Sort:  
 3 years ago 
এটা ঠিক যে একবার ভালোবাসায় লিপ্ত হলে তার পক্ষে ফিরে আসা অনেক কঠিন হয়ে যায়। ভালবাসতে হলে আসলেই পবিত্রা ও বিশ্বাসের প্রয়োজন হয়।হ্যাঁ যিনি আমাদের সবকিছু থেকে রক্ষা করেন। আমাদের বিশ্বস্ত। তিনি আমাদের ভালো চাই কথাটি ভালো লাগলো।সত্যি বলতে কি আপু আপনার প্রতিটা কথা হৃদয়ে গেঁথে যাওয়ার মত খুবই ভালো লাগে। হৃদয় সম্পর্কে দারুন বলেছেন। যত্নশীল আসলে ভালোবাসা কখন যে হয়ে যায় কেউ জানেও না এবং ভালবাসতে হলে ভাল মন নিয়ে বাসতে হবে।সত্যি আপু অনেক ভালোবাসা আছে বাস্তবতার কারণে হারাতে হয়। আসলে এগুলো খুবই কষ্টকর মুহূর্ত। সকল ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা পরিবারের কারণেই অপূর্ণতা হয়ে যায় ।
 3 years ago 

আপু আপনি ভালোবাসা নিয়ে অনেক সুন্দর করে আমাদেরকে একটা গল্প লিখেছেন। আপনার কথাগুলো ১০০% সত্যি যে যাকে ভালবাসে তার মধ্যে যত খুত থাকুক না কেন ভালোবাসার কাছে কিছুই না। ভালোবাসা এমন একটা জিনিস সেই ছিনেনা কোন জাত বেজাত ধর্ম-বর্ণ-নির্বিশেষে ভালোবাসা। তবে সত্যিকারে ভালোবাসা কয়জনে করে, আর সত্যিকারে ভালোবাসার মর্যাদা কয়জনই বা দিতে পারে। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, আর ভালোলাগার যে অনুভূতি গুলা একজন থেকে আরেকজনের পরস্পর চোখের ভাষা গুলো বুঝতে পারা, সেই চোখের বাসা থেকে মনের কথা বুঝতে পারা। এভাবেই ভালোবাসার রিংগিত দেখা দেয়। যাইহোক হয়তো আমি আপনার মত গুছিয়ে গুছিয়ে লিখতে পারবো না বলতে পারব না। তবে বর্তমানে ভালোবাসা আছে কিনা তা আমার জানা নেই। এখন ভালোবাসার নামের শুধু লোভ লালসায় চলে। এখন ভালবাসার নামটি হচ্ছে ভিত্তিহীন। এখন ভালবাসার নাম হচ্ছে স্বার্থপরতা যেখানে শুধু আছে কষ্ট আর কষ্ট। যাইহোক আপনি অনেক সুন্দর করে ভালবাসার গল্প আমাদের কে উপহার দিয়েছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম আপু।

 3 years ago 

ভালোবাসার কথা কিভাবে ব্যক্ত করব ভালোবাসা যে কতো মধুর কত যে স্মৃতি কাতর তা ভাষায় বোঝানো মুশকিল । যে ভালোবাসা করে সেই বোঝে ।আপনি ভালোবাসার বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন বিষয়টি, পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য ।

 3 years ago 

কবিতায় কবিতায় ভালোবাসার অনেক সুন্দর একটি সংজ্ঞা আপনি দিয়েছেন আপু। আসলে আপনি যেভাবে পোস্টটি উপস্থাপন করেছেন, যে কেউ আপনার মনের অনুভূতি গুলো সহজেই বুঝতে পারবে। নিজেই নিজের হৃদয়ের সঙ্গে কথা বললেন কবিতার মাধ্যমে বুঝিয়ে দিলেন কেউ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালবাসে তবে তাকে আপনি কখনোই ফিরিয়ে দিবেন না। হাজার বছর বেঁচে থাক আপনার মনের এই অনুভূতিগুলো।
আপনার জন্য দোয়া করি, যেন এরকম আরো সুন্দর সুন্দর কনটেন্ট আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। ♥️🎉

ঠিকই বলেছেন আপনি আপু ভালোবাসা সব সময় দুই দিক থেকেই সমান হয় না। হয়তোবা সে আমাকে ভালো নাও বাসতে পারে, হয়তোবা তার পৃথিবীর কোথাও আপনি নাও থাকতে পারি কিন্তু তার প্রতি আমার অনুভূতিগুলো সময়ের সাথে সাথে শুধুই বৃদ্ধি পাবে। কারণ ভালবাসায় তো কোন স্বার্থ থাকেনা। শুধু থাকে এক স্বর্গীয় অনুভূতি। খুবই চমৎকারভাবে লিখেছেন আপু। আপনার লেখাগুলো সব সময় খুবই ভালো লাগে পড়তে। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভালোবাসার সংজ্ঞা কোনভাবেই সংজ্ঞায়িত করা সম্ভব নয়।একজন সেবিকার ভালোবাসা হয় অর্থের বিনিময়ে।আবার একজন মায়ের ভালোবাসা হয় নিঃস্বার্থ। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়াটা কঠিন। ধন্যবাদ

 3 years ago 

এটাও জরুরী না যে সেও আপনাকে ফিরে ভালবাসবে। কিন্তু এর অনুভূতি টি একবার যে অনুভব করবে সে তার হৃদয় থেকে এই অনুভব দূরে সরিয়ে দিতে পারবেনা।

জীবন ঘনিষ্ঠ এবং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আপনার লেখাগুলো বরাবরই অসাধারণ এবং আমার সামনে যখনই আপনার লেখা আসে আমি পড়ার চেষ্টা করি কারণ অনেক সুন্দর করে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি শেয়ার করেন। ভালোবাসা ও হৃদয়ের স্পন্দন ও গভীরতাকে খুব সুন্দরভাবে আপনার লেখায় ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ

 3 years ago 

হৃদয়' হলো শ্রেষ্ঠ গুণাবলীর জন্মভূমি

আপু আপনার সম্পূর্ণ লিখাটিই ভালো লেগেছে।তবে এই লাইনটি একেবারে হৃদয় ছুঁয়ে গেলো।দারুণ লিখেন।

 3 years ago 

খুবই সুন্দর করে ভালোবাসা সম্পর্কে আপনার মনের ভাব প্রকাশ করেছেন আপনি আপু। অনেক সুন্দর করে গল্পাকারে এবং কবিতার মাধ্যমে ভালোবাসা সম্পর্কে কিছু কথা লিখেছেন আপনি। বরাবরের মতই সুন্দর কিছু লেখা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।আপনার আগামীর পথচলা শুভ হোক।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59329.35
ETH 2613.53
USDT 1.00
SBD 2.44