Sort:  
 2 years ago 

হাসি আনন্দ সে তো কবেই হয়েছে ফেরার
কাঁদতেও আজ ভাবতে হয় হাজার বার,
তবে আমি কি মানুষ নই খেলনা সবার
কেন তবে এই বেঁচে থাকা নিয়ে ব্যথার পাহাড়।

কথাগুলো অনেক ভালো ছিল আপু। বাস্তবতার কাছে নিজেকে পরাজিত করতে আসেনি সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। জট বাধাই আসুক পদাঘাতে তা ভাঙতে চাই। পাহাড় সমান বাধা আসলে অবিচল থেকে যে লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমাদের আশেপাশে মুখোশধারী মানুষ অভাব নেই কিন্তু এর মাঝে থেকেই সত্যিকারে মানুষকে চিনতে হবে। আমাদের জীবনের একটি ভুল যেন সারা জীবনের কান্না না হয়।অনেক ভালো লিখেছেন আপু ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি৷

 2 years ago 

কষ্টের সাগরে আমায় একা ফেলে
আজকের পৃথিবীতে কেউ কারো নয় এ কথাই মন যেন বলে।

আসলেও কেও যখন কষ্টের সাগরে ডুবে যায় তখন তাকে একলাই ডুবে যেতে হয়।এ ছাড়া যে আর উপায় নেই।কষ্টের সময় কেও ই আসেনা।

 2 years ago 

আপু মনি এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হাসি আনন্দ সে তো কবেই হয়েছে ফেরার
কাঁদতেও আজ ভাবতে হয় হাজার বার,
তবে আমি কি মানুষ নই খেলনা সবার
কেন তবে এই বেঁচে থাকা নিয়ে ব্যথার পাহাড়।

চারটা লাইন যেন বাস্তব জীবনের কিছু রূপকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দেয়।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি যে একজন কোমল হৃদয়ের মানুষ এটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। আপনার লেখার হাতও অনেক ভালো। প্রতিটি লেখাতেই গভীরতা আছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হাসি আনন্দ সে তো কবেই হয়েছে ফেরার
কাঁদতেও আজ ভাবতে হয় হাজার বার,
তবে আমি কি মানুষ নই খেলনা সবার
কেন তবে এই বেঁচে থাকা নিয়ে ব্যথার পাহাড়।

কতটা কষ্ট ও দুঃখ ভেতরে জমা থাকলে এরকম কবিতা ভিতর থেকে আসে আপনার কবিতাটা তার একটা উদাহরণ মাত্র। অসম্ভব সুন্দর লিখেছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মনে হচ্ছে আমি যেন এতদিন শুধুই
একটা ঘোরের মধ্যে ছিলাম,
চারপাশে মুখোশধারীদের মিথ্যা ভালোবাসায়
আমি তলিয়ে গিয়েছিলাম।

যুক্তিযুক্ত। সুন্দর লিখেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ব্লগটি পড়ে কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44