'জীবনের প্রথম একটি অভিজ্ঞতা' [10% 𝐛𝐞𝐧𝐞𝐟𝐢𝐜𝐢𝐚𝐫𝐢𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐲 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 @𝐬𝐡𝐲-𝐟𝐨𝐱🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20211104_224117.jpg

               ❤️❤️❤️

আসসালামু অলাইকুম ওয়া রহ মাতুল্লাহ। আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন। গতকাল পোস্টে বলেছিলাম বাবা মা বাসায় নেই, ফুপি অনেক অসুস্থ তাই সেখানে আছে। কিন্তু ভাবি আছে বাসায় আমার সাথে। গতকাল দিনটি বেশ কেটেছে আমার, আজও অনেক ভালোই কেটেছে দিন টি।

আজ সকাল হয়েছেই আমার দুপুর ১২ টায়😅। উঠে লাঞ্চ এবং নাস্তা এক সাথেই খেয়ে নিয়েছিলাম, মানে ভাত ই খেতে হয়েছে মুরগীর মাংস আর বেগুন ভাজা দিয়ে। খাওয়া দাওয়া করার পর এক বড় আপু বাসায় আসে উনার কিউট একটি বেবি কে নিয়ে। উনার সাথে গল্প করে সময় টা কেটে যায়, অল্প সময়ই ছিলেন উনি।

B612_20211104_212857_466.jpg

B612_20211104_213210_703.jpg

স্থানঃhttps://maps.app.goo.gl/mcWMUh7bUGvj7cYr5

এখন আসি আসল কথায়।
হ্যা, আমি মুসলিম মেয়ে কিন্তু সব ধর্মের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। এবং অবশ্যই জানার, দেখার কৌতুহল আছে। আজ হিন্দু ধর্মের একটি বিষেস দিন 'দীপাবলি' ছিল। তাই হঠাৎই ইচ্ছে হলো একটু দেখে আসি, ইতিপূর্বে আমি কখনও যাইনি এবং দেখিনি। বাসা থেকে বের হয়ে গেলাম ৫ঃ৩০ টার দিক এবং সময় মতোই পৌছে গেলাম 'রাজারবাগ কালিবাড়ি'।

20211104_212034.jpg

20211104_182216.jpg

20211104_211926.jpg

20211104_211936.jpg

20211104_182829.jpg

একটি ভিডিও করেছিলাম আমার মোবাইল দিয়েই। লিংক টি শেয়ার করে দিলামঃ

স্থানঃhttps://maps.app.goo.gl/RgFajTCq2fZr7yFq8
ডিভাইসঃ Samsung Galaxy Note 9

ভেতরে যাবার পর অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর করে সাজিয়ে ছিলো পুরো জায়গা টা। লাইটিং দেখে তো আমি অবাক। এরপর আস্তে ধিরে যেখানে সবাই গান করছিল, যেখানে মন্দির ছিল সেখানে এগিয়ে গেলাম। অনেক ছবি আর ভিডিও তুলে নিয়েছি, আমার খুব খুব ভালো লেগেছে সেই মুহুর্ত টি৷ সবাই খুব সুন্দর সুন্দর ড্রেস আপ করেছিল, পূজো দিচ্ছিল। অনেকক্ষন একটি সিমেন্ট এর তৈরি বেঞ্চ এ বসে ছিলাম এবং এইসব কিছু পর্যবেক্ষন করছিলাম।

2021-11-04-22-28-07-563.jpg

20211104_212016.jpg

20211104_212007.jpg

স্থানঃhttps://maps.app.goo.gl/RgFajTCq2fZr7yFq8
ডিভাইসঃ Samsung Galaxy Note 9

একটি দিঘি ছিল সেখানে। দিঘির দিক তাকিয়ে আমি যেনো কোথায় হারিয়ে গিয়েছিলাম, ভাবুক টাইপের মেয়ে তো তাই। কিছু ছবি এবং ভিডিও নিয়েছি যা শেয়ার করলাম। অনেক টা সময় থেকে আমি বের হয়ে যাই বাসায় ফেরার উদ্দেশ্যে।

20211104_211721.jpg

20211104_211953.jpg

বাইরে বের হয়েই আমার চোখ গেলো ভ্যারাইটিস নাড়ু এবং মুরালির দিক, যা আমার অনেক অনেক পছন্দ। আমি বাসার জন্য কিনে নিয়ে আসলাম অনেক গুলো। এরপর উবার করে বাসায় চলে আসি৷

20211104_215409.jpg

ফ্রেস হয়ে আগেই এক কাপ রঙ চা এবং সেই সাথে আমার এই কথা গুলো লিখা........

এই ছিলো আমার আজকের দিন। অনেক অনেক ইনজয় করেছি 'দীপাবলি'। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপুর সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখে অনেক ভালো লাগলো। আপনার উপর আরও শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেলো। অনেক দারুন মুহুর্ত কাটিয়েছেন। ছবি গুলি ও খুব ভালো হয়েছে। অসংখ্য শুভেচ্ছা আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু,শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাকে।আমার খুবই ভালো লেগেছে যে আপনি অন্য ধর্মের হয়ে ও শ্রদ্ধার সহিত আমাদের হিন্দু কালি পুজো দেখতে গিয়েছেন।এইজন্য আপনার জন্য আমার অনেক ভালোবাসা রইলো।💝💝ভিডিওটি ভালো ছিল।

 3 years ago 

দিদি মনি খুব সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দেশে ছুটির দিনগুলি খুব গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং সুন্দর সাজসজ্জা সর্বত্র লক্ষ্য করা যায়।
আমি কিভাবে আশা করি যে আমার দেশে সেই ভাল সময় ফিরে আসবে যেখানে ছুটির দিনগুলি সুপার উদযাপন করা হয়েছিল।

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। তবে আপনার দেশে কি উদযাপন হয় না কোনো বিশেষ দিন?

 3 years ago 

বছরে অনেক পার্টি হয়, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা নিজেদেরকে খুঁজে পাই, অর্থ উদযাপনের জন্য পর্যাপ্ত নয় এবং সে কারণে প্রতি বছর পার হওয়ার সাথে সাথে ঐতিহ্য এবং উত্সবগুলি ভুলে যাচ্ছে।

 3 years ago 

আমি বুঝতে পেরেছি বন্ধু🥺। আমার সাধ্য থাকলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম এখন। অনেক দুয়া রইলো তোমার জন্য 💗।

 3 years ago 

আপনার প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ, আমি এটি খুব কৃতজ্ঞ হবে. 🤗

 3 years ago 

❤️❤️❤️💗💗💗

 3 years ago 

আপনার মূহুর্তটা খুব সুন্দর ছিল। কালিপূজায় নাড়ু খাওয়া,চা পান করা,মন্ডপের সৌন্দর্য উপভোগ করা সব মিলে সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফ্রেস হয়ে আগেই এক কাপ রঙ চা।

এই কাজটা আমি একদম করতে পারিনা কেনো জানি। কাজটা বলতে আমি একদম রঙ চা টা খেতে পারিনা। কোনোভাবেই গলা দিয়ে নামেনা। নাড়ু দেখেই খেতে ইচ্ছে করছে গো আপু।

 3 years ago 

অনেক গুলো কিনেছি আপু, চলে আসেন 😍।

সবমিলিয়ে অনেক সুন্দর চেষ্টার সার্থক প্রতিফলন ঘটানো হয়েছে। ভাল ছিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন আপু। আমার একটা খারাপ লাগে যে আমি বাহিরে ঘুরতে পারিনা। আর পরীক্ষা চলাতে তো নয়ই। দিপাবলীতে আমার সব থেকে প্রদীপ জ্বালানোর বিষয়টি দারুন লাগে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 3 years ago 

আপনার দীপাবলি নিয়ে যে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কালকের দিনে যে চমৎকার অভিজ্ঞতার কথা আপনি তুলে ধরেছেন তা শুনে আমারও ভীষণ ভালো লাগলো। এটা সত্যি কথা যে আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

 3 years ago 

জী আপু মনি। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87747.34
ETH 3057.76
USDT 1.00
SBD 2.74