Sort:  
 3 years ago 

তাই জীবনে সব কিছুই পারফেক্ট হয় না।

একদম ঠিক বলেছেন আপু।আসলে সব পারফেক্ট হল্ব বাঁচার ইচ্ছে টাও চলে যেতো।

 3 years ago 

একদম আপু মনি।

 3 years ago 

আপনি সব সময়ই লজিকালি সব কিছু চিন্তা করতে পারবেন না। সব কিছু যুক্তির মধ্যে ফেলতে পারবেন না। কিছু বিষয় অবশ্যই আপনাকে আবেগের সাথে সংশ্লিষ্ট করবে

এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। কারণ এটা চরম সত্য। আমাদের সমাজের সবকিছু আমরা লজিক দিয়ে বিচার করতে যায় কিন্তু সবক্ষেএে সেটা সম্ভবপর না। এবং আমরা অন‍্যের বিষয় নিয়ে সবসময়ই বেশি আগ্রহ প্রকাশ করি এটা একটা খারাপ দিক। অন‍্যকে রে উপদেশ গুলো আমরা দেয় সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আরও ভালো কিছু হত। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে এটাই বাস্তব অন্যকে উপদেশ দেওয়া নিজের বেলায় এগুলো বাস্তবে অনেক কঠিন। আমরা কিন্তু একটা কথা খুব সহজেই অন্যকে বলতে পারি। এটা না এটা ঠিক কিন্তু আমরা সেটা করতে পারিনা।আসলেই সময়ের পরিবর্তনে সবকিছু ফিরে আসে বাস্তব।আসলে পৃথিবীর প্রতিটা মানুষই পারফেক্ট নয়। পারফেক্ট বানিয়ে নিতে হয়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26