'জীবনের তিক্ত সত্য/𝐋𝐢𝐟𝐞'𝐬 𝐁𝐢𝐭𝐭𝐞𝐫 𝐅𝐚𝐜𝐭' [10% beneficiaries for @shy-fox🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামু আলাইকুম ওয়া-রহ মাতুল্লাহ"

আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ সকালে আমি 'বস্তুবাদী জিনিস(materialistic things)', 'গভীর সংযোগ' এবং 'প্রকৃত সুখের' কথা ভাবছিলাম। আমি এই পর্যায়ে এসেছি যে আমরা সকলেই বস্তুবাদী জিনিসের প্রতি খুব বেশি আসক্ত। আমরা এই বিশ্বের ফ্যাকনেস এর সঙ্গে নিজেদের সংযুক্ত করেছি। আমরা সত্যটা গ্রহণ করতে ঘৃণা করি কিন্তু মিথ্যার উপর বাস করি। আমরা যেভাবে জীবন নিয়ে চিন্তা করি তা আমাদের মনের বিরুদ্ধে। আমরা অপেক্ষা করতে ঘৃণা করি কারণ আমরা আমাদের সবকিছু চাই অল্প সময়ে, আমরা আমাদের দুর্বলতা গুলি বুঝতে মানতে চাই না কারণ আমরা ভয় পাই।

20211014_155606_0000.png
Image source: https://www.pexels.com/search/ocean%20waves%20video/(Edited by me with Canva app)

ভয়? হ্যাঁ! হারানোর ভয়। সৌন্দর্য বিলীন হওয়ার ভয়। কুখ্যাত হওয়ার জন্য ভয়। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন হিসেবের উপর বসবাস করছি। আমাদের নিজস্ব ধর্ম আছে, আমরা আধিপত্যে বিশ্বাস করি কিন্তু আরে! আপনি কি ভুলে গেছেন এই আধিপত্য শুধুমাত্র প্রভুর/ঈশ্বরের? আপনাকে কি মনে করিয়ে দিতে হবে যে এই পৃথিবী একটি পরীক্ষার হল। এই পৃথিবীতে, আমরা সবাই সুখের জন্য প্রচেষ্টা করছি, শান্ত থাকার জন্য প্রচেষ্টা করছি, খ্যাতির জন্য সংগ্রাম করছি এবং আমরা এই পর্যন্ত এসেছি যে, আমাদের সুখ বিলাসবহুল জীবনই ইতিমধ্যে আমাদের শোষণ করেছে।

আমরা প্রকৃত সুখ এবং জীবনের আসল মর্ম ভুলে গেছি। তাই নয় কি? যখন আমরা দুঃখ পাই তখন আমরা কেনাকাটার জন্য বাইরে যাই কারণ আমরা সত্যিই দুঃখ অনুভব করি, যখন আমরা বিরক্ত হই তখন আমরা ফাইভ স্টার হোটেলে যাই প্রচুর খাবার খাই। এমনকি প্রায়শই, যখন আমরা কেবল একাকিত্ব অনুভব করি তখন আমরা নিজেদেরকে ব্যস্ত করার জন্য মানুষের ভীড়ে হাড়াতে যাই। শুধু এই সত্যকে স্লিপ করার জন্য যে আমরা সবাই একা।

কিন্তু, আমরা এটা মেনে নিতে ঘৃণা করি এবং আমরা বলতে থাকি "আমি একা নই"। আমার পুরো (নকল) দল আছে। আমাকে বলুন এমন কোন সংযোগ আছে যা খাঁটি? কোনটি কখনও আপনার আত্মাকে পরমানন্দের পরবর্তী স্তরে নিয়ে যায়? না! কারণ সবকিছুই জাল, সাময়িক। আমরা আমাদের নিজের সুখ খুঁজে পেতে ব্যর্থ হয়েছি কারণ, আমরা বস্তুবাদী জিনিসে এতটাই মগ্ন যে আমরা আমাদের নিজের সাথে খুশি হতে ভুলে গিয়েছি। সর্বশক্তিমান আপনাকে যা কিছু আশীর্বাদ করেছেন সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে আমরা কেন ডিপোসেন্ট? কেন আপনার প্রিয়ো ডিজাইনার দ্বারা একটি পছন্দসই ড্রেস কেনার ৫ মিনিট পরেই ফ্রাস্ট্রেটেড? কেনো আপনি ৫-স্টার হোটেলে খাওয়ার পর আপনি আবার আপনার রুমে এসে নিজেকে আটকে রাখবেন, অনুভব করবেন আপনার কাছে কিছুই নেই। এই আমরাই কৃতজ্ঞ থাকার পরিবর্তে আরো এবং আরো জন্য আকাঙ্ক্ষা করি। এবং এই 'আরো' হচ্ছে বিষ।

আমি বাস্তবের কথা বলছি। যদি আপনি প্রকৃত সুখ খুঁজছেন তাহলে...

নিজেকে সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত করুন।

বস্তুবাদী জিনিস থেকে নিজেকে একটু সরিয়ে প্রকৃতিতে সামান্য বিবরণ খোঁজার চেষ্টা করুন।

আপনার বিশ্বাসে অটল এবং দৃঢ় থাকুন।

জীবন নিয়ে গভীর ভাবে চিন্তা করুন, অল্পতে সন্তুষ্ট থাকার চেস্টা করুন।

এবং আমাকে একবার বিশ্বাস করুন, এমনটা করলে আমরা আমাদের নিজের সাথে খুশি হতে স্বার্থক হতে পারি।

✍️জান্নাতুল ফেরদৌস বৃস্টি।

ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য

Cc:
@rme
@shuvo35
@amarbanglablog

Sort:  
 3 years ago (edited)

অনেক ভালো লিখেছেন। আসলে আমরা যা দেখি তা আসল নয়,মেকি।আর যা আসল তা আমরা দেখতে পাইনা বা বুঝতে পারি না।এজন্য আমরা মিথ্যা বা অলিক বস্তুর পিছনে ছুটে বেড়াই।অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

প্রতিটা কথা যেন কলিজায় গিয়ে লাগে আপু। আপনি এত সুন্দর কিভাবে লিখেন জানি না সত্যি। যা দেখি তা দেখি না। যা বুঝার তা বুঝি না ।যা বুঝার তা ভুল বুঝি। এই নিয়েই আমরা আছি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

আপু অসাধারণ একটি পোস্ট করেছেন। এখন সবাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে,বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দেয় কেবল নিজেকে খুশি রাখার জন্য। কিন্তু দিন শেষে সবাই আবার একা হয়ে যায়। এজন্য সৃষ্টিকর্তার সঙ্গে নিজের আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে সকল প্রকার হতাশা এবং একাকীত্ব থেকে পরিত্রাণ পাওয়া যাবে ।ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

আপনার সম্পূর্ণ লেখাটি পড়লাম লেখাটি অনেক ভালো লেগেছে আমাকে। আর আমি মোটিভেশনাল কথা গুলো পড়তে খুব পছন্দ করি এজন্য আমি বিভিন্ন ধরনের মোটিভেশনাল বই পড়ি। তবে আপনি প্রকৃত সুখের চিত্রটি খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন এবং তোর জীবনের রহস্য তুলে ধরেছেন। আপনার জন্য দোয়া রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

আপনি কত ধারালো কথা ব্যাখ্যা করেন আপু।সত্যিই আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে অল্পতে খুশি থাকা প্রয়োজন।এই অনাকাঙ্ক্ষিত সত্য আমরা মেনে নিতে পারিনা সহজে।অনেক ধন্যবাদ আপু।💝💝

 3 years ago 

ধন্যবাদ দিদি মনি 😍

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66139.00
ETH 3537.52
USDT 1.00
SBD 3.16