'DIY এসো নিজে করি// গোপাল ভার এর চিত্র অংকন' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহ মাতুল্লাহ। আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন। আগেই বলেছি আমি অনেক ভাবুক মেয়ে, আমার মোটিভেশনাল, ফিকশন, গল্প লিখার বেশি আগ্রহ। তবে এখন আপনাদের সবার ছবি অংকন দেখে অনুপ্রাণিত হয়ে আমিও শুরু করে দিয়েছি ছবি আঁকা। আজ আমি এঁকেছি 'গোপাল ভার'। গোপাল চন্দ্র প্রমানিক, যাকে আমরা সবাই রসিকরাজ গোপাল ভার নামে চিনি। তিনি ১৮ শতকে তৎকালীন নদীয়ার(পশ্চিম বঙ্গ) রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে ছিলেন। গোপাল ভার সর্বদা হাসি-ঠাট্টা করে আনন্দ দিতেন। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভার কে তার দরবারের একজন নবরত্ন বলে মনে করতেন। তাকে ঘিরেই কার্টুন তৈরি করা হয়েছে এবং আর গোপাল ভার এর এই কার্টুন আমরা সবাই কম বেশি দেখেছি৷ সেই কার্টুন এর একটি চিত্র আমি অংকন করেছি৷ কেমন হয়েছে অবশ্যই জানাবেন।

20211022_153926-01.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ

১। একটি অফসেট পেপার
২। পেন্সিল
৩। রাবার
৪। কাটার

গোপাল ভার এর চিত্র অংকন এর সম্পূর্ণ প্রক্রিয়াঃ

ধাপ ১ঃ

গোপাল ভার এর মুখ এর আকৃতি টি এঁকে নিলাম।

20211022_201816.jpg

20211022_143301.jpg

20211022_143656.jpg

ধাপ ২ঃ

মুখমণ্ডল এর পুরো ছবি অংকন করলাম। মাথায় চুল এর আকৃতি এঁকে নিলাম।

20211022_201852.jpg

ধাপ ৩ঃ

মাথার চুল গাড় করে নিলাম। উনি সব সময় কাধে গামছা ঝুলিয়ে রাখেন৷ সেটার আকৃতি আগে এঁকে নিয়েছি৷ তবে পুরোটা নয়। বাকি অংশ হাত আঁকার সাথে আকতে হবে৷

20211022_145006.jpg

ধাপ ৪ঃ
উনি ফতুয়া পরে, সেই ফতুয়া টি এঁকে নিলাম আগে৷

20211022_145219.jpg

ধাপ ৫ঃ

এরপর একটি করে হাত একে নিতে হবে এবং হাত এমন ভাবে একেছি যেনো মনে হচ্ছে উনি তার গামছাটি ধরে আছে৷

20211022_202006.jpg

20211022_202040.jpg

ধাপ ৬ঃ

এখন উনার ধুতি অংকন করেছি এবং এরপর জুতার আকৃতি দিলাম।

20211022_150055.jpg

20211022_150308.jpg

ধাপ ৭ঃ

গামছা তে একটু ভাজ দিয়ে দিলাম।

20211022_151404.jpg

ধাপ ৮ঃ

এরপর গামছা, ধুতি এবং জুতা স্কেচ করে নিয়েছি।

20211022_152004.jpg

20211022_151957.jpg

ধাপ ৯ঃ

তার নামটি ও অংকন করে নিলাম ডিজাইন করে এবং গাড় করে।

20211022_152729.jpg

20211022_153322.jpg

ধাপ ১০ঃ

নিজের নাম সাইন করলাম।

20211022_153923.jpg

এইতো হয়ে গেছে আমাদের প্রিয় গোপাল ভার এর চিত্র অংকন। পরবর্তীতে আরো ছবি একে হাজির হবো আপনাদের সামনে। অনেক ভালবাসা এবং দুয়া রইলো সবার জন্য। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনাদের এই গোপাল ভাঁড়ের আর্টটা দেখতে অসাধারণ হয়েছে। এই সুন্দর আর্ট গুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য আপনার অনেক অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

গোপালভাড়ের ছবিটা অনেক সুন্দর হয়েছে৷

গোপালভারের কারটুন এখন ও দেখি আমি হাহাহা।সেই ছোট বেলা থেকেই দেখে আসছি। শুভকামনা

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

গোপাল ভাঁড় আমার অনেক পছন্দের কার্টুন শো। আমি এখনো গোপাল ভাঁড় নিয়মিত দেখি।

গোপাল ভাঁড়ের ছবিটি অসাধারণ একেছেন আপু। আপনার আর্ট খুবই সুন্দর বলতে হয়। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

ওয়াও আপু, কি বলব আপনার ড্রয়িং দেখে অবাক হয়ে গেলাম।গোপাল ভাঁড়ের ছবি অঙ্কন করেছেন একদম গোপাল ভাড়ের মতই। একদম নিখুঁত এবং দক্ষতার সাথে আপনি গোপাল ভাড়ের ছবি অঙ্কন করেছেন।গোপাল ভাড়ের ছবি অংকন এর প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর করে গোপাল ভাঁড় ড্রয়িং করেছেন আপু। একদম হুবহু গোপাল ভাঁড়ের মত দেখতে লাগছে। গোপাল ভাঁড় আমার খুবই পছন্দের কার্টুন। আমি এখনও এই কার্টুনটি দেখি। খুব সুন্দর করে ড্রইং টি উপস্থাপন করেছেন আপু। উপরে গোপাল ভাঁড় নামটিও একদম আসল টির মত হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু 💗

 3 years ago 

গোপাল ভার এর চিত্র অংকন খুব সুন্দর। আপনার স্কেচ খুব দুর্দান্ত ভাবে ফুটে উঠেছে। আমি আপনার স্কেচ আঁকা টি দেখে মুগ্ধ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

পেন্সিল, অফসেট পেপার, রাবার আর কাটার দিয়ে অনেক সুন্দর করে আপনি গোপালের ছবি অংকন করেছেন।নিখুঁত ভাবে ফুটে উঠেছে ছবিটি।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার অংকন করার গোপাল ভাঁড়ের চিত্রটি খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

গোপাল ভাঁড় 🃏 এটি একটি জনপ্রিয় কার্টুন।সব বয়সের ছেলেমেয়েরা গোপাল ভাঁড় দেখতে পছন্দ করে। গোপালের বুদ্ধির জন্য তাকে সবাই পছন্দ করে। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি খুবই সুন্দর করে ট্যালেন্ট এবং দক্ষতার সাথে গোপাল ভাঁড়ের চিত্রটি অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আপু💗

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47