Sort:  
 3 years ago 

আপু আপনার কবিতাটা পড়ে খুব ভালো লাগলো আপনি আপনার কবিতার মাঝে ভালোবাসার মানুষকে তার মনের কথা বলতে না পারার একটা চাপা বেদনা ফুটিয়ে তুলেছেন। সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার কথা বলেছেন। ভালোবাসার ঘর টিকে থাকে বিশ্বাসের উপর যেখানে থাকবেনা কোনো অবিশ্বাসের ছিটেফোঁটা থাকবে শুধু আস্থার বহিঃপ্রকাশ। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদেরকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

আমার একটা গল্প আছে
বলা হলো না কারো কাছে,
পথ চেয়ে বসে আছি
পেতাম যদি সুজন সাথী
মনের যত জমা কথা
বলতাম তাহার বুকে রেখে মাথা।

আপু আপনি আজকে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনি ঠিক বলেছেন। ভালবাসা হল প্রার্থনার মত, এর জন্য প্রয়োজন অন্তরের পবিত্রতা। আপনার পোস্টটি ভিজিট করতে পেরে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

না বলা শত আশা
লুকিয়ে রেখেছে মনের ভাষা,
বলবো বলে তার কানে
চেয়ে আছি আজও তার পথ পানে।

না বলা কথাগুলো এভাবেই একদিন বলা হবে কাওকে।

 3 years ago 

ভালোবাসা নিবেন আপু❤️

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26