করে খাওয়া যায়।

৬ষ্ঠ ধাপ

একটি প্লেটে শসার স্লাইস দিয়ে নুডলস পরিবেশন করলাম।

Image_1632230982.jpg

Image_1632231702.jpg

আশা করি আপনাদের সবার কাছেই এই নুডলস এর রেসিপি তৈরি করার পদ্ধতি ভালো লাগবে। অনেকেরই প্রিয় এই নুডলস।

সবার ভালো থাকা কামনা করছি। আগামীতে অন্য কিছু নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসবো। নিরাপদ থাকুন,সুস্থ থাকুন।

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

নুডুলস আমার ও ভীষণ প্রিয়। খুব সুন্দর ভাবে বানিয়েছেন। খেতে ও খুব সুস্বাদু হয়েছিলো।
শুভেচ্ছা অবিরাম আপু।

 3 years ago 

ধন্যবাদ রইল ভাইয়া।

নুডুলস আমার খুব পছন্দের খাবার।সকলের নাস্তায় মাঝে মাঝে নুডুলস খাওয়া হয়।অনেক সুন্দর ভাবে আপনি রেসিপিটি উপস্থাপন করেছেন। পরিবেশনার ছবিটি দেখে আমার জিভ দিয়ে পানি চলে আসছে।অনেক ধন্যবাদ আপনাকে আপনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এই সুন্দর মন্তব্য দেয়ার জন্য

 3 years ago 

সবথেকে টাইম কম লাগে অতি সহজ একটি খাবার তার ভিতরে নুডুলস আমার খুব প্রিয়। আপনি যেভাবে পরিবেশন করেছেন আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। অত্যন্ত সুন্দর ছিল আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য

 3 years ago 

নুডুলস আমার খুবই প্রিয় একটি খাবার আপনি খুব সুন্দর করে নুডুলস এর রেসিপি তৈরি করেছেন এবং ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা করেছেন মনে হচ্ছে খেতে অনেক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48