'DIY- এসো নিজে করি // আমার প্রথম মান্ডালা আর্ট' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহ মাতুল্লাহ। আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন।

আমি অনেক ভাবুক টাইপের একটি মেয়ে, আমার মোটিভেশনাল, ফিকশন, গল্প, রোমান্টিক, গভীর চিন্তার বিষয় গুলো লিখার বেশি আগ্রহ। তবে আপনাদের সবার এত্তো সুন্দর ছবি অংকন দেখে অনুপ্রাণিত হয়ে আমিও কিন্তু শুরু করে দিয়েছি ছবি আঁকা আঁকি। এর আগে ৫টি স্কেচ করেছি। তবে আজ আমি এঁকেছি একটি সাধারণ মান্ডালা আর্ট। এই মান্ডালা শব্দের অর্থ হচ্ছে চক্র। হাতে আঁকা, রঙিন চিত্র বা জ্যামিতিক কোনো আকৃতি গুলো পরপর একইভাবে সাজানো হয় তবেই এটি তৈরি করে একটি মান্ডালা।

এর আগে কখনও অংকন করিনি, এটি আমার প্রথম পোস্ট মান্ডালা অংকন এর। তাই শুরুটা খুবই সাধারণ একটি মান্ডালা আর্ট দিয়ে শুরু করছি।

20211113_115859-02.jpeg

20211113_115808-01.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ

১। একটি অফসেট পেপার
২। পেন্সিল
৩। রাবার
৪। কাটার
৫। স্কেল
৬। কাটা কম্পাস
৭। মার্কার/সাইনপেন

চিত্র অংকন এর সম্পূর্ণ প্রক্রিয়াঃ

ধাপ ১ঃ

প্রথমেই একটি পরিস্কার অফসেট পেপারে স্কেল এবং পেন্সিল এর সাহায্যে ক্রস এর মতো অংকন করে নিলাম।

20211113_111238.jpg

20211113_111331.jpg

ধাপ ২ঃ

এরপর ক্রস এর মাঝের পয়েন্ট এ কাটা কম্পাস রেখে এক এক করে পর পর ৪টি বৃত্ত একে নিলাম।

20211112_202318.jpg

20211113_120931.jpg

20211113_120915.jpg

ধাপ ৩ঃ

এরপর ছোট বৃত্ত থেকে ডিজাইন অংকন শুরু করলাম। ডিজাইন আপনার পছন্দসই দিতে পারেন। আমি খুব সিম্পল ডিজাইন দিয়ে দেখিয়ে দিলাম। ফুলের পাপড়ির মতো একে নিলাম ১ম বৃত্তে। এরপর এক এক করে একটির উপর একটি ডিজাইন করে নিচ্ছি।

20211113_111411.jpg

20211113_111542.jpg

ধাপ ৪ঃ

এরপর বরফি আকৃতি দিলাম, ডাইমন্ড এর মতো ডিজাইন করলাম। ইত্যাদি।

20211113_111621.jpg

20211113_111751.jpg

20211113_111721.jpg

20211113_111938.jpg

ধাপ ৫ঃ

এরপর শেষ বৃত্তের চারিদিকে ত্রিভুজ এর মতো ছোট ছোট ডিজাইন করে নিলাম।

20211113_115259.jpg

20211113_115314.jpg

ধাপ ৬ঃ

এরপর সাইনপেন অথবা মার্কার পেন এর সাহায্যে পুরো ছবি টি গাড় করে নিলাম।

20211113_120953.jpg

20211113_121041.jpg

20211113_115421.jpg

20211113_115445.jpg

ধাপ ৭ঃ

এরপর অংকন করা এই ডিজাইন গুলোকে সাইনপেন দিয়ে ভরাট করে নিলাম, পছন্দসই। দেখতে আরও সুন্দর দেখাচ্ছে৷ শেষ বৃত্তের ডিজাইন গুলো ও ভরাট করে নিলাম। আপনি চাইলে আরও অনেক ডিজাইন করে নিতে পারেন।

20211113_115533.jpg

20211113_121025.jpg

20211113_115715.jpg

20211113_115732.jpg

20211113_115701.jpg

ধাপ ৮ঃ

নিজের নাম সাইন করে নিলাম এবং একটু ফটোগ্রাফি করলাম। ব্যাস হয়ে গেলো আমার সাধারণ একটি মান্ডালা আর্ট।

20211113_115859.jpg

20211113_115931.jpg

20211113_115953.jpg

"পরবর্তীতে আরো ছবি একে হাজির হবো আপনাদের সামনে। অনেক ভালবাসা এবং দুয়া রইলো সবার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ"।

                💗💗💗

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 3 years ago 

চিন্তায় পড়ে গেলাম, ফেয়ার এন্ড লাভলী কি হাতে মাখছেন নাকি কাগজে, দুটোই সমান ফর্সা মনে হচ্ছে? হি হি হি

হুম বুঝতে পারছি আমারও একবার ট্রাই করতে হবে, সবাই মান্ডালা ড্রয়িং নিয়ে যা শুরু করছে, খালি আমি বাদ পড়ে গেলাম, এটা কোন মতেই মেনে নেয়া যায় না, হা হা হা।

খুব সুন্দর ড্রয়িং করেছেন, প্রতিটি ধাপ বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago (edited)

ভাইয়া আমিও সবার টা দেখেই শুরু করে দিলাম অংকন মান্ডালার। আপনার অংকন এর জন্য অপেক্ষায় রইলাম কিন্তু। আর ভাইয়া আমি ফেয়ার এন্ড লাভলী মাখিনা, কিছুই মাখি না হাহা।

 3 years ago 

এটি যদি প্রথম ম্যান্ডেলার আর্ট হয় তাহলে পরবর্তীতে যে আপনি কি আর্ট করবেন সেটাই আমি চিন্তা করছি। প্রথম আর্ট দেখে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে কোন দক্ষ হাতে আর্টটি করা । খুবই চমৎকার হয়েছে আপনার আর্টটি ।দেখেতে অনেক ভালো লাগছে ।শুভকামনা রইলো আপনার পরবর্তী আর্টের জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

যেমন আর্ট তেমন সৌন্দর্য এককথায় অসাধারণ। আপনার আকা ম্যান্ডালা আর্ট অসম্ভব সুন্দর ছিল। আপনার উপস্থাপন গুলো চমৎকার লেগেছে আমার কাছে।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু। ❤️❤️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমবারেই কিন্তু ভালো করেছেন। দেখতে অনেক ভালো লাগছে আর্টটি। মান্ডালা আর্ট এমনিতেই ভালো লাগে দেখতে। বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আপনার আর্টটি প্রথম টানে অনেক ভালো হয়েছে👌।

 3 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এবং খুব ধৈর্য্য সহকারে মান্ডালা আর্টি খুব সুন্দর করে সম্পূর্ণ করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনার মান্ডালা আর্ট। প্রথমবারেই অনেক সুন্দর করে করেছেন। ড্রইং টি দেখতে আসলেই খুব সুন্দর দেখাচ্ছে। খুব নিখুঁতভাবে ড্রইং টি করেছেন। আশা করছি আরও সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করবেন। অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার মান্ডালা আর্ট' । অনেক সময় দিয়ে এ ধরনের আর্ট করতে হয়। আপনার উপস্থাপন ছিল খুব সুন্দর। প্রতিটি ধাপ অসাধারণ ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তৈরি মান্ডালা আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনি প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে। মান্ডালা আর্ট আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার একটি খুবই সুন্দর এবং স্পষ্ট হয়েছে। আপনি আমাদের মাঝে নতুন একটা মান্ডালা হাট উপহারস্বরূপ নিয়ে এসেছেন দেখে চোখ জুড়িয়ে গেল। এবং ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন এবং অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের সাথে এত সুন্দর করে মান্ডালা আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আমরা আরো একজন অঙ্কন শিল্পী পেলাম আমাদের মাঝে। সুন্দর এঁকেছেন। আপনি যেভাবে ছবি তুলেছেন। যারা ছবি আঁকে তাদের উচিত আপনার মত করে ছবি তোলা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31