'DIY-এসো নিজে করি// 'মীনা কার্টুন' মনোগ্রাম এর স্কেচ অংকন' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহ মাতুল্লাহ। আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন। আগেই বলেছি আমি অনেক ভাবুক মেয়ে, আমার মোটিভেশনাল, ফিকশন, গল্প লিখার বেশি আগ্রহ। তবে এখন আপনাদের সবার ছবি অংকন দেখে অনুপ্রাণিত হয়ে আমিও শুরু করে দিয়েছি ছবি আঁকা। আজ আমি এঁকেছি 'মীনা কার্টুন'।

20211027_122114-01.jpeg

মীনা একটি কেন্দ্রীয় চরিত্র, ৯ বছর বয়সী প্রাণবন্ত ও সাহসী মেয়ে, যে তার গ্রামের বিভিন্ন সুপরিবর্তনের লক্ষ্যে কাজ করে।সে বিদ্যালয়ে যেয়ে পড়াশুনা করতে খুব ভালবাসে এবং নতুন কোন কিছু সম্পর্কে শিখতে ও জানতে চায়। মিঠু হচ্ছে মীনার সবচেয়ে কাছের বন্ধু ও তার পোষা টিয়া, যাকে আমি ছবিতে একেছি।

যেসকল সচেতনতা মীনা কার্টুনের মাধ্যমে তৈরির চেষ্টা করা হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে, বাল্যবিবাহ বন্ধ করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো ইত্যাদি। মীনা কার্টুন এর গানটি আমার খুব পছন্দের একটি গান এবং গান এর শেষে একটি মনোগ্রাম হিসেবে ছবি দেয়া থাকে। আমি সেই ছবিটি স্কেচ করার চেস্টা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।

প্রয়োজনীয় উপকরণঃ

১। একটি অফসেট পেপার
২। পেন্সিল
৩। রাবার
৪। কাটার

চিত্র অংকন এর সম্পূর্ণ প্রক্রিয়াঃ

ধাপ ১ঃ
প্রথমেই মীনার ফেইস এবং চুল এর আকৃতি হালকা করে এঁকে নিলাম। চুল সব সময় বেনি করে থাকে তাই আমিও সেটাই দিলাম।

20211026_215000.jpg

20211026_215026.jpg

ধাপ ২ঃ
এরপর পুরো মুখমণ্ডল এঁকে নিলাম।

20211026_215240.jpg

ধাপ ৩ঃ

খুব ঢিলা ঢালা জামা পড়ে থাকে সেটাই আধা একে নিলাম এবং ডান হাতটি সম্পুর্ন আঁকলাম। আগেই বলেছি মনোগ্রাম এর মতো তাই হাতটি কেনো উপরের দিক এঁকেছি সেটা পরে বুঝতে পারবেন।

20211026_215622.jpg

ধাপ ৪ঃ

হাত এর মাঝে চুলের অংশ দেখা যাচ্ছিল সেটা মুছে নিলাম এবং পাশে তার পোষা টিয়ার চেহারা একে নিলাম।

20211026_220227.jpg

ধাপ ৫ঃ

এরপর প্রথমে টিয়ার ডানা দুটো একে নিলাম যেনো মনে হবে সে উড়ে এসে বসবে মীনার ঘারে। তারপর পুরো শরির এবং লেজ টি এঁকে নিয়েছি।

20211026_220752.jpg

20211026_221010.jpg

ধাপ ৬ঃ

যেহেতু মনোগ্রাম এর মতো তাই নিচে তার নামটি ডিজাইন করে লিখলাম।

20211026_221547.jpg

ধাপ ৭ঃ

এরপর মীনার চোখ, চুল এবং নামটি গাড় করে স্কেচ করে নিলাম।

20211026_224130.jpg

20211026_224106.jpg

ধাপ ৮ঃ

পুরো ছবিটি একটু গাড় করে নিলাম এবং নিজের নামটি সাইন করে নিলাম। দেখে মনে হবে যেনো মীনা সবাইকে হায়(Hi) দিচ্ছে। এরপর স্কেচটি ইডিট করলাম মোবাইল দিয়ে। হয়ে গেছে আমার পছন্দের একটি ব্যাক্তিত্ব 'মীনার' স্কেচ অংকন।

20211027_122114-01.jpeg

পরবর্তীতে আরো ছবি একে হাজির হবো আপনাদের সামনে। অনেক ভালবাসা এবং দুয়া রইলো সবার জন্য। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

মিনা কার্টুন এর অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। অনেক দারুন হয়েছে। ছোট বেলায় এই মিনার কার্টুন অনেক দেখতাম। প্রতি সপ্তাহে একটি সোমবারে দিনের জন্য অপেক্ষা করতাম কবে সেই দিন আসবে। অনেক চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো

 3 years ago 

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

আপু আমি মুগ্ধ হলাম।আপনার এত নিখুঁত ও দক্ষতার সঙ্গে অঙ্কনটি দেখে।অসম্ভব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।☺️

 3 years ago 

আপু চমৎকার আর্ট করতে পারেন তো। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago (edited)

আপু আপনার মিনার কার্টুন এর চিত্র অংকনটি খুবি সুন্দর হয়েছে। মিনারের ছবির মতোই হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। আপনি খুবই সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোট সময়ে অনেক দেখেছি মীনার কার্টুন।আপনার অংকনটা খুবই সুন্দর হয়েছে।প্রতিটা ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।যা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়েছে।
শুভকামনা রইলো আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য

 3 years ago 

এতো নিখুত ভাবে কিভাবে করেন? অসাধারন হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য

 3 years ago 

আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে। চমৎকার এঁকেছেন। মিনা কার্টুন দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। খুব আগ্রহ নিয়ে এই কার্টুনটা দেখতাম। আপু মার্ক ডাউনের ব্যবহারটা দ্রুত শিখে নিন। তাহলে আপনার এই পোস্টটা দেখতে আরো সুন্দর লাগবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আমি অবশ্যই মার্ক ডাউন টি শিখে নিবো।

 3 years ago 

আপু মীনা কার্টুনের চিত্রটি আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। মীনা আমাদের খুবই প্রিয় একটি মুখ। আমরা ছোটবেলা থেকেই এই প্রিয় মুখের সাথে পরিচিত। অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর মীনা কার্টুন এর স্কেচ অংকন করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার চিত্রটি। আসলে মিনা রাজু কার্টুন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মিনা রাজু কার্টুনটি আমি ছোটবেলায় খুব দেখতাম। এই কার্টুনটি দেখার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে ছেলে -মেয়েদের সমান অধিকার রয়েছে। তাই এই কার্টুনটি তুলে ধরা হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট করেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য

 3 years ago 

মিনা কাটুন একসময় আমাদের সবার পছন্দের কার্টুন ছিল। এই কার্টুনের প্রতিটি পর্বই খুব সুন্দর ছিল। আমার খুব পছন্দের ছিল। আপনি খুব সুন্দর করে মিনা এবং মিঠুর ছবিটি এঁকেছেন। ছবিটি দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য এর জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53