Sort:  
 2 years ago 

সুন্দর ভাবে আপনি মানুষের বিবেক জাগ্রত করার জন্য কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন নিজের পার্সোনালিটি সাথে। তাই খুবই ভালো লাগলো যে,সচেতন ব্যক্তিত্বের অভাব আমাদের মাঝে। যতটুকু নিজের মধ্যে সচেতনতা রয়েছে,তা নিজের পরিবেশের কাছে এসে কারনে অকারনে বিলীন হয়ে যায়। সময় সাপেক্ষে কারণে-অকারণে হোক সে মূল্যবোধ টা কে কোন কাজে লাগানো হয় না। তবে খুব ভালো লাগলো আপনার এত সুন্দর পোস্ট পড়ে। বুদ্ধি জ্ঞান এর শুরু থেকেই সচেতন দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমার পথ চলা ছিল। তবে এখনও যথেষ্ট সচেতন ও তার মধ্য দিয়ে নিজেকে বিবেচনা করে থাকে, শুধু জীবনের কিছুটা মানসিক বিপর্যয় আসার ফলে সবকিছুতে বাধাগ্রস্ত হয়ে গেছে, তবে খুব শীঘ্রই কাটিয়ে উঠব। আবার সেই দৃষ্টিভঙ্গিকে জাগ্রত করে বেঁচে থাকার চেষ্টা করবে সবার মাঝে। হয়তো কিছুটা আবেগি মন, খারাপ হয়ে যাচ্ছে, আশা করি মন থেকে বলবেন আমার অনুভূতি।

আবেগের ভুল বিবেকের কাছে জবাব দিতে সময় কেটে যায়। তার পরও অভ্যাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সাথে পরিবেশকে এড়িয়ে যেতে পারিনা।ভাল ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58169.95
ETH 3145.36
USDT 1.00
SBD 2.38