'যখন মানুষের ব্যাবহার পরিবর্তন করতে পারবেন না' [১০% বেনিফেসিয়ারী প্রিয় লাজুক খ্যাককে]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

যখন মানুষ আপনার প্রশংসা করছে না আপনি কে তার জন্য।

যখন তারা আপনাকে একটি বিকল্প হিসাবে বিবেচনা করছে অথবা যখন তারা মনে করছে যে আপনি যথেষ্ট যোগ্য নন।

যখন তারা আপনাকে একজন মানুষ হিসেবেই বিবেচনা করছে না। তারা আপনার কাছে আসে শুধু যখনই তাদের প্রয়োজন হয়। এবং তারা আপনাকে প্রাপ্য সম্মান এবং ভালবাসা প্রদান করছে না। ইত্যাদি।

তাহলে এই সকল লোকদের ঈশ্বরের করুণার উপর ছেড়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পরেছে। এসমস্ত ব্যাপার গুলি ইতিমধ্যেই আপনাকে সতর্ক করার জন্য সতর্কতা অবলম্বন করে চলেছে যেনো আপনি সরে যেতে(move on) পারেন সময় থাকতে। বুঝতে হবে এটা আপনার ভ্রমণ নয়।

20211001_210253_0000.png
https://www.pexels.com/search/women/

এটা তাদের বোকামি যারা এই ধরনের বিষাক্ত মনের মানুষের সাথে সংযোগ স্থাপন করে নিজেকে ডিপ্রেশনে ফেলছে, যারা মানবতা, নম্রতা এবং ভালবাসার নির্যাস থেকে অকার্যকর। তাদের কথা ভাববেন না যারা ইতিমধ্যে তাদের কথা, দৃষ্টিভঙ্গি এবং আচরণ দ্বারা আপনাকে আঘাত করেছে। যারা ইতিমধ্যে হিংসার আগুনে জ্বলছে আপনার প্রতি। আপনি কতটা ভদ্র এবং উদার মনের ছিলেন তাদের প্রতি, এটির জন্য তারা আপনাকে প্রশংসা করবে না। তাদের কাছে, আপনি সর্বদা একটি মূল্যহীন সত্তা। এজন্য একা থাকা এবং আপনার নিজের সঙ্গ উপভোগ করা এর চেয়ে উত্তম। আপনার স্বভাব যা আপনি ইতিমধ্যেই তাদের দিয়েছেন বরং তা আরও উন্নত করুন তবে আপনার ট্র্যাক পরিবর্তন করুন।

কখনও সেই লোকদের পথ অতিক্রম করার চিন্তা করবেন না এবং তাদের অন্য কোন সুযোগ দেওয়ার কথা ভাববেন না, যদি জীবনে ভালো থাকতে চান। কথায় আছে, আপনি মানুষের আচরণ পরিবর্তন করতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা কাউকে মূল্য দিতে এবং সম্মান অর্জন করতে জানে না। শেষ পর্যন্ত এর চেয়ে মূল্যবান এবং অপ্রাপ্য আর কিছুই নেই, তা হলো 'আপনার সম্মান'। যারা সম্মান করে না তারা আপনার জীবনের ভালো অংশ হতে পারে না, কোন মূল্যেই না।

✍️ জান্নাতুল ফেরদৌস বৃস্টি

ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য
ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য

Cc:
@rme
@shuvo35
@amarbanglablog

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। যাই হোক এরকম পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার পোস্ট আগেও পড়েছি এবং খুব ভালো লাগে আপনার পোষ্টের কথাগুলো কারণ অনেক সুন্দর সুন্দর জীবন দর্শন পাওয়া যায় আপনার পোষ্টের মাধ্যমে। কেউ আমাদের সাথে ঠিক যেমন আচরণ করে সেটিকে বিবেচনায় রেখেই আমাদের তাদেরকে রিপ্লাই দেওয়া উচিত। খুব সুন্দর করে কথাগুলো বলেছেন

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

যেখানে নিজের মূল্যায়ন ঠিকমতো হয় না, সেখান থেকে সরে আসাই উত্তম। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

যখন কেউ আপনাকে গুরুত্ব দিবে না তখন সেখান থেকে পিছিয়ে আসুন।এবং এমন কিছু চেষ্টা করুন যা দেখে তারা আফসোস করবে। ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার প্রতিটা পোস্টে অনেক সুন্দর লাগে না আপনার বলছিলে বললে আসলেই অনেক কিছু শিখতে পারি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর পোস্ট করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু একদম ঠিক বলেছেন আসলে আমি কার সাথে চলবো। বা কার সাথে কথা বলব সেটি বাছাই করে নেয়াটা খুব জরুরী যার তার সাথে কথা বললে মানুষ ডিপ্রেশনে চলে যাবে এটাই স্বাভাবিক। সব সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেন এই বিষয়টি আমি লক্ষ করেছি। আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনি সবসময় খুব সুন্দর লিখেছেন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অনেক সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন আপু।সত্যিই যারা সম্মান করে না তারা আমাদের জীবনের অংশ হতে পারে না।👍ধন্যবাদ আপনাকে।💝💝💝

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48