'অশোভন আচরণের পরিণতি/𝑰𝒏𝒅𝒆𝒄𝒆𝒏𝒕 𝑩𝒆𝒉𝒂𝒗𝒊𝒐𝒖𝒓' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনি কি জানেন? আমরা সবাই একটি সুপার স্মার্ট এবং চমৎকার উদাসীন প্রাণীর মত ভান করি। আমরা এমন ভান করি যেন আমরা সত্যিই কোনো কিছু নিয়ে চিন্তা করি না। কে আমাদের হারাচ্ছে বা কে আমাদের ঘৃণা করছে, কে সমালোচনা করছে তা আমরা চিন্তা করি না। আমরা এটাকে পাত্তা দিই না যে, কেন তারা আমাদের সাথে আবর্জনার মতো আচরণ করছে।

আমরা সত্যিই চিন্তা করি না। কিন্তু আসলেই কি তাই?

উত্তরঃ না।

20211106_122444.jpg
Image Source:https://www.pexels.com/search/Crying%20eys/

যদি এটি মনে করে থাকেন তবে আপনি এতদিন ধরে নিজের কাছেই মিথ্যা বলছেন। আমরা সকলেই আমাদের জীবনে যা ঘটছে তা নিয়ে চিন্তা করি, তা ভাল হোক বা খারাপ হোক। তারা আপনার সাথে স্নায়বিক বা অত্যন্ত নিষ্ঠুর আচরণ করুক না কেন, আমরা সবাই নিজেদের ভিতরে তাদের অশোভন আচরণের কারণ খুঁজে বেড়াই, আমাদের প্রতি। এটাই সত্যি। কারণ স্বাভাবিক ভাবেই, তাদের একটু রূঢ় আচরণ এবং কথাবার্তা আমাদের নিজেদের সম্পর্কে গভীর ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য করে। তাদের সম্পর্কে নয়, আমাদের সম্পর্কে যে আসলে আমাদের কোথায় অভাব রয়েছে, কোথায় কমতি আছে? এটিই বিষয়গত কারণ।

কিন্তু আমি আজ স্পষ্টত বলবো,
"আপনার কিছুর অভাব থাকুন আর নাই থাকুক, কিন্তু তাদের মানুষের সাথে কেমন আচরণ করা উচিৎ সেই মানসিকতার অভাব রয়েছে"।

প্রত্যেকেই যারা আমাদের জীবনের সাথে যুক্ত এবং আমরা একে অপরের সাথে বন্ধন ভাগ করে নিচ্ছি, আমরা তাদের উপেক্ষা করতে পারি না।তাদের আচরণও উপেক্ষা করা যায় না। কেননা জীবনে চলার পথে অবশ্যই সামাজিকতা রক্ষা একটু হলেও করতে হয়। সংবেদনশীল আত্মীয়তার ক্ষেত্রে সামান্য অসাবধানতা বড় সমস্যা সৃষ্টি করে। তাই আমাদের সকলকে একে অপরের সাথে অত্যধিক কোমল এবং নম্র হতে হবে।

20211106_122434.jpg
Image Source:https://www.pexels.com/search/Crying%20eys/

কেননা আমাদের এই শান্ত ভান এবং সবসময় চুপ থাকার কারণে আমরা তাদের নির্মম আচরণ সম্পর্কে উপলব্ধি করাতে ব্যর্থ হচ্ছি। আমরা মনে করি, অসাবধানতা অবহেলাকে হ্রাস করে, কিন্তু এটি করে আপনি শেষ পর্যন্ত নিজেকেই আঘাত করছেন। কারণ আমরা নিজেদেরকে বোতলজাত করে রাখি এবং তাদের বলি না যে কোন ভুল শব্দ, নিষ্ঠুর কর্ম এবং অজানা ঘৃণার কারণে আপনি বিরোধ করেছেন, কষ্ট পাচ্ছেন। একটি সময়ে এভাবে কষ্ট পেতে পেতে ডিপ্রেশনে চলে যাচ্ছেন।

এই কারণেই আপনার দয়ার বিনিময়ে এবং নম্র ব্যাবহার এর পরবর্তী আপনি মানুষের কাছ থেকে যে বেদনা পাচ্ছেন তা লুকিয়ে না রাখাটই গুরুত্বপূর্ণ। কারণটি যাই হোক না কেন। মাঝে মাঝে তাদের নৈতিক আচরণের জন্য তাদেরকে অনুশোচনা বোধ করানো খুবই জরুরি হয়ে পড়ে, যাতে পরের বার তারা এইরকম আচরণ করতে একটু হলেও চিন্তা করে।

20211106_122412.jpg
Image Source:https://www.pexels.com/search/Rude%20behaviour%20/

তাই নিজেদেরকে সর্বদা বোতলজাত করে রাখা থেকে বিরত রাখুন। কারণ, তাদের এমন অশোভন আচরণ আপনাকে জ্যান্ত মেরে ফেলার জন্য যথেষ্ট।

✍️ জান্নাতুল ফেরদৌস বৃস্টি

ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে লিখেছেন আপু। লিখাটা দেখে অনেক কিছু মনে পড়ে, আসলেই আমরা আমাদের কারনেই হতাশায়,অসহায়ত্বে ভুগি। নিজের ইচ্ছার প্রাধান্য কম দি, যদি অপরজন কিছু বলে এই ভয়ে৷ অসাধারণ লিখেছেন৷ আমাদের অনুভূতি লুকিয়ে আছে এই লিখার মাঝে। ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 3 years ago 

মাঝে মাঝে তাদের নৈতিক আচরণের জন্য তাদেরকে অনুশোচনা বোধ করানো খুবই জরুরি হয়ে পড়ে,

আমিও আপনার এই কথাটির সাথে একেবারেই একমত আপু। কারণ অনেকে এসব কে গ্রান্টেড মনে করে। কাজগুলো করেই যায় কারণ তাদের তো কেও মানা করেনা, বলে দেয় না। এতে তারা আরো বেশি আশ্রয় পায়। খুব সুন্দর লিখেন সবসময় ই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু মনি সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের বাস্তব জীবনে আমরা সবাই অভিনেতা বা অভিনেত্রী । আমাদের প্রত্যহ জীবনের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা কতজন যে আমরা এর প্রতিবাদ করতেছি । প্রতিবাদ করতে পারি না কিন্তু নিজের ভেতরের দুমড়ে-মুচড়ে যায় পরিবার সমাজ আত্মীয়-স্বজন সবদিক থেকে আমাদের কথা শুনতে হয় কিন্তু আমরা কারো কথার জবাব দিতে পারিনা কিন্তু নিজের ভিতরে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়ায় কখনো পাই কখনো পাই না । আপু আপনি অনেক সুন্দর লিখেছেন বাস্তবিক লেখা লিখেছেন । আপনার এই ধরণের লেখা গুলো আমার অনেক ভালো লাগে শুভকামনা রইল আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আপু মনি।

 3 years ago 

অসাধারণ লিখেছেন আপু। যদিও আমি সময় পাই না তারপরও এরকম কিছু লেখার চিন্তা ভাবনা সব সময় করি, কিন্তু হয়ে ওঠেনা। আপনার লেখায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে।

এই কারণেই আপনার দয়ার বিনিময়ে এবং নম্র ব্যাবহার এর পরবর্তী আপনি মানুষের কাছ থেকে যে বেদনা পাচ্ছেন তা লুকিয়ে না রাখাটই গুরুত্বপূর্ণ।

একদম সত্যি কথাই বলেছেন এজন্য আমি মনে করি যারা এরকম কাজ করবে তাদেরকে অবশ্যই একটা শিক্ষা দেওয়া উচিত যাতে পরবর্তীতে এরকম কাজ করতে সাহস না পায় অন্তত একটু হলেও চিন্তা করে।
অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

আমরা সকলেই আমাদের জীবনে যা ঘটছে তা নিয়ে চিন্তা করি, তা ভাল হোক বা খারাপ হোক।

সত্যি আর মিথ্যা যাইহোক, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আপনার লেখাগুলো যথেষ্ট ভালো এবং পড়ার পর অনেক অনুভূতি ভালো কাজ করে। আজকের বিষয়টিও তেমন ছিলো, খুব সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য অনেক খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে বিষয়টি নিয়ে লিখেছেন।আসলে আমাদের প্রতি সকল অনৈতিক ও অমানবিক কর্মকান্ডগুলো মেনে না নিয়ে সেগুলোর প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

image.png

একদম ঠিক কথা বলেছেন।এভাবে চুপ করলে থাকলে নিজের জীবনের সব কিছু একদিন হারিয়ে এক ঘরে কোনে বসে থাকতে হবে।কিন্তু যারা করে তারা কখনো চুপ করে না থেকে অনেকর জীবন নষ্ট করতে থাকে।তাই আর চুপ করে বসে না থেকে ,প্রতিবাদি হয়ে উঠতে হবে।এতে করে আমার আপনার ও সমাজের আর সকলের মঙ্গল হবে।সব মিলে দারুণ লিখেছেন ।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35