আসলে বর্তমান সময়ে ভালোবাসা পূর্ণতা পাবে এমন টাও না। কথাটার সাথে একমত। কিছু কিছু সময় বাস্তবতার কারণে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আসলে একটা মানুষকে চিরকাল ভালবেসে যাওয়াটা কঠিন। আস্তে আস্তে চরম বাস্তবতার শিকার হতে হয়। আসলে ভালোবাসা শুরু হয় ভালোলাগা থেকে কিন্তু একটা সময় দুজনের ভিতরে একটা ছলনা কাজ করে বেইমানএ এ পরিনত হয়। আসলে অন্যকে ধ্বংস করে কেউ এই সুখে থাকে না। আসলে বর্তমান সময়ে ভালোবাসাকে মানুষ টাইম পাস হিসেবে নিয়েছে। যখন যে থাকে তাকেই ব্যবহার করে।অনেক সুন্দর লিখেছেন আপু।
আপনার প্রতিটা লেখার মধ্যে আলাদা একটা গভীরতা থাকে। যেটা আমাদের অনেক গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটা আপনি একেবারে ঠিক বলেছেন যে সব ভালোবাসা পরিণতি পাবে এটা ঠিক না আবার সব ভালোবাসা প্রকাশও করা যাবে এটাও ঠিক না। নিজের মধ্যে অনেক কিছুই লুকিয়ে রাখতে হয়।
কবে হবে এ খেলার অবসান?
একটা কথা আজ না বলে পারছি না,
প্রিয়, তুমি আসলেই বড্ড ভয়ানক বেইমান
সম্পূর্ণ কবিতা টা সুন্দর লিখেছেন। আমার বেশ পছন্দ হয়েছে। এবং সবচেয়ে ভালো লেখেছে এই তিনটা লাইন।।
আসলে বর্তমান সময়ে ভালোবাসা পূর্ণতা পাবে এমন টাও না। কথাটার সাথে একমত। কিছু কিছু সময় বাস্তবতার কারণে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আসলে একটা মানুষকে চিরকাল ভালবেসে যাওয়াটা কঠিন। আস্তে আস্তে চরম বাস্তবতার শিকার হতে হয়। আসলে ভালোবাসা শুরু হয় ভালোলাগা থেকে কিন্তু একটা সময় দুজনের ভিতরে একটা ছলনা কাজ করে বেইমানএ এ পরিনত হয়। আসলে অন্যকে ধ্বংস করে কেউ এই সুখে থাকে না। আসলে বর্তমান সময়ে ভালোবাসাকে মানুষ টাইম পাস হিসেবে নিয়েছে। যখন যে থাকে তাকেই ব্যবহার করে।অনেক সুন্দর লিখেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার প্রতিটা লেখার মধ্যে আলাদা একটা গভীরতা থাকে। যেটা আমাদের অনেক গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটা আপনি একেবারে ঠিক বলেছেন যে সব ভালোবাসা পরিণতি পাবে এটা ঠিক না আবার সব ভালোবাসা প্রকাশও করা যাবে এটাও ঠিক না। নিজের মধ্যে অনেক কিছুই লুকিয়ে রাখতে হয়।
সম্পূর্ণ কবিতা টা সুন্দর লিখেছেন। আমার বেশ পছন্দ হয়েছে। এবং সবচেয়ে ভালো লেখেছে এই তিনটা লাইন।।
ধন্যবাদ ভাইয়া।
আসলেই সত্যি,সব প্রিয়রা আপন হয়না। বা সেই ভালোবাসা ফিরিতেও দিতে পারেনা।
ধন্যবাদ আপু মনি।