'দুটো পরামর্শ / Two suggestions' [[ ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য ]]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু অলাইকুম,

আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, বাংলাদেশ থেকে৷ একজন প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার তবে পাশাপাশি একজন মোটিভেশনাল বক্তা হবার ইচ্ছে রাখি এবং লেখা লেখি করতে খুব পছন্দ করি। আজ আমি দুটি প্রশ্নের সাথে পরামর্শ দিতে যাচ্ছি, আশা করছি জীবনের কোথাও আপনাদের কাজে লাগবে।

          ◾◽◾◽◾◽◾◽◾◽

❓আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, 'আমি কে'?

➡️আপনি কে তা আপনার বাবা -মা বা অন্য লোকেরা আপনাকে যা বলেছে তা নয়। এটা আপনার নাম ও নয়। আপনি যে কাজটি করেন বা আপনার যা শিরোনাম, তাও নয়। এটি এমনও নয় যে আপনি নিজেকে কে মনে করেন। এটা তার চেয়ে অনেক বেশি।

'আপনি কে' তা এইসব কোন কিছুর সাথে সম্পর্কিত নয়। আপনার বর্তমানে যা আছে সেগুলি ছাড়া আপনি 'আপনিই'। আপনি যদি সত্যিই বাঁচতে চান তবে আপনি কে তা জানতে হবে। এটিই আপনার উদ্দেশ্য পূরণের চাবিকাঠি। জীবনে আপনি কোথায় যাচ্ছেন এবং কিভাবে সেখানে যাবেন তা জানতে সাহায্য করবে। সর্বোপরি, 'আপনি কে' তা জানা আপনার জীবনকে কেন্দ্র করে।

'আপনি কে' তা জানা একদিনে আসে না। এটি একটি যাত্রা। কিন্তু আপনাকে শুরু করতে হবে। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয়, উদ্দেশ্যহীন জীবন।

pexels-olya-kobruseva-5428833.jpghttps://www.pexels.com/search/question/

❓আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি অনুভব করেন যে আপনার জীবনের 'দিকনির্দেশনা' নেই?

➡️আপনি 'নিখুঁত জীবন' চান, কিন্তু আপনি এখনও সন্দেহ করছেন যে আপনি সঠিক পথে আছেন কিনা! আমি জানি এই অনুভূতি কেমন লাগে। সবকিছু করার চেষ্টা করা এবং এখনও খালি বোধ করার চেয়ে খারাপ আর কিছু নেই।

প্রথমত, শান্ত হোন। আপনি হারিয়ে যাননি। আপনার যা কিছু আছে এবং আপনার প্রয়োজন তা আপনার মধ্যেই রয়েছে। এটা বাহ্যিক নয়,এটা আপনার মধ্যে আছে।

দ্বিতীয়ত, যখন আপনি কিছু করছেন, আপনি স্পষ্টতই অভিভূত এবং বিভ্রান্ত বোধ করতে পারেন। তখন আপনার আগ্রহের বিষয়টিতে 'ফোকাস' করুন এবং আপনার কাছে থাকা সরঞ্জামগুলি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি মানুষকে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে ভালোবাসেন, তাহলে আপনি লিখতে শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন অথবা আপনি যে কোন পদ্ধতি ব্যবহার করতে পারেন। যখন আপনি কোন কিছুর প্রতি মনোনিবেশ/ফোকাস করবেন, আপনি তাতে আরও ভালো করে উঠতে থাকবেন।তখন আপনি দেখতে পাবেন যে দিকনির্দেশনা পরিষ্কার হয়ে যাচ্ছে।

আজ এই পযন্তই। পরবর্তীতে আরো কিছু পরামর্শ অথবা সমাধান নিয়ে হাজির হবো। ধন্যবাদ।

আমাকে অনুসরন করতে পারেনঃ
Facebook:https://www.facebook.com/chad.sultana.7923
Discord user name: brishti#2965

💙ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য

Cc:
@rme
@amarbanglablog

Sort:  

আমি জীবনদর্শন জানিনা। এই সময়ে জানার চেষ্টা করলেও,মেমরি তো আগেই পরিপুর্ন হয়েছে। থাকার জায়গা নাই তাই ঢোকেনা। ঢোকার চেষ্টা করে পারেনা। তাই বোঝার বা জানার চেষ্টা করেনা। আমরা যাদের কথা মেনে, এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তারা কারো কাছে শিখেনি। বরঞ্চ তারাই শিখিয়ে গেছে। আপনার মুল্যবান বক্তব্য দুটি, সাবলীল ভাবে তুলে ধরার জন্য আপনাকে সবসময় স্বাগতম।

 3 years ago (edited)

আপু অনেক সুন্দর ছিল, আপনি কি/ আমি কি? আজকে অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন আর আপনি একটি কথা বলেছেন যে আমাদের কাছে যা আছে তাই নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে এইটা ঠিক কথা। আমাদের উচিত সব কিছু না ভেবে আমাদের উদ্দেশ্য দিকে পৌঁছানো। আর আমরা যদি চাই মানুষকে সফলতা সাহায্য করতে তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে খুবই ভাল একটি কথা আমাদের মাঝে তুলে ধরেছেন

 3 years ago 

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ 😇

 3 years ago 

আগে নিজেকে জানো, যাইহোক বিষয়টা বেশ ভালই গুছিয়ে উপস্থাপন করেছেন। এমনটাই তো হওয়া উচিত। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য 😇

 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আলোচনা করেছেন আপু।যেটি পড়ে আমি অনেক ধারণা পেলাম ।অনেক শুভকামনা রইলো আপু।💝💝

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি মনি ❤️

 3 years ago 

আসসালামুয়ালাইকুম আপু খুব সুন্দর উপস্থাপনা ছিল আসলেই যে কোনো কাজ করে না কেন আগে নিজেকে নিজেকে আগে জানতে হবে নিজেকে ভালবাসতে হবে যাইহোক আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে বরাবরের মতই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 😇

 3 years ago 

আপনি যদি সত্যিই বাঁচতে চান তবে আপনি কে তা জানতে হবে। এটিই আপনার উদ্দেশ্য পূরণের চাবিকাঠি

আপনি একদম ঠিক বলেছেন।‌আপনার পোস্ট গুলো পরে আমার অনেক ভালো‌লাগে। অনেক কিছু শিখতে পারি।‌আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 😇

 3 years ago Reveal Comment

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48