'স্পাইসি চিংড়ি লাউ রেসিপি' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রহ মাতুল্লাহ।

আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন, ভালো আছেন। এই কামনা করি। এই কমিউনিটি তে অনেকের রান্না দেখে আমি অনেক উৎসাহ পেলাম একটা রেসিপি দিতে। যদিও তাদের কাছে আমার রেসিপি টি অতি সাধারণ। তবে পরবর্তীতে ভালো কিছু রেসিপি দেয়ার ইচ্ছে আছে। শীতকালীন সবজির মধ্যে আমার খুব পছন্দের একটি সবজি হচ্ছে লাউ। তাহলে নিশ্চয় বঝতেই পারছেন আমার আজকের রেসিপি লাউ দিয়ে। 'স্পাইসি চিংড়ি লাউ', খুবই মজাদার এবং সাধারণ। আজকেই দুপুরে রান্না করেছি। যারা আমার মতো সবজি খেতে ভালোবাসেন আশা করছি তাদের ভালো লাগবে। এই সবজি তৈরি করতেও সময় লাগে না এবং দ্রুত হয়ে যায়। লাউ খুবই স্বাস্থ্যকর এবং এই সবজি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা ভালো বলে মনে করি। দেরি না করে তাহলে বলে দিচ্ছি কিভাবে তৈরি করবেন স্পাইসি চিংড়ি লাউ।

20211117_154832.jpgরেসিপি হাতে আমার সেলফি

20211117_145913-02.jpeg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📝সমগ্র উপকরণঃ

🔸একটি লাউ
🔹আদা-রসুন বাটা ২ চা চামচ
🔸পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের দুটো)
🔹হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
🔸মরিচ গুঁড়ো ১ ১/২ চা চামচ
🔹ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
🔸জিরা বাটা ১ ১/২ চা চামচ
🔹কাচা মরিচ ৮ টি
🔸ধনিয়া পাতা
🔹লবন স্বাদমতো
🔸তেল পরিমাণ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_135208.jpg

20211117_135138.jpg

20211117_135304.jpg

20211117_135329.jpg


20211117_135253.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍽️প্রস্তুত প্রনালীঃ

▪️ প্রথমে লাউ ধুয়ে কেটে নিতে হবে। কাটার পর আর ধুবেন না।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_135218.jpg

20211117_135232.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

▪️এরপর একটি পাতিলে পরিমাণ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে আধা ভাজা করতে হবে৷ ভাজা হয়ে গেলে এক এক করে সব মসলা দিয়ে দিতে হবে৷ ভালো ভাবে মসলা কষিয়ে নিতে হবে, তেল ভেসে উঠা পর্যন্ত।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_135443.jpg

20211117_135502.jpg

20211117_135531.jpg

20211117_135545.jpg



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

▪️এখন চিংড়ি মাছ গুলো দিয়ে আরও কষিয়ে নিবো।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_135612.jpg

20211117_135600.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

▪️এই পর্যায়ে, কষানো মসলা থেকে চিংড়ি মাছ গুলো উঠিয়ে একটি পাত্রে রেখে দিবো।

20211117_140440.jpg


▪️এরপর মসালায় কেটে রাখা লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_140454.jpg

20211117_140502.jpg

20211117_140512.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

▪️পানি দেয়ার প্রয়োজন নেই এই ধাপে, তবে ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে নিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_140522.jpg

20211117_140532.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

▪️যখন লাউ থেকে পানি উঠে আসবে তখন তুলে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে। আবার ঢেকে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_140550.jpg

20211117_140559.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

▪️এরপর ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে কাচা মরিচ, অল্প একটু পানি দিয়ে ২মিনিট ঢেকে রাখতে হবে। ২মিনিট পর কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। এরপর আরো ২ মিনিট চুলায় মধ্য আঁচে রান্না করে, চুলা বন্ধ করে দিয়ে ঢেকে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_140615.jpg

20211117_140626.jpg

20211117_140637.jpg

20211117_140648.jpg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

💞তৈরি হয়ে গেলো আমার হাতে রান্না স্পাইসি চিংড়ি লাউ। গরম ভাতের সাথে পরিবেশন করুন🍛।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211117_140706.jpg

20211117_155658-01.jpeg


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

"পরবর্তীতে আরো রেসিপির হাজির হবো আপনাদের সামনে। অনেক ভালবাসা এবং দুয়া রইলো সবার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ"।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gifলিংক

রেসিপি ডিভাইস
@brishti Samsung Galaxy Note 9
Sort:  
 3 years ago 

আপনার লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি টি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ।দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।লাও সত্যি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি ।লাউ খেলে পেট ঠান্ডা থাকে ,গ্যাসের প্রবলেম কম হয় এজন্য লাউয়ের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আপু মনি।

 3 years ago 

আপু আপনার পোস্টে প্রথম ছবিটা দেখা যাচ্ছে না পোস্ট ওপেন না করলে। আপনি এক কাজ করুন। ছবির উপরে যে ইমেজটা ব্যবহার করেছেন দাগ হিসাবে। সেটা কেটে নিচে দিয়ে দিন। তাহলে আপনার পোস্টটা দেখতে সুন্দর লাগবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আমি করে দিয়েছি তখনি নিজেই দেখেছিলাম। এডিট করে নিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😊।

 3 years ago 

🙏🙏

ওয়াও আপু! অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। স্পাইসি চিংড়ি লাউ রেসিপি খেতে খুব ই সুস্বাদু হয়। লাউ সাধারণ ঠান্ডা একটা তরকারি এই শীতের দিনে গরম গরম খেতে কী যে মজা লাগে। আমার তো সেই আকারে খেতে ইচ্ছে করছে। যাইহোক সুন্দর ছিল আপনার রেসিপি এবং উপস্থাপনা। আপনার কাছ থেকে আরো এ ধরনের লোভনীয় রেসিপি দেখতে আশা রাখছি আপু। শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

লাউ ও চিংড়ি মাছ দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। লাউ সাথে চিংড়ি মাছ রান্না করলে খুবই ভালো লাগে। সেই সাথে আমার মিষ্টি আপুকে অনেক মিষ্টি লাগছে দেখতে। অনেক অনেক ভালোবাসা রইলো।
❤️❤️❤️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আপু মনি।

 3 years ago 

আমি চিংড়ি পছন্দ করি, আপনি এটি খুব সুস্বাদু পরিবেশন করেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন লাউ দিয়ে চিংড়ি সত্যিই খুবই মজার আপনার রান্নার ধাপগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আপনার রান্নাটা খুবই মজার ও লোভনীয় মনে হচ্ছে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার রান্নাটি চমৎকার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনি অনেক সুন্দর রান্না করতে পারেন। আপনার রান্না দেখে জিবে জল চলে আসতেছে। আপনার রান্নার উপকরণ গুলো বেশ গুছিয়ে লিখেছেন।আপু একটা কথা না বলে পারতেছি না, আপনার রান্নার কালারটি জোস হয়েছে। রান্না দেখতেই যদি এত সুন্দর হয় তাহলে খেতে কত না মজাই হবে।

আপু আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, পরবর্তী সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে নিয়ে আসবেন। আশা করি,

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মনে হচ্ছে আজ বৃষ্টি আপুর পোস্টের মধ্যে ব্যতিক্রম কিছু পেলাম। আমি ব্যক্তিগতভাবে এর আগে আপনার কোন রেসিপি পোষ্ট দেখিনি জানিনা এর আগে করেছিলেন কিনা। তবে আজকে যেহেতু প্রথম দেখলাম বলেই দিতে পারি এক কথায় অসাধারণ একটি রেসিপি দিয়েছেন। বিশেষ করে আপনার লেখার ধরন লিখার সাজানো অংশটুকু এক কথায় অসাধারণ ছিল।

 3 years ago 

জি ভাইয়া ঠিক ধরেছেন, আগে রেসিপি পোস্ট দেই নি তাই একটু চেস্টা করা আর কি। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি অসাধারণ হয়েছে আপনার চিংড়ি লাউ রেসিপি। আপনার রেসিপি টা দেখেই আমার খেতে ইচ্ছে করছে আপু। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

🥰🥰

 3 years ago 

এই সবজি রান্না গুলো বেশি মজা লাগে শীতকালে। আসলে সবজি খেতে সবসময় ই ভালো লাগে, তবে শীতকালে বেশি লাগে এই আরকি। এইভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে সবসময় ই খুব ভালো লাগে।

 3 years ago 

জি আপু আমারও অনেক পছন্দ। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57184.88
ETH 3097.33
USDT 1.00
SBD 2.41