★'জীবনটা এমনই/𝑳𝒊𝒇𝒆 𝒊𝒔 𝒍𝒊𝒌𝒆 𝒕𝒉𝒂𝒕'★ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
উত্থান এবং পতন আমাদের জীবনের অংশ। আমি আমার জীবনের অনেক কঠিন সময় পার করে এসেছি। আমি মনের দিক থেকে সম্পুর্ন ভেঙে পড়েছিলাম, আমি অনুভব করেছিলাম যে এখন কিছুই বাকি নেই, জীবন যাপনের সমস্ত আশা এবং উদ্দেশ্য হারিয়ে ফেলেছিলাম। এক কথায়, আমি কোনও উদ্দেশ্য ছাড়াই জীবনযাপন করছিলাম।
সময় টা বিকেল হবে, একদিন, আমি আমার বাসায় ফিরছিলাম আমার ইউনিভার্সিটি থেকে। পথে একটি সুন্দর গাছ দেখতে পেলাম। আমি প্রায় প্রতিদিনই দেখতাম অবশ্য, গাছটির দিকে একবার হলেও চোখ যেতো বেশ সুন্দর ছিল. পরে শরৎ এর মৌসুম এলো। যেহেতু শরৎ কাল ছিল, গাছটি তার সমস্ত পাতা হারিয়ে ফেলেছিলো। ঠিক মনে হচ্ছিল প্রাণহীন কঙ্কালের মতো। তবুও, গাছটি কিন্তু দৃঢ় ভাবে দাঁড়ানোর চেষ্টা করছিল।
লিংকএখানে
সময় অতিবাহিত হচ্ছিল, হঠাৎ একদিন আমি লক্ষ্য করলাম সুন্দর ছোট ছোট পাতা আসছে গাছটি তে। আরো সময় পার হবার পর, গাছটি তাজা সবুজ পাতা এবং সুন্দর ফুল দিয়ে ভরে গেলো। আগের তুলনায় আরও বেশি সুন্দর হয়ে উঠেছে!
আমি তখন ভাবছিলাম এই গাছটি যদি কোনো পাতা না হারাতো? এটি কোনও নতুন পাতা পেতো না এবং এটি আজকের মতো এতটা সুন্দরও হয়ে উঠতো না। এই গাছটি প্রতি বছর এমন করে তাদের পাতাগুলি হারাচ্ছে, কিন্তু এটি নতুন পাতা, নতুন ফুল পাওয়ার আশা এবং আবার সুন্দর হওয়ার প্রত্যাশায় দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকে।
লিংকএখানে
একটি গাছ জীবনটি দেখার জন্য আমার ধারণারই পরিবর্তন করেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমরা যদি কিছু হারিয়ে ফেলি তবে এর অর্থ হচ্ছে এটি ছেড়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু আমাদের আরও দৃঢ় ভাবে দাড়িয়ে থাকা উচিৎ এই আশা নিয়ে যে আরও ভালো কিছু আমাদের কাছে আসবে অথবা হারানো কিছুই ফিরে আসবে আবার।
এই সময়টি কে আপনার জীবনের শরৎকাল হিসাবে বিবেচনা করুন। আশা রাখুন, প্রতিটি মুহুর্ত উপভোগ করতে থাকুন এবং সঠিক সময়টির জন্য অপেক্ষা করুন। মনে রাখবেন যে আপনার সাথে যা ঘটেছিল তা ভালো কারণেই ঘটছে। জীবন বেঁচে থাকার জন্য খুব ছোট, একটু সুখ এবং অন্যকে অনুপ্রাণিত করে জীবনযাপন করুন।
আমার মতো আপনিও ভেবে দেখুন। একটি গাছ যে জীবনটি দেখার জন্য আমার ধারণার পরিবর্তন করেছিল। আপনার ও ধারণা পালটে দিবে।
★সমাপ্ত★
"ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন"।
ডিসকোর্ডলিংক
কোটেশনঃ- "যদি ১০০ জন ক্ষুধার্তকে না খাওয়াতে পারো তবে অন্তত ১জন ক্ষুধার্তকে খাওয়ানোর চেস্টা করো"।
"আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, ইংরেজি ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের একজন ইউনিভার্সিটির ছাত্রী। আমি মোটিভেশনাল আর্টিকেল, গল্প, ড্রইং এবং গভীর চিন্তার বিষয় গুলো লিখতে ভালবাসি। পাশাপাশি আমি একজন শিক্ষিকা এবং প্রাইভেট টিউটর।"
"ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন"।
কোটেশনঃ- "যদি ১০০ জন ক্ষুধার্তকে না খাওয়াতে পারো তবে অন্তত ১জন ক্ষুধার্তকে খাওয়ানোর চেস্টা করো"।
"আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, ইংরেজি ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের একজন ইউনিভার্সিটির ছাত্রী। আমি মোটিভেশনাল আর্টিকেল, গল্প, ড্রইং এবং গভীর চিন্তার বিষয় গুলো লিখতে ভালবাসি। পাশাপাশি আমি একজন শিক্ষিকা এবং প্রাইভেট টিউটর।"
পাতা ঝরে নতুন পাতা গজানোর এই গল্প অনেক দিন মনে থাকবে। খুব ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপু মনি।
আপু আমি যতোটুকু বুঝতে পেরেছি আপনি আপনার জীবনের বাস্তবতা টুকু আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং সেটি আপনি একটা গাছের সাথে তুলনা করে বুঝিয়ে দিয়েছেন। আসলে এটাই সত্য যে মানুষের জীবনে ঝড় তুফান অনেকে আসে তবে ঝড় তুফানের মোকাবেলা করে যদি টিকে থাকা যায় সেই প্রকৃত মানুষ। আপনার গল্প অনেকগুলোই পড়েছি তবে আপনি শিক্ষামূলক কিছু জিনিস রেখে যান যা আপনার বাস্তব জীবনের সাথে ঘটেছিল। হ্যাঁ আপু মানুষের জীবনে শরৎকাল আসাটা জরুরি, ভেঙে না পড়ে কঠোরভাবে দাঁড়িয়ে থাকা মানুষের করণীয়। অতীতকে মনে রাখে ভেঙে পড়লে চলবে না। নিজেকে কঠোরভাবে শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে হবে। ওই গাছটির দিকে তাকিয়ে আপনি আপনার জীবনকে পাল্টে নিয়েছেন। উপভোগ করছেন নতুন জীবন, এবং কি আমাদেরকে দিচ্ছেন আপনার বাস্তব জীবনের সুন্দর সুন্দর গল্প। আমাদের সাথে এত সুন্দর গল্প ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল আপু।
ভাইয়া আপনি বরাবরই খুব গুছিয়ে মন্তব্য করেন, খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
উত্থান ও পতন আমাদের জীবনে না থাকলে আমরা আমাদের জীবন এর মানে উপলব্ধি করতে পারে না। আমাদের জীবন দুঃখ সুখ মিলিয়েই থাকে। আর কোনো কিছু পেতে হলে অবশ্যই কোনো কিছু হারাতে হবে। যেমনটা গাছের ক্ষেত্রে হয়েছে। পুরনো পাতা হারানোর কারণেই গাছটি নতুন পাতাতে পরিপূর্ণ। আসলে আপু আমরা অনেক সময় কিছু হারিয়ে ফেললে এই কষ্টে আমরা ভাবি হয়তো আমাদের জীবনের অধ্যায় শেষ কিন্তু আমাদের উচিত জীবনের পরবর্তী পৃষ্ঠা উল্টানো। খুব ভালো লাগল আপনার লেখাটি আপু। শুভকামনা রইলো আপনার জন্য।
জি আপু বুঝতে পেরেছেন। অসম্ভব ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের সকলের উচিত গাছের মত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার মনোভাব তৈরি করা। জীবন চলার পথে বাধা বিপত্তি আসবে কিন্তু একদিন ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে যাবে। এই দৃঢ় মনোভাবটা আমাদের সকলেরই অতি প্রয়োজন। খুবই সুন্দর একটি ব্যাপারে কথা বলেছেন আপনি আপু। এভাবেই সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিতে থাকবেন আগামীতেও আশারাখি। শুভকামনা রইল আপনার জন্য আপু।
ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ।