Sort:  
 2 years ago 

আপনার কবিতার মধ্যে বাংলার অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আপনি খুব চমৎকার করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা আপনার কবিতায় তুলে ধরেছেন। প্রকৃতির রূপ মাধুর্যের বর্ণনা শেয়ার করতে গিয়ে আপনি প্রকৃতির মাঝে যেন হারিয়ে গেছেন। অপরূপ প্রকৃতির প্রান কথাটি বর্ণনা করতে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ব্যাখ্যা করেছেন। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গৃষ্ম কালীন ও বর্ষা কালীন সময়ের আগমন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার অন্তর্নিহিত গল্প বাস্তবসম্মত অনেক বিষয় উপলব্ধি করতে সহায়তা করে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু কবিতার ছন্দ গুলো অনেক ভাল ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বর্ষার জলরাশিতে আনন্দে মেতে উঠে
আমাদের এই প্রকৃতির প্রাণ।

প্রকৃতির প্রাণের সৌন্দর্যে মুগ্ধ হই আমি বারংবার!

 2 years ago 

কবিতা লিখতে হলে দেখতে হবে স্বপ্ন কথাটা দারুণ বলেছেন আপু। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন লোকের সংখ্যা নাই বললেই চলে।

গ্রীষ্মকালের সব তপ্ততা ফিরিয়ে দিয়ে
বর্ষার আগমনে খাল বিল যখন জলমগ্ন
সৌন্দর্যের জন্য প্রকৃতির রানী
বর্ষাই তখন অনন্য

কবিতা তা দারুণ লিখেছেন আপু। কবিতা টার মাধ্যমে আপনি যেন বাংলার রোপ বৈচিত্র তুলে ধরেছেন। এবং বর্ষার রুপ বৈচিত্র টা যেন আরও ভালো লাগে। অনেক সুন্দর কবিতা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

অজস্র শাপলা হাসতে থাকে খালবিলে
মনে হয় প্রকৃতি আনন্দে দুলে,
ছোট ছোট ছেলেমেয়েরা
শাপলা শালুক কুড়ায় ডুবে ডুবে।

আজ ভাষা নেই মন্তব্য করার। মনে হচ্ছে পুরো কবিতায় বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছেন। আপনার কবিতায় বাংলার রূপ বৈচিত্রের অংশ থেকে কিছুই বাদ পড়েনি। মনটা ভরে গেল আপু। প্রাণঢালা ভালোবাসা নেবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60716.58
ETH 3369.74
USDT 1.00
SBD 2.48