'DIY-এসো নিজে করি // প্রিয় লাজুক-টম এর চিত্র অংকন' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহ মাতুল্লাহ। আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন, ভালো আছেন এই কামনাই করি।

আমি অনেক ভাবুক একটি মেয়ে, আমার মোটিভেশনাল, ফিকশন, গল্প, গভীর চিন্তার বিষয় গুলো লিখার বেশি আগ্রহ। তবে আপনাদের সবার এত্তো সুন্দর ছবি অংকন দেখেই অনুপ্রাণিত হয়ে আমিও কিন্তু শুরু করে দিয়েছি ছবি আঁকা আঁকি। এর আগে ৬টি স্কেচ করেছি। তবে আজ আমি এঁকেছি 'টম এন্ড জেরি(Tom & Jerry)' কার্টুন এর সেই টম কে। ছোট বেলা থেকেই এই টম কে আমি অনেক এঁকেছি, তাই ইচ্ছে হলো আজ ও এঁকে শৈশবের স্মৃতি জাগ্রত করি।

2021-11-16-17-16-03-959.jpg
(ছবির সাথে সেলফি)

20211116_152437-01.jpeg

'টম' হলো একটি ধূসর অথবা হালকা নিল এবং সাদা ঘরোয়া ছোট চুলের বিড়াল। টম খুবই আরামদায়ক জীবন যাপন করতে পছন্দ করে। টম খুব দৃঢ়প্রতিজ্ঞ এবং অনেক বড় হওয়া সত্ত্বেও সে জেরির(ইদুর) বুদ্ধির কাছে সব সময় হেরে যায়। টম সব সময় চেস্টা করে জেরিকে ধরার আর জেরি বুদ্ধি করে সব সময় বেঁচে যায়। এভাবেই দু জনের যুদ্ধ শুরু হয় এবং এটিই এই কার্টুন এর মূল বিনোদন।

আমার সামান্য অংকন টি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।

প্রয়োজনীয় উপকরণঃ

১। একটি অফসেট পেপার
২। পেন্সিল
৩। রাবার
৪। কাটার
৫। স্কেল
৬। রং পেন্সিল

চিত্র অংকন এর সম্পূর্ণ প্রক্রিয়াঃ

ধাপ ১ঃ

প্রথমেই একটি পরিস্কার অফসেট পেপারে একটি পেন্সিল এর সাহায্যে টম এর নাক আর মোছ অংকন করতে হবে। কোনো কার্টুন অংকন করতে চাইলে এই কাজটি সবার আগে করতে হয়। প্রথমে নাক, চোখ, ভ্রু, কান ইত্যাদি অংকন করে নিবেন।

20211116_131934.jpg

20211116_132203.jpg

20211116_132142.jpg

20211116_132554.jpg

ধাপ ২ঃ

এরপর মুখমণ্ডল পুরো একে নিতে হবে। যেহেতু বিড়াল, তাই মুখে, কপালে বাকা বাকা করে লোম এর আকৃতি দিয়েছি৷ মুখমণ্ডল এঁকে মাথায় একটি টুপি অংকন করলাম। যেটি আমার খুব পছন্দ। হয়ে গেছে সম্পুর্ণ মুখমণ্ডল অংকন।

20211116_132926.jpg

ধাপ ৩ঃ

এরপর দুই হাত এঁকে এবং বডির আকৃতি দিলাম। বিড়ালের হাত যেমন হয় ঠিক তেমন দিয়েছি।

20211116_132940.jpg

ধাপ ৪ঃ

এরপর বডি এবং পা দুটো অংকন করেছি। একটি পা ঘুরিয়ে এঁকেছি, যেনো মনে হচ্ছে লজ্জায় আছে সে। কার্টুন এই এটি দেখা যায় যে লজ্জা পেলে তারা এক পা এর উপর আরেক পা দিয়ে ঘষা দিতে থাকে।

20211116_132959.jpg

ধাপ ৫ঃ

কালো রঙ পেন্সিল এর সাহায্যে ভ্রু, নাক এবং চোখ দুটো গাড় করে নিয়েছি, তবে নাক, চোখের মাঝে একটু সাদা জায়গা রেখে দিলাম। যেনো মনে হচ্ছে জ্বলজ্বল করছে।

20211116_133022.jpg

ধাপ ৬ঃ

এরপর হালকা কমলা কালার দিয়ে কান এর ভিতরে রং করে নিলাম।

20211116_133147.jpg

ধাপ ৭ঃ

এরপর হালকা নিল কালার করে নিলাম পুরো বডিতে তবে হাত, পা, লেজ এর আংশিক এবং টুপি ছাড়া। এবং কিছু জায়গা গাড় নিল কালার করে নিলাম।

20211116_132245.jpg

20211116_132352.jpg

ধাপ ৮ঃ

এখন টম এর টুপি কে লাল এবং হলুদ কালার কম্বিনেশন করে রং করে নিয়েছি। আপনি চাইলে অন্য কালার দিতে পারেন।

IMG-20211116-WA0009.jpg

IMG-20211116-WA0006.jpg

ধাপ ৯ঃ

নিজের নাম সাইন করে নিলাম এবং কিছু ফটোগ্রাফি করে নিলাম মিস্টার টম এর। দেখে মনে হচ্ছে অনেক লজ্জা পাচ্ছে সে। ব্যাস হয়ে গেলো আমার হাতে আঁকা টম।

20211116_152515.jpg

20211116_133439.jpg

20211116_133428.jpg

20211116_133452.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq1HetAMXYmraDN6Mt4KDU...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gifপরবর্তীতে আরো ছবি একে হাজির হবো আপনাদের সামনে। অনেক ভালবাসা এবং দুয়া রইলো সবার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gifLink

Art by Device
@brishti Samsung Galaxy Note 9
Sort:  
 2 years ago 

আপু আপনার অসাধারণ চমৎকার হয়েছে। প্রশংসা পাওয়ার মতো একটি কাজ করেছেন আপু। এত সুন্দর করে আট করেছেন মনে হচ্ছে সত্যিকারের জেরি দাঁড়িয়ে আছে।এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ ড্রয়িং করেছেন আপু। টম এন্ড জেরি কার্টুন আমি এখনো মাঝে মাঝে দেখি। খুবই ভালো লাগে কার্টুন টি। তবে আপনার ড্রইং দেখে মনে হল একটি জুনিয়র টম ড্রইং করেছেন। আসলে দেখে মনে হচ্ছে সে অনেক লজ্জা পাচ্ছে। যার কারণে তাকে খুবই ভদ্র দেখাচ্ছে। যদিও সে খুবই দুষ্ট প্রকৃতির। শুভকামনা রইল আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আপু।

টম এন্ড জেরি কাটুনটা আগে অনেক দেখতাম, কিন্তু এখন দেখা হয় না। আপনার টম কাটুন অংকনটা অনেক সুন্দর হয়েছে। টমকে ক্যাপ মাথায় বেশ মানিয়েছে। ধাপগুলো খুব সুন্দর এবং ক্লিয়ার ভাবে বর্ণনা করেছেন।

অনেক অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আমার ফেভারিট একটা চরিত্র হলো টম, আপনার ড্রইংটা অনেক সুন্দর হয়েছে আপু। আপনার ড্রইং দেখে ছোট বেলার অনেক সৃতি মনে পরে গেলো। আপনার ড্রইংটা দেখে খুব ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে একটা চিএ আকার জন্য। আর এভাবেই আরও সুন্দর সুন্দর চিএ আকেন শুভ কামনা থাকলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া।

 2 years ago 

আপু আপনি অনেক নিখুঁত ভাবে টমের চিত্র অঙ্কন করেছেন। আপনার আর্টের দক্ষতা খুবই ভালো। আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপু

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আয়া শৈশব এর সব থেকে পছন্দের এবং প্রিয় কার্টুন এর চিত্র একেছেন আপু এর জন্য আপনাকে এক্সট্রা ধন্যবাদ দিতে চায়।খুব কিউট লাগছে দেখতে আপনি নিপুন ভাবে একেছেন।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা

 2 years ago 

ভাইয়া অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার টমের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর আট করা যা তার পক্ষে সম্ভব না। দেখে মনে হচ্ছে কোন শিল্পী তার নিপুণ হাতে চিত্রটি আট করেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

টম এ্যান্ড জেরি আমার অনেক পছন্দের একটি কাটুন। এখন আমি সময় পেলে টম আর জেরি কাটুন দেখি।আর খুব সুন্দর ভাবে আপনি একে টমকে।প্রতিটা স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার টমের চিত্রাংকন টি খুবই চমৎকার হয়েছে। দেখে একদম সত্যি সত্যি টমের মতোই লাগছে। আমার কাছে আপনার চিত্রটি দারুন সুন্দর লেগেছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আপু মনি ।

 2 years ago 

ওয়াও আপু আপনি দেখি একেবারে সত্তিকারের টমকেই এঁকে ফেলেছেন। আসল টম এর মতই হয়েছে। কিন্তু আমি এখানে জেরিকে অনেক মিস করছি। টমের চিত্রটি আঁকা অনেক কঠিন ছোট ছোট করে অনেক কিছু আঁকতে হয় কিন্তু আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে আর্টটি করেছেন ।অনেক ভালো লাগলো দেখে শুভকামনা রইল।

 2 years ago 

আপু মনি অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64058.80
ETH 3150.15
USDT 1.00
SBD 3.99